ঢাকা মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

অবিরাম ভালোবাসা


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ১১-২-২০২২ দুপুর ১২:৫৫

অবিরাম ভালোবাসা
আবুল কালাম আজাদ

তোমার প্রতি শ্রদ্ধা বোন
থাকবে এ যনম কাল,
তাক লাগিয়ে দিলে সারা বিশ্বে
মুসলমানের গর্জনের ঝাল।

দেখে তোমার ঈমানের শক্তি সাহস
গর্ব করি আজ,
তুমি হলে বিশ্ব মুসলিমের
স্নেহ ও ভালোবাসার তাজ।

বলেছো চিৎকার করে
তুমি বারবার,
মাতোয়ারা হয়ে শুনেছিলাম
আল্লাহু আকবার আল্লাহু আকবার।

এমএসএম / এমএসএম