ঢাকা শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

শনিবার চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন : ব্যাপক প্রস্তুতি


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৭-৬-২০২১ বিকাল ৭:৫২

আগামী শনিবার (১৯ জুন) চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিটিউটে অনুষ্ঠিত হবে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম মহানগর শাখার ত্রিবার্ষিক সম্মেলন। সম্মেলন সফল করতে ৫০১ জনকে দায়িত্ব দেয়া হয়েছে। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহনও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। উদ্বোধন করবেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ। প্রধান বক্তা থাকবেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। সম্মেলনের সার্বিক প্রস্তুতি বিষয়ে বৃহস্পতিবার দুপুর ১২টায় চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট এএইচএম জিয়া উদ্দিন। 

এ সময় বক্তব্য রাখেন- সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক কে.বি.এম শাহজাহান, সদস্য সচিব সালাউদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি প্রকৌশলী ফারুক আমজাদ খান, ড. জমির সিকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক এ.কে.এম আজিম, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক আশিষ কুমার সিংহ, উপ-পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক তারেক মাহমুদ পাপ্পু, উপ-প্রতিবন্ধী বিষয়ক সম্পাদক ডা. উম্মে সালমা মুনমুন, সদস্য বোখারী আজম, জাবেদুল আলম মাসুদ, মোহাম্মদ হানিফ চৌধুরী, সাবেক সদস্য সাইফুল্লাহ আনসারী।

লিখিত বক্তব্যে এডভোকেট এএইচএম জিয়া উদ্দিন বলেন, দীর্ঘ গৌরবোজ্জ্বল সংগ্রাম ও সাফল্যের পথ বেয়ে আগামী ১৯ জুন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম মহানগর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন। ইতোমধ্যে করোনা ভাইরাস প্রার্দূভাবের কারণে দু’বার পিছানো হয়েছে। করোনার কারণে সৃষ্ঠ রাজনৈতিক ও সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে ভার্চুয়াল এ সম্মেলন অনুষ্ঠিত হবে। রয়েছে। সম্মেলন সফল ও সার্থক করতে ইতোমধ্যে ৫০১ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম মহানগর সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। সম্মেলনকে সুন্দর ও সার্থক করার লক্ষ্যে ১৪টি উপ-পরিষদ নেতৃবৃন্দ সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। সম্মেলনে ২৫০ জন কাউন্সিলর ও ২৫০ জন ডেলিগেট।

সম্মেলনে মিডিয়া উপ-কমিটির আহ্বায়ক সাহেদ মুরাদ সাকু বলেন, সম্মেলনকে কেন্দ্র করে পুরো চট্টগ্রামে নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে, নেতাকর্মীদের মধ্যে চাঙ্গা ভাব দেখা দিয়েছে। আশা করি চট্টগ্রামের এই সম্মেলন হবে সারাদেশের একটি অনুস্মরণীয় এবং মডেল সম্মেলন।

এমএসএম / জামান

উন্নয়নের বাইরে চর কলাতলী : অবহেলায় মানবেতর জীবন, আশ্বাসেই আটকে প্রশাসনিক উদ্যোগ

ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, বৈষম্যবিরোধী ছাত্রনেতা কারাগারে

শেরপুরের নালিতাবাড়ি উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা

নোয়াখালীতে আবাসিক হোটেল থেকে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার ২

শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কবলে বাসসহ একাধিক গাড়ির সংঘর্ষে আহত দশজন

গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪২০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

খালিয়াজুরীতে রাজনৈতিক মামলায় জামায়াত কর্মী গ্রেপ্তারে জামায়াতের ক্ষোভ প্রকাশ

বাগেরহাটের পল্লীতে আগুন লেগে দরিদ্র বৃদ্ধার মৃত্যু

ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে স্থবির কুড়িগ্রামের জনজীবন

রাষ্ট্রীয় শোক দিবস পালনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সাভারে অবস্থিত ভিসন গ্রুপের ১লা জানুয়ারি সাংস্কৃতিক অনুষ্ঠান পালন

বারহাট্টার বাজারে শীতকালীন সবজি এলেও চড়া দামে হতাশ ক্রেতারা

দোহাজারী রেলস্টেশনে প্রান্তিক কৃষকদের কৃষিপণ্য পরিবহনে লাগেজ কোচ চলাচলের উদ্বোধন

কেশবপুরে কালিয়ারই এস.বি.এল মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ