শনিবার চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন : ব্যাপক প্রস্তুতি

আগামী শনিবার (১৯ জুন) চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিটিউটে অনুষ্ঠিত হবে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম মহানগর শাখার ত্রিবার্ষিক সম্মেলন। সম্মেলন সফল করতে ৫০১ জনকে দায়িত্ব দেয়া হয়েছে। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহনও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। উদ্বোধন করবেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ। প্রধান বক্তা থাকবেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। সম্মেলনের সার্বিক প্রস্তুতি বিষয়ে বৃহস্পতিবার দুপুর ১২টায় চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট এএইচএম জিয়া উদ্দিন।
এ সময় বক্তব্য রাখেন- সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক কে.বি.এম শাহজাহান, সদস্য সচিব সালাউদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি প্রকৌশলী ফারুক আমজাদ খান, ড. জমির সিকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক এ.কে.এম আজিম, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক আশিষ কুমার সিংহ, উপ-পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক তারেক মাহমুদ পাপ্পু, উপ-প্রতিবন্ধী বিষয়ক সম্পাদক ডা. উম্মে সালমা মুনমুন, সদস্য বোখারী আজম, জাবেদুল আলম মাসুদ, মোহাম্মদ হানিফ চৌধুরী, সাবেক সদস্য সাইফুল্লাহ আনসারী।
লিখিত বক্তব্যে এডভোকেট এএইচএম জিয়া উদ্দিন বলেন, দীর্ঘ গৌরবোজ্জ্বল সংগ্রাম ও সাফল্যের পথ বেয়ে আগামী ১৯ জুন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম মহানগর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন। ইতোমধ্যে করোনা ভাইরাস প্রার্দূভাবের কারণে দু’বার পিছানো হয়েছে। করোনার কারণে সৃষ্ঠ রাজনৈতিক ও সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে ভার্চুয়াল এ সম্মেলন অনুষ্ঠিত হবে। রয়েছে। সম্মেলন সফল ও সার্থক করতে ইতোমধ্যে ৫০১ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম মহানগর সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। সম্মেলনকে সুন্দর ও সার্থক করার লক্ষ্যে ১৪টি উপ-পরিষদ নেতৃবৃন্দ সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। সম্মেলনে ২৫০ জন কাউন্সিলর ও ২৫০ জন ডেলিগেট।
সম্মেলনে মিডিয়া উপ-কমিটির আহ্বায়ক সাহেদ মুরাদ সাকু বলেন, সম্মেলনকে কেন্দ্র করে পুরো চট্টগ্রামে নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে, নেতাকর্মীদের মধ্যে চাঙ্গা ভাব দেখা দিয়েছে। আশা করি চট্টগ্রামের এই সম্মেলন হবে সারাদেশের একটি অনুস্মরণীয় এবং মডেল সম্মেলন।
এমএসএম / জামান

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাফনদীর মোহনায় ট্রলার ডুবি, ৭জেলে উদ্ধার

বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময়

বাউফলে চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন

আদমদীঘিতে সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কার্যক্রম স্থগিতের দাবীতে স্মারকলিপি প্রদান

দৌলতপুরে মুখ বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

কমিউনিটি পুলিশিং সভা ও উদ্ধারকৃত মোবাইল-অর্থ হস্তান্তর: মেহেরপুর জেলা পুলিশের জনবান্ধব উদ্যোগ

ভূরুঙ্গামারীতে বাড়ি বাড়ি গিয়ে নবজাতক শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করছে উপজেলা প্রশাসন

পাবনায় ট্রিপল মার্ডারের রায়ে একজনের মৃত্যুদন্ড

গলাচিপা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে জামায়াতের এমপি পদ প্রার্থীর মত বিনিময় সভা

ত্রিশালে মসজিদে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত
