ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

স্বপ্ন পূরণ হলো না ইমরানের, ফিরলেন কফিনবন্দি লাশ হয়ে


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১২-২-২০২২ দুপুর ৪:৫৭
মাদারীপুরের ইমরান হাওলাদার কালু নামে এক যুবক প্রায় দেড় মাস আগে ভাগ্য পরিবর্তনের আশায় ইতালি যাওয়ার উদ্দেশে ঘর থেকে বের হয়েছিলেন। ইঞ্জিনচালিত নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দেয়ার সময় ঝোড়ো হাওয়া ও বৃষ্টির কবলে পড়ে ঠাণ্ডায় মারা যান তিনি। ১৮ দিন পর শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টায় কফিনবন্দি হয়ে লাশ বাড়িতে পৌঁছায়। এ সময় স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠে পরিবেশ।
 
ইমরান হাওলাদার কালু (২৩) মাদারীপুর সদর উপজেলার পশ্চিম পেয়ারপুর এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে। এক ভাই ও তিন বোন নিয়ে তাদের সংসার। বাবা শাহজাহান হাওলাদার পেশায় একজন ভ্যানচালক। সংসারে অভাবের কারণে এসএসসি পরীক্ষা দিয়ে আর পড়াশোনা করতে পারেননি তিনি।স্বপ্ন ছিল ইউরোপের দেশ ইতালিতে গিয়ে অভাবের সংসারে আনবেন সচ্ছলতা। সে অনুযায়ী জমি বিক্রি করে দালালের হাতে তুলে দিয়েছিলেন ১০ লাখ টাকা। লিবিয়া থেকে ইঞ্জিনচালিত নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে তার ইতালি যাওয়া হয়নি। হলেন লাশ। পরে ইতালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ১৮ দিন পরে কফিনবন্দি লাশ বাড়ি পৌঁছেছে। 
 
জানা গেছে, গত ২৪ জানুয়ারি ২৮৭ জন অভিবাসনপ্রত্যাশী ইঞ্জিনচালিত নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির উদ্দেশে রওনা হন। এদের মধ্যে ২৭৩ জন ছিলেন বাংলাদেশি নাগরিক। অভিবাসনপ্রত্যাসী অন্যান্যরা মিশরীয় নাগরিক।
 
তিউনিসিয়ার ভূমধ্যসাগরের মাঝখানে যাওয়ার পরে প্রবল ঝোড়ো হাওয়া আর টানা ছয় ঘণ্টা বৃষ্টিপাতের কবলে পড়ে তাদের নৌযান। এ সময় প্রচণ্ড ঠান্ডায় হিম হয়ে মারা যায় ৭ বাংলাদেশি। গত ২৫ জানুয়ারি বিষয়টি জানতে পারে বাংলাদেশ দূতাবাস। দূতাবাস থেকে জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়, মারা যাওয়া ৭ বাংলাদেশির মধ্যে ৫ জনই মাদারীপুর জেলার বাসিন্দা।
 
ইমরান হাওলাদারের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ২০২১ সালের ২৫ অক্টোবর স্থানীয় দালাল সামাদ বেপারীর প্রলোভনে পড়ে ৪ লাখ ৭০ হাজার টাকার বিনিময়ে বাংলাদেশ ছাড়েন ইমরান। পরে দুবাই হয়ে লিবিয়া পৌঁছান। সেখানে একটি বন্দিশালায় আটক ছিলেন তিনি।
 
সেখানে পরিচয় হয় সিলেটের আহম্মেদ নামে এক দালালের সঙ্গে। তার মাধ্যমে ৩ লাখ ৫০ হাজার টাকা চুক্তিতে ২৪ জানুয়ারি রাত ৩টার দিকে ইঞ্জিনচালিত কাঠের নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির উদ্দেশে রওনা হন। কিন্তু তারপর থেকে আর কোনো কথা হয়নি ইমরানের সঙ্গে। তবে দালাল বলেছিল, ইমরান ইতালিতে পৌঁছাতে পেরেছে। প্রচণ্ড ঠান্ডা থাকার কারণে সে সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
 
ইমরানের বোন নাসরিন আক্তার বলেন, আমার ভাই নৌকায় ভূমধ্যসাগরে পাড়ি দিতে চাইনি। দালাল বলেছিল তাদের জাহাজে করে পার করাবে। তাদের বোট ছাড়ার আগে তিন দিন না খাইয়ে রেখেছিল। আমরা টাকা পাঠিয়েছিলাম। তারপরও খাবার কিনে দেয়নি।  আমার ভাইকে তারা মারধর করে জোর করে নৌকায় তুলে দিয়েছিল। এখন আমার ভাইও নেই। ধারদেনাও অনেক।
 
ইমরানের কাকা সোবহান বলেন, আমরা কোনো ময়নাতদন্ত চাই না। তবে দাললের বিচার চাই। দালাল আমাদের সঙ্গে প্রতারণা করেছে।
 
মাদারীপুরের পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল বলেন, ভুক্তভোগী পরিবার অভিযোগ করলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে। আমরা ক্ষতিগ্রস্তদের সব ধরনের আইনি সহায়তা দিতে চাই।

শাফিন / জামান

তেলের ট্রাকে বিস্ফোরণ : পুড়ল ৪শ ব্যারেল তেল, ৮ দোকান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন প্রফেসর আবুল কাসেম ফজলুল হক

গোদাগাড়ীতে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা

জয়পুরহাটে ৬০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

গাজীপুরে কারখানায় আগুনে নিহত ১

রৌমারীতে আটক ৯টির মধ্যে ১টি জমা না দেওয়ার অভিযোগ বিজিবি’র বিরুদ্ধে

পটুয়াখালীর ধানক্ষেত থেকে ১টি শঙ্খিনী সাপ উদ্ধার

কামারখন্দে কোনাবাড়ি ইসহাক উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি আলোচনা সভায়

মুন্সীগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে পুলিশ সদস্যকে গুলি

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে নৌকায় ডাকাতি

পটুয়াখালীতে পৌর মাছ বাজারের ঘাট পুনরুদ্ধার, খুশি ব্যবসায়ীরা

নওয়াপাড়ায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকিং সেমিনার অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে এক্সপ্রেসওয়েতে ৬ দুর্ঘটনাঃ নিহত ১