ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

হাবিপ্রবিতে কৃষিবিদ দিবস উদযাপন


আবু সাহেব, হাবিপ্রবি photo আবু সাহেব, হাবিপ্রবি
প্রকাশিত: ১৩-২-২০২২ রাত ৯:৮
বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কৃষিবিদ দিবস-২০২২ উদযাপিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে রোববার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট, প্রশাসনিক ভবন ও সংশ্লিষ্ট অনুষদসমূহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিসংবলিত ড্রপডাউন ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করা হয়। এরপর হাবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামানের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
 
এ সময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, প্রক্টর প্রফেসর ড. মো. মামুনুর রশীদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজসহ অন্য শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ। পরবর্তীতে বাদ জোহর কেন্দ্রীয় মসজিদে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারসহ সকল কৃষিবিদের কল্যাণ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
 
এছাড়াও কৃষিবিদ দিবস-২০২২ উপলক্ষে বিকেল ৩টায় ‘বঙ্গবন্ধুর কৃষি দর্শন ও বাংলাদেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে উপস্থিত থেকে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামান।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, সভাপতিত্ব করেন কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. রওশন আরা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের ডীন প্রফেসর ড. ফাহিমা খানম, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. সাজ্জাত হোসেন সরকার, ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স অনুষদের ডীন প্রফেসর ড. তাহেরা ইয়াসমিন, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. একেএম রুহুল আমীন, জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং বিভাগের প্রফেসর ড. ভবেন্দ্র কুমার বিশ্বাস, মাইক্রোবায়োলজি বিভাগের প্রফেসর ড. মো. খালেদ হোসেন ও সংস্থাপন শাখার উপ-পরিচালক কৃষিবিদ মোঃ ফেরদৌস আলম।
 
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষিবিদ দিবস-২০২২ উদযাপন কমিটির সদস্য সচিব এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ। তিনি তার বক্তব্যে ১৯৭৩ সালের ১৩ ফেব্রুয়ারি জাতির পিতা কর্তৃক কৃষিবিদদের প্রথম শ্রেণির মর্যাদা প্রদানের সময়ের বিস্তারিত পটভূমি তুলে ধরেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও সহকারী প্রক্টর ড. মোঃ ইয়াছিন প্রধান।
 
প্রধান অতিথির বক্তব্যের শুরুতে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবসহ ১৫ আগস্ট নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুধাবন করেছিলেন কৃষির উন্নতিই হচ্ছে কৃষকের অর্থনৈতিক মুক্তি। কৃষকের অর্থনৈতিক মুক্তি মানেই বাংলাদেশের স্বাধীনতার সূর্য হবে আরো প্রজ্বলিত। স্বাধীনতা পরবর্তী সময়ে দায়িত্ব গ্রহণের পরপরই তিনি কৃষিজ উৎপাদন বৃদ্ধির জন্য সবুজ বিপ্লবের ডাক দেন। কৃষির উন্নয়নের জন্য বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে তিনি প্রতিষ্ঠা করেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উদ্যান উন্নয়ন বোর্ড, তুলা উন্নয়ন বোর্ড, বীজ প্রত্যয়ন সংস্থা, মৎস্য উন্নয়ন করপোরেশন ইত্যাদি। যার সুফল আমরা বর্তমানে পাচ্ছি। বঙ্গবন্ধু দেশ পুনর্গঠনের প্রথম পদক্ষেপ হিসেবে গিয়েছিলেন কৃষকের কাছে। বঙ্গবন্ধু গভীর চিত্তে উপলব্ধি করতেন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে প্রয়োজন কৃষি ও কৃষকের সামগ্রিক উন্নতি। আর এজন্য ১৯৭৩ সালের ১৩ ফেব্রুয়ারি তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এসে কৃষিবিদদের প্রথম শ্রেণির মর্যাদা প্রদান করেছিলেন। কৃষির প্রতি মেধাবী শিক্ষার্থীদের আকৃষ্ট করতে তাঁর এই ঘোষণা কৃষিবিদরা আজীবন শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। তিনি তার বক্তব্যে তৎকালীন ও বর্তমান বাংলাদেশের কৃষিজ উৎপাদন বৃদ্ধির বিস্তারিত চিত্র তুলে ধরেন।
 
উল্লেখ্য, আলোচনা সভায় শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ জুম অ্যাপের মাধ্যমে যুক্ত ছিলেন।

এমএসএম / জামান

লোহাগড়া বাজারে সরকারি সড়ক গিলে খাচ্ছে তিনতলা ভবন

জয়ের ঘ্রাণ পাচ্ছেন শেখ সাদী ?

যমুনা ব্যাংকের ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজারস’ মিটিং অনুষ্ঠিত

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত