ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

২০ দিনেও সন্ধান মেলেনি চট্টগ্রামের নিখোঁজ প্রণব কান্তির


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৮-৬-২০২১ দুপুর ৪:১৮

সপ্তম শ্রেণীতে পড়ুয়া সানি, তার ছোট আরো তিন বোন এ্যানি, পূর্ণিমা ও পুষ্পিতা সবাই ছিল অশ্রুসজল। তাদের পিতা প্রণব কান্তি নাথ দীর্ঘ ২০দিন ধরে নিখোঁজ। তাদের সান্তনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েনতাদের মা সঞ্জু রানী দেবী। তখন তিনি অজ্ঞান হয়ে যান। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটি নিখোঁজ হওয়ায় কান্না আর বুকফাটা আর্তনাদে ভারী হয়ে সংবাদ সম্মেলনের পরিবেশ।

 চট্টগ্রামের আনোয়ারা উপজেলার দক্ষিণ বারশত ইউনিয়নের কালিবাড়ি বাজারের নিখোঁজ ব্যবসায়ী প্রণব কান্তি নাথের সন্ধান দাবিতে গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন তার পরিবার। লিখিত বক্তব্যে সঞ্জু রানী দেবী বলেন, তার স্বামী প্রণব কান্তি নাথ আনোয়ারার বারশত কালিবাড়ি বাজারের মেসার্স প্রণব ষ্টোর নামে একটি মুদির দোকান পরিচালনা করেন। তিনি গত ৩০ মে দুপুর ২টায় তার পরিচিত সিএনজি অটোরিকশা চালক মোহাম্মদ মিজানুর রহমানের গাড়িতে করে আনোয়ারা উপজেলা সদরের বিভিন্ন খুচরা দোকানদারের সাথে ব্যবসায়ীক যোগাযোগ করেন। ওই দিন রাত ৮ টার দিকে আনোয়ারা চাতুরী চৌমহনী বাজারের ওয়ান মাবিয়া সিটি সেন্টারের সামনে সিএনজি চালককে টাকা পরিশোধ করে চট্টগ্রাম মহানগরের পণ্য কিনতে যাবেন বলে আমাদেরকে মোবাইলে জানান।  এর কয়েক ঘন্টা পর আমার স্বামীর মোবাইলে  কল দিলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। রাত বাড়তে থাকলে আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি। 

তিনি বলেন, নিখোঁজের বিষয়ে গত ২ জুন থানায় নিঁেখাজ ডায়েরি করি। নিখোঁজের ২০ দিনেও পুলিশ তার কোনো সন্ধান বের করতে পারেনি। তিনি বলেন, এতদিন হয়ে গেল, স্বামীর খোঁজ পাওয়া যাচ্ছে না। পুলিশের উপর আর আস্থা রাখতে পারছিনা। আমরা হতাশ হয়ে পড়ছি। সংবাদ সম্মেলনে ছোট্ট সানি নিখোঁজ বাবাকে ফিরিয়ে দেওয়ার আকুতি জানিয়ে বলেন, ‘আমি আমার বাবাকে ফেরত চাই। বাবার সঙ্গে সময় কাটাতে চাই।’ কথা শেষ হতেই সানি বাবার ছবির দিকে তাকিয়ে কাঁদতে শুরু করে।নিখোঁজ প্রণব কান্তি নাথের বড় ভাই বলেন, প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই আবেদন, আমার ভাইকে যেন জীবিত ফেরত পাই। সংবাদ সম্মেলনে প্রণব কান্তির বড় ভাই সাধন কান্তি নাথ, সুনীল কান্তি নাথ, ভাগিনা প্রশান্ত নাথসহ পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাফনদীর মোহনায় ট্রলার ডুবি, ৭জেলে উদ্ধার

বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময়

বাউফলে চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন

আদমদীঘিতে সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কার্যক্রম স্থগিতের দাবীতে স্মারকলিপি প্রদান

দৌলতপুরে মুখ বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

কমিউনিটি পুলিশিং সভা ও উদ্ধারকৃত মোবাইল-অর্থ হস্তান্তর: মেহেরপুর জেলা পুলিশের জনবান্ধব উদ্যোগ

ভূরুঙ্গামারীতে বাড়ি বাড়ি গিয়ে নবজাতক শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করছে উপজেলা প্রশাসন

পাবনায় ট্রিপল মার্ডারের রায়ে একজনের মৃত্যুদন্ড

গলাচিপা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে জামায়াতের এমপি পদ প্রার্থীর মত বিনিময় সভা

ত্রিশালে মসজিদে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত

চৌগাছা সরকারী হাসপাতালে ডাক্তার সংকট, চিকিৎসা সেবা ব্যহত