নবাবপুর ইউনিয়ন আ‘লীগের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা মতিউর রহমান মিয়ার কুলখানি অনুষ্ঠিত
বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ,সাবেক নবাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মিয়ার কুলখানি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বাদ জুমা মাদারীপুরের রাজৈরের ইশিবপুর ইউনিয়নের লুন্দীতে এ কুলখানি অনুষ্ঠিত হয়।
এতে অংশ নিতে দুপুর ১২টা থেকেই রাজৈরের বিভিন্ন এলাকা থেকে রাজনৈতিক নেতাকর্মীসহ হাজার হাজার মানুষ আসতে থাকেন। জুমার নামাজের পর লুন্দীর খেলার মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বাদ জুমা মিলাদ শুরু হয়।
এ সময় বাবার জন্য দেয়া চান মতিউর রহমান মিয়ার বড় ছেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৫নং ওয়ার্ডের কাউন্সিলর ও ধানমন্ডি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবলা । তিনি বলেন, যারা আজকে আমার বাবার এই দোয়া মাহফিলে এসে উপস্থিত হয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাই। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।
এরপর মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সুপ্রিমকোর্টের বিচারপতি, রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মো. আনিসুজ্জামান, রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সাদী, রাজৈর উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহীন চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
জামান / জামান