ঢাকা মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

রূপগঞ্জে বিষাক্ত কেমিক্যালে তৈরি হচ্ছে শিশুখাদ্য


আনিছুর রহমান, রূপগঞ্জ photo আনিছুর রহমান, রূপগঞ্জ
প্রকাশিত: ২০-২-২০২২ বিকাল ৫:২৭

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আরএমএস ফুড অ্যান্ড বেভারেজ নামে একটি অবৈধ শিশুখাদ্য তৈরির কারখানা অবাধে চলছে বছরের পর বছর ধরে। কারখানায় বিষাক্ত কেমিক্যালে তৈরি হচ্ছে লিচি, আইস ললি, ললিপপসহ নানা ধরনের শিশুখাদ্য। গত চার বছর ধরে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে প্রতি মাসে মোটা অংকে অর্থ মাসোয়ারা দিয়ে দাউদপুর ইউনিয়নের বীর হাটাবো এলাকায় এ কারখানাটি চলছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। প্রশাসনের নীরবতায় এলাকাবাসী এ অবৈধ কারখানার বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পান না। এ ধরনের ভেজাল খাদ্যে শিশুরা পড়ছে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে। 

জানা গেছে, আরএমএস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড কারখানার মালিক ঢাকায় বসবাসরত ইউসূফ চৌধুরী নামে এক ব্যক্তি। ইউসূফ চৌধুরী মাঝেমধ্যে কারখানায় এলেও কারখানাটি সম্পূর্ণ পরিচালনা করেন মোশারফ নামে একজন। তিনি কারখানার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। এই কারখানায় বিষাক্ত কেমিক্যাল দিয়ে তৈরি হচ্ছে অংকুর লিচি, আরএমএস লিচি, শ্রাবণধারা আইসপপ/স্ট্রবেরি, আরএমএস লিচি ড্রিংক, ইডিবল জেলি, পুডিং, শ্রাবণধারা চকলেট থ্রি ইন ওয়ান, এটিএম গ্লাস ড্রিংক, জেলি, শ্রাবণধারা মিক্স ফ্রুটসহ নামে-বেনামে বিভিন্ন শিশুখাদ্য। এসব শিশুখাদ্য তৈরি হচ্ছে শুধুমাত্র সস্তা রং, বিভিন্ন স্বাদের কেমিক্যালের মাধ্যমে। এসব পণ্যে নেই বিএসটিআইয়ের কোনো লগো। এছাড়া কারখানার নেই কোনো কল-কারখানা অধিদপ্তরের ছাড়পত্র। এ পণ্যগুলো দেশের প্রত্যন্ত অঞ্চল নোয়াখালী, কিশোরগঞ্জ, ভৈরব, গাজীপুর, সাতক্ষীরাসহ বিভিন্ন প্রান্তে যাচ্ছে। এছাড়া রাজধানী ঢাকাসহ রূপগঞ্জের রাস্তায় হকাররা বাসসহ বিভিন্ন গণপরিবহনে বিক্রি করছেন। এ কারখানার মালিকপক্ষ তাদের এ কেমিক্যামিশ্রিতল শিশুখাদ্য গণপরিবহনে বিক্রি করাচ্ছেন। সাধারণ মানুষও কম মূল্যে পেয়ে তাদের শিশুর জন্য কিনছেন খাবারগুলো। এতে এই নিম্নমানের খাদ্যসামগ্রী খেয়ে কোমলমতি শিশুরা অসুস্থ হয়ে পড়ছে।

সরেজমিন দেখা গেছে, কারখানাটিকে বাইরে থেকে বন্ধ বোঝানোর জন্য কারখানার প্রধান গেটটি সারাক্ষণ বাইরে দিয়ে তালাবদ্ধ অবস্থায় থাকে। কিন্তু কারখানার ভেতরে গেলেই দেখা যায় নারী ও শিশু শ্রমিকসহ ৪০-৫০ জন শ্রমিক লিচু, আইস ললি, লিচি ড্রিংক, ইডিবল জেলি, পুডিং, শ্রাবণধারা চকলেট থ্রি ইন ওয়ান, এটিএম গ্লাস ড্রিংক, জেলি, শ্রাবণধারা মিক্স ফ্রুটসহ তৈরির কাজ করছে। কারখানায় নেই কোনো প্রকার ফুড টেস্টিং ল্যাব। পানিতে নিম্নমানের রং ও বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে তৈরি হচ্ছে লিচু, লিচি ড্রিংক, জেলি, পুডিং, শ্রাবণধারা চকলেট, এটিএম গ্লাস ড্রিংকসহ ভেজাল শিশুখাদ্য। এ কারখানায় কাজ করছে বেশিরভাগ শিশু শ্রমিক। এসব শিশু শ্রমিককে দিয়ে অল্প বেতনে নিম্নমানের খাবার তৈরির কাজে ব্যবহার করা হচ্ছে। কারখানার ভেতরে প্রতিবেদক ছবি তুলতে গেলে কারখানার শ্রমিকরা তার সঙ্গে খারাচ আচরণও করেন।   

সূত্র জানায়, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের ম্যানেজ করে অবৈধ হওয়া সত্ত্বেও বছরের পর বছর ধরে চলছে কারখানাটি। কারখানা চালাতে প্রশাসন ও স্থানীয়রা প্রতি মাসে নেন মোটা অংকের মাসোয়ারা। প্রশাসন ম্যানেজ থাকার কারণে কর্তৃপক্ষ প্রকাশ্যেই তাদের কারখানা চালিয়ে যাচ্ছে। প্রশাসন ও স্থানীয় প্রভাবশালী জনপ্রতিনিধিরা ম্যানেজ থাকায় তারা কাউকে পাত্তা দেয় না।

এ ব্যাপারে আরএমএস কারখানার ব্যবস্থাপক মোশারফ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা নিয়ম মেনেই সকল খাদ্যসামগ্রী তৈরি করছি। আমরা বিএসটিআইয়ের অনুমোদের জন্য আবেদন করেছি। শীঘ্রই পেয়ে যাব। আমরা সবকিছু ম্যানেজ করেই কারখানা চালাচ্ছি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ্ নূসরাত জাহান বলেন, বিষয়টি আমার জানা ছিল না। যেহেতু জেনেছি, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে জেলা কল-কারখানা প্রতিষ্ঠান ও পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক সৌমেন বড়ুয়া বলেন, এআরএমস কারখানা নামে কোনো কারখানা অনুমোদন নেয়নি। কারখানা স্থাপনের পর উৎপাদনে যাওয়ার ১৫ দিন পূর্বে ওই কারখানার কল-কারখানা অধিদপ্তর থেকে অনুমতিপত্র নিতে হয়।

এমএসএম / এমএসএম

গ্লোবাল স্কলার্স অলিম্পিয়াডে স্বর্ণ ও রৌপ্য পদক পেলেন জুড়ীর ওয়ারিশা রাহমান

আওয়ামিলীগের সাথে কোন আপোষ নয় - মনিরুল হক চৌধুরী

প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে বিএনপির গফুর ভূঁইয়ার রিট

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছে: পিআইবি মহাপরিচালক

সাভারে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের হ্যাঁ ভোটের প্রচারণা

আত্রাইয়ে ট্রেন-ট্রাক সংঘর্ষে অল্পের জন্য শত শত যাত্রী প্রাণে রক্ষা

আমার উপজেলা আমার দায়িত্ব—শিশুর জীবন হোক বাল্যবিবাহ মুক্ত

রূপগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

নেত্রকোনার মদনে লাহুত হত্যা মামলার আট মাসেও মিলেনি চার্জশীট

দেয়াল পত্রিকা ইভেন্টে জাতীয় পর্যায়ে প্রথম বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের লাবিবা

তানোরে ভাতের সাথে বিষ মিশিয়ে নির্বিচারে হাঁস মুরগী মেরে ফেলার অভিযোগ

বাংলাদেশ একটা আধুনিক রাষ্ট্র হতে হবে, সুপ্রদীপ চাকমা

ভূরুঙ্গামারীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত