ভাষাশহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণসহ র্যালি করেন সাবেক মেয়র আক্কাছ আলী
ভাষাশহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণসহ র্যালি করেন সাবেক মেয়র আক্কাছ আলী ও তার কর্মী-সহযোগীরা। এতে অংশ নেন হাজার হাজার নারী-পুরুষ, ছেলে-মেয়ে, যুবক-বৃদ্ধ, ছাত্র-ছাত্রী ও শিক্ষকসহ সাধারণ মানুষ।
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো, একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি। ছেলেহারা শত মায়ের অশ্রু গড়ায়ে ফেব্রুয়ারি।। আমার সোনার দেশের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি।’
আজ অমর একুশে ফেব্রুয়ারি। এ উপলক্ষে সকাল ৮টায় নিজ বাসভবন হতে হাজার হাজার মানুষের সুবিশাল সুশৃঙ্খল দীর্ঘ লম্বা এক র্যালি সাবেক মেয়র আক্কাছ আলীর নেতৃত্বে বঙ্গবন্ধু চত্বরে বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দেয়া হয়।এরপর উপজেলা চত্বরে শহীদ মিনারে সাবেক পৌর মেয়র আক্কাছ আলীসহ তার অনুসারী ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের পক্ষ হতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। ওখান থেকে বিশাল র্যালি নিয়ে বাঘা শাহদৌলা সরকারি কলেজ চত্বরে শহীদ মিনারে ফুলের ডালা অর্পণ করে শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়।
বাঘা পৌরসভার সাবেক মেয়র আক্কাছ আলী তার সংক্ষিপ্ত উপস্থিত বক্তব্যে হাজার হাজার মানুষের মাঝে মাইকের মাধ্যমে বলেন, ঢাকায় ১৯৫২ সালের ২১ ও ২২ ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভেঙে রাজপথে মিছিলে নেমে আসেন ছাত্র-জনতা। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন রফিক, সালাম, বরকত, সফিউর, জব্বাররা। শহীদ হয়েছিলেন বাংলার দামাল ছেলেরা। এই দিনটিকে স্মরণে রাখতে প্রতি বছর ২১ ফেব্রুয়ারি শহীদ দিবসে বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে অতিবাহিত করে বাঙালি জাতি। তারই ধারাবাহিকতায় রাজশাহীর বাঘা পৌরসভাধীন শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছি এবং শহীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।
সুদীর্ঘ লম্বা কয়েক হাজার মানুষের এই র্যালীটিতে দেখা যায় সকলেই পরিহিত কালো রংয়ের টিশার্ট। সুন্দর্য্য বৃদ্ধিতে শোভা পাচ্ছিল বুকে সাদা কালিতে শহীদ মিনারের ম্মৃতি অংকন। শহীদদের শ্রদ্ধা নিবেদন শেষে র্যালীটি সাবেক মেয়র আক্কাছ আলীর ৩ নং ওয়ার্ডের পাকুড়িয়ার বাস ভবনে গিয়ে কয়েক হাজার মানুষকে প্যাকেট সবজি খিচুরীর নাস্তা করে শেষ হয় আজকের কর্মসুচি।
এই সময় উপস্থিত ছিলেন, সাবেক মেয়র মোঃ আক্কাছ আলী সদস্য রাজশাহী জেলা আওমীলীগ, কাজী আবু জাফর, ব্যাবস্থাপনা পরিচালক বিল্ডেক্স মিডিয়া লিঃ ও সিইও মোহনপুর পর্যটন লিমিটেড, মোসা: নার্গিস আক্তার শেলী রাজশাহী জেলা যুব মহিলালীগের সভাপতি, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আঃ মুকাদ্দেস আলী,আমিরুল ইসলাম, সাবেক ছাত্র নেতা ও প্রভাষক শাহদৌলা সরকারী কলেজ, মোসা: রিজিয়া আজিজ ভাইস চেয়ারম্যান বাঘা উপজেলা,পাপিয়া আক্তার পাপড়ি সভাপতি বাঘা উপজেলা যুব মহিলালীগ, মোঃ সাইফুল ইসলাম টগর কাউন্সিল ৩নং ওয়ার্ড বাঘা পৌরাসভা,মোঃ সেলিম রেজা সভাপতি ১ নং ওয়ার্ড আওয়ামী লীগ,দোলোন শেক দোলেনা সাধারণ সম্পাদক বাঘা উপজেলা যুবমহিলালীগ,সাবে ছাত্র নেতাজাহাঙ্গীর আলম শ্যাম্পু, সাইফুল ইসলাম রবি (শিক্ষক),শাহ জামাল লিটন,মোহ আফাজ উদ্দিন, তৌহিদুল ইসলাম তৌহিদ,সাইফুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন সংগঠনের নেত্রী বৃন্দ।
সুশৃঙ্খল কয়েক হাজার মানুষের দীর্ঘ র্যালীটি সার্ভিক পরিচালনায় ছিলেন,মাইনুল ইসলাম মুক্তা সাবেক সভাপতি উপজেলা ছাত্রলীগ, সোহাগ রানা, সিফাত নুসরাত বৈশাখী তানহা,রাজু আহাম্মেদ,মৃদুল ইসলাম সহ আরও অনেকে।
এমএসএম / জামান
মধুখালীতে আদালতের আদেশ অমান্য করে লাল পতাকা অপসারণ ও জোরপূর্বক জমি দখল
রায়গঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধিকে মারধরের অভিযোগ
ওসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুমিল্লায় বিএনপির বিক্ষোভ
পঞ্চগড়ে শিক্ষার্থীদের নিয়ে শিশুস্বর্গের শীত আনন্দ উৎসব
হাদিকে প্রকাশ্য গুলি করার রাজস্থলীতে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ
ওসমান হাদির উপর গুলি চালানোর প্রতিবাদে বরগুনায় বিএনপির বিক্ষোভ মিছিল
ইনকিলাব মঞ্চের আহ্বায়কের ওপর গুলি: সীমান্তে টহল ও চেকপোস্ট জোরদার
সিলেট ডিসি অফিসের কোটিপতি পিয়ন সোহেল
শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচন করতে চাই : জেলা প্রশাসক কাজী মো: সায়েমুজ্জামান
কোম্পানীগঞ্জে উদয় এইড ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় ৪৫০ শিক্ষার্থীর হাতে বৃত্তি ও পুরস্কার
বারহাট্টার প্রকৃতিতে জেঁকে বসছে শীত, জমে উঠেছে শীতবস্ত্রের বেচাকেনা
টপ সয়েল কাটায় রায়পুর প্রশাসনের অভিযানে ছয় মাসের কারাদণ্ড