তাড়াশে প্রেস ব্রিফিং

সিরাজগঞ্জের তাড়াশে উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং করা হয়েছে। ১৯ জুন শনিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও মেজবাউল করিমের সভাপতিত্বে এ প্রেস ব্রিফিং করা হয়। ‘আশ্রয়ণের অধিকার -শেখ হাসিনার উপহার’ এই শ্লোগান নিয়ে “মুজিব শত বষর্” উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ -২ প্রকল্পের আওতায় ২য় পর্যায়ের ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য বাসগৃহ নির্মান কার্যক্রম বিষয়ে প্রেস ব্রিপিং করেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম। প্রেস ব্রিপিংয়ে তিনি বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন গরিব দুঃখী মানুষদের মুখে হাসি ফোটাতে,অন্ন,বস্ত্র,আশ্রয়,শিক্ষা ও চিকিৎসাসহ জীবনের মৌলিক বিষয় গুলো সংবিধানের ১৫ (ক) অনুচ্ছেদে অন্তর্ভূক্ত করেছিলেন। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য তিনি ১৯৭২ সাল থেকেই কাজ শুরু করেছিলেন।তিনি তখন নোয়াখালী জেলার (বর্তমান লক্ষীপুর) চরপোড়াগোছা গ্রাম পরিদর্শন করে গৃহহীন মানুষের গ্রহ নির্মানের নির্দেশ দেন। তাঁরই নির্দেশে শুরু হয় এই আশ্রয়ণ প্রকল্প। তার স্বপ্ন বাস্তবায়নে বদ্ধ পরিকর তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ১৯৯৭ সালে কক্সবাজার পরিদর্শন করে গৃহহীন মানুষদের ঘর নিশ্চিত করেন। বর্তমানে আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে প্রধানমন্ত্রীর নিজস্ব তত্বাবধানে।এই দেশের একটি মানুষও গৃহহীন থাকবেনা এই প্রতিশ্রুতিতে প্রধানমন্ত্রীর নির্দেশে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার ও তার সহযোগী বাহিনী। এই উপজেলাতে ১ম পর্যায়ে ১শ ৫২টি ঘর হস্তান্তর করেন এবং ২য় পর্যায়ে ১শ টি ঘর নির্মান কাজ চলমান আছে। আগামী ২১ জুন সকাল ১০.৩০মিনিটে প্রধানমন্ত্রী সারা দেশে এক সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৫৩ হাজার ৩শ ৪০টি উপকারভোগী পরিবারের মাঝে জমিসহ ঘর হস্তান্তর করবেন। সেই সাথে তাল মিলিয়ে এই উপজেলাতে ৭০টি ঘর জমিসহ হস্তান্তর করা হবে। এ প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ৬৪ সিরাজগঞ্জ ৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, সহকারী কমিশনার ভূমি ওবায়দুল্লাহ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল হক, বারুহাস ইউপি চেয়ারম্যান প্রভাষক মোক্তার হোসেন মুক্তা,মাগুড়া বিনোদ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রভাষক আতিকুল ইসলাম বুলবুল, তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ, মাধাইনগর ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেরাত আলী, ইট ভাটা মালিক সমিতির সভাপতি মোসলেম উদ্দিনসহ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
এমএসএম / এমএসএম

মেহেরপুরে রেমিট্যান্স যোদ্ধা দিবসে আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান

বড়লেখায় দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২, টাকা ও মোবাইল ফোন উদ্ধার

কুতুবদিয়ায় সমুদ্র সৈকতে ভেসে আসা অর্ধগলিত মরদেহটি সনাক্ত হয়েছে

সিংড়ায় রাজস্ব ফাঁকির অপচেষ্টা রোধ করলেন সাব রেজিস্ট্রার

দাউদকান্দিতে খাল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

হাতিয়ায় নদী ভাঙ্গনের কবলে দুটি বিদ্যালয়, রক্ষার দাবি শিক্ষক-শিক্ষার্থীদের

রাণীনগরে চাকু ধরে ব্যবসায়ীর ৫লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

কক্সবাজারে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, প্রাণ গেল চারজনের

মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছধরা উন্মুক্ত

বন রক্ষায় বন বিভাগকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে; পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

সিংড়ায় অজ্ঞাত লাশের রহস্য উদঘাটন, র্যাবের অভিযানে গ্রেফতার ২

হাটহাজারীতে সালিশি বৈঠকে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা অভিযোগ ; আটক ২
