ঢাকা শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, গ্রেফতার ৬


বশেমুরবিপ্রবি প্রতিনিধি photo বশেমুরবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ২৬-২-২০২২ বিকাল ৬:৩৮

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত ৬ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালয়িন (র‌্যাব)। অপরাধের সাথে নিজেদের সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করেছে তারা। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাতে সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহায়তায় র‌্যাব-৮-এর সদস্যরা গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।

গ্রেফতাররা হলো- রাকিব মিয়া ওরফে ইমন (২২), পিয়াস ফকির (২৬), প্রদীপ বিশ্বাস (২৪), মো. নাহিদ রায়হান (২৪), মো. হেলাল (২৪) ও তূর্য মোহন্ত (২৬)।র‌্যাব জানায়, ধর্ষণের শিকার ওই ছাত্রী ও তার বন্ধুকে আগে থেকেই ফলো করছিল ৫ জন।

জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারি রাতে গোপালগঞ্জের হেলিপ্যাডের সামনে থেকে নিজ মেসে যাওয়ার সময় গ্রেফতাররা মেয়েটিকে ইভটিজিং করে। এ সময় ওই ছাত্রী ও তার বন্ধুর সঙ্গে তাদের বাদানুবাদ হয়। একপর্যায়ে বখাটেরা ভিকটিমের বন্ধুকে মারধর ও ভয়ভীতি দেখিয়ে পাশের একটি ভবনে নিয়ে যায়। এরপর তারা পালাক্রমে ভিকটিমকে ধর্ষণ ও তার বন্ধুকে ব্যাপক মারধর করে।

মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে রাকিবের নেতৃত্বে স্থানীয় একটি অপরাধ চক্রের সদস্য গ্রেফতারকৃতরা। তারা সবাই গোপালগঞ্জ ও আশপাশের এলাকার স্থায়ী বাসিন্দা। প্রায় ৮/১০ বছর ধরে নবীনবাগের বিভিন্ন স্থানে মাদক সেবন, আড্ডা, জুয়াসহ বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত। এছাড়া তারা চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধেও জড়িত ছিল।

এদিকে, ধর্ষণ ও বিচারপার্থী শিক্ষক-শিক্ষার্থীর উপর হামলাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে তৃতীয় দিনের মত আন্দোলন কর্মসূচি পালন করছেন বশেমুরবিপ্রবি শিক্ষার্থীরা।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় প্রশাসনিক ভবনের সামনে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, শুধুমাত্র ধর্ষণের সাথে জড়িতদের গ্রেফতারই নয়, অন্যান্য দাবিগুলোও নিশ্চিত করতে হবে। শান্তিপূর্ণ আন্দোলনে শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলাকারীদের চিহ্নিত করে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। সেই সাথে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি আশ্বাস প্রদান করতে হবে।

এরপর, বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির উদ্যোগে উপাচার্যসহ শিক্ষক-শিক্ষার্থীর অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ধর্ষণের ঘটনার প্রতিবাদ জানিয়ে ধর্ষক ও আন্দোলনে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এসময় উপাচার্য প্রফেসর ড.একিউএম মাহবুব বলেন, ঘটনাটি অত্যন্ত ঘৃণিত ও অমানবিক। এধরনের ঘটনা যেন বঙ্গবন্ধুর পুণ্যভূমিতে আর না ঘটে সেজন্য আমরা রাস্তায় দাঁড়িয়েছি। আমাদের মেয়েরা যেন তাদের ইজ্জত নিয়ে সাচ্ছন্দ্যে লেখাপড়া করতে পারে। ধর্ষকের শাস্তি না হওয়া পর্যন্ত আমরা মানববন্ধন, আলোচনা ও লেখনীর মাধ্যমে কর্মসূচি চালিয়ে যাবো। 

পরে দুপুর ১ টায় চোখে কালো কাপড় বেধে অন্ধ প্রশাসনের দায়িত্ব অবহেলার বিরুদ্ধে মৌন প্রতিবাদ জানান শিক্ষার্থীরা।

বিকাল ৫ টায় মেয়েদের আবাসিক হল থেকে প্রায় তিন শতাধিক শিক্ষার্থীরা ভিক্টিম ব্লেমিং এর প্রতিবাদ জানিয়ে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে প্রতিবাদ মিছিল করেন ছাত্রীরা।

এদিকে, বিকাল ৩.৩০ টায় নবীনবাগ এলাকায় স্থানীয়দের দেশীয় অস্ত্রসহ ঘুরতে দেখা যায়। নিরাপত্তা নিশ্চিতে দ্রুত নবীনবাগ ও শহরে পুলিশ মোতায়েন করা হয়।

গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের বাইরে অবস্থানরত প্রায় ৯০ জন ছাত্রী নিরাপত্তাহীনতার কারনে বাধ্য হয়ে মেস ছেড়ে আবাসিক হলে আশ্রয় নেন। ঐ শিক্ষার্থীরা জানান, সবসময় মেসের চারপাশে স্থানীয় বখাটে ছেলেরা ঘুরে বেড়াচ্ছে ও বিশ্ববিদ্যালয়ের মেয়েদের উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষায় কটূক্তি করছে। এমনকি স্থানীয় মহিলারাও বিভিন্ন বাজে মন্তব্য করছেন।এছাড়া গত কয়দিনে গোপালগঞ্জের বিভিন্ন মেসে বসবাসরত প্রায় দুই শতাধিক শিক্ষার্থীরা এধরনের ঘটনার শিকার হন।

এমএসএম / জামান

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার পুনঃনিয়োগ

পাস্ট ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি রউফ, সম্পাদক তন্নি

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পবিপ্রবির ৩ শিক্ষার্থী

রাবিতে শাটডাউন প্রত্যাহার, ক্লাস-পরীক্ষা বর্জন জাতীয়তাবাদী শিক্ষকদের

পিছানো হল চাকসু নির্বাচন

রাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ‘কমপ্লিট শাটডাউন’

১৬ অক্টোবর রাকসু নির্বাচন