সাটুরিয়ায় পদ-পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতিকরণের দাবিতে কর্মবিরতি

পুরনো আমলের পদ-পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতিকরণের দাবিতে সারাদেশের ন্যায় কর্মবিরতি পালন করছেন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীরা। আজ বুধবার (২ মার্চ) সকালে উপজেলা চত্বরে তারা প্রথমে মানববন্ধন করেন। এরপর কর্মবিরতিতে অংশ নেন।
এর আগে গতকাল মঙ্গলবার কর্মবিরতি পালন করেন তারা। কর্মবিরতি পালনকালে তারা জানান, সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া আগামী ২৪ মার্চ পর্যন্ত মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় আন্দোলনে থাকবেন। কর্মচারীরা সকাল ৯টায় হাজিরা খাতায় সই করে বিকেল ৫টা পর্যন্ত কাজ না করে অফিস চত্বরে অবস্থান করবেন।
কর্মবিরতিতে অংশ নেয়া কর্মচারীদের দাবি, তাদের পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে গত বছরের ২৪ জানুয়ারি পদোন্নতি দেওয়ার ব্যাপারে নীতিগত অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর এক বছরের বেশি সময় ধরে ঝুলে আছে সেই পদোন্নতি প্রক্রিয়া। অর্থমন্ত্রণালয়ে আটকে যায় মাঠ প্রশাসনের সংস্কার।
২০১৩ সালের ৩০ মে তহশিলদার (বর্তমান ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা) এবং সহকারী তহশিলদারদের (বর্তমান ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা) পদ বদল করে বেতন গ্রেড পাঁচ ধাপ ওপরে তোলা হয়। তাদের বেতন গ্রেড ১৬তম ও ১৭তম থেকে ১১তম ও ১২তম গ্রেড করে আদেশ জারি করে ভূমি মন্ত্রণালয়।
ভূমি অফিসের কর্মচারীদের এভাবে পদোন্নতি দেয়ায় কালেক্টরেট অফিসগুলোতে দেখা দিয়েছিল ক্ষোভ। এ জটিলতা নিরসনে সে সময় চার সচিবের সমন্বয়ে কমিটি করে সেই আদেশ স্থগিত করা হয়। এরপর প্রায় ৯ বছর সমস্যা জিইয়ে রেখে ২০১৩ সালের সেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। গত ৩১ জানুয়ারি ভূমি অফিসের কর্মচারীদের পদোন্নতিবিষয়ক প্রজ্ঞাপনটি জারি করা হয়। ওই প্রজ্ঞাপনে বেতন গ্রেড ২০১৩ সালের আদেশের দিন থেকে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়। ফলে বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং উপজেলা ভূমি অফিসে কর্মরত তৃতীয় শ্রেণির হাজার হাজার কর্মচারী ক্ষুব্ধ হয়েছে।
সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উচ্চমান সহকারী পদে কর্মরত মো. মসীউর রহমান বলেন, সর্বোচ্চ লেখাপড়া করে এবং যোগ্যতা থাকা সত্ত্বেও পদ-পদবী পরিবর্তন ও বেতন স্কেল উন্নীতরণের পথ সুগম না হওয়ায় এবং নিম্নবেতনে ব্রিটিশ আমলের পদবী হতে পরিত্রাণ না পাওয়ার বিষয়টি ডিজিটাল যুগের সাথে মোটেই সংগতিপূর্ণ নয়। তাছাড়া দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রীর সদিচ্ছার প্রতি ফিরে না তাকানোর রহস্য অজ্ঞাত। অফিসিয়াল এবং সামাজিক মূল্যবোধের উপর গুরুত্বারোপ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিনীত অনুরোধ করছি।
সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সিএ কাম ইউডিএ কর্মরত মোহাম্মদ আবু রাহাত বলেন, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রশাসনিক উন্নয়ন ও সমন্বয়-১ অধিশাখার, ২৫ এপ্রিল ২০১৮ খ্রিঃ তারিখের ০৪.০০.০০০০.৭১১.০৬.০০৭.১৮-২২ নং স্মারকের ১ নং সিদ্ধান্ত বাস্তবায়ন করে এবং ২ নং সিদ্ধান্ত বাস্তবায়ন না করে মাঠ প্রশাসনের কর্মচারীদের সংক্ষুব্ধ করে তোলা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ২৪ জানুয়ারী ২০২১ খ্রিঃ তারিখে পদ-পদবি পরিবর্তন ও বেতন স্কেল উন্নীতকরণের সদয় সম্মতি জ্ঞাপন করার পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক বিভিন্ন রকমের জটিলতা উদ্ভাবন করে বিষয়টিকে নিবিড় পরিচর্যা চিকিৎসা কেন্দ্রে আবদ্ধ করা হয়েছে। অবিলম্বে আমরা এই রোগমুক্তি কামনা করছি।
আন্দোলনকালীন সময়ে সাটুরিয়া উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট পেশকার মো. আরফান আলী বলেন, আমাদের পদ পদবী মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক একাধিকবার সদয় অনুমোদন দেওয়া সত্ত্বেও পদ-পদবি পরিবর্তন ও বেতন স্কেল উন্নীতকরণ সংক্রান্ত পুলসিরাত একযুগ পার করেও আজ অবধি আলোর মুখ দেখেনি। পক্ষান্তরে আমাদের নিচের ধাপে কর্মরত ভূমি অফিসের একটি অংশ অলৌকিক জাদুর জায়নামাযের উপর ভর করে ইতোমধ্যেই পদ-পদবি পরিবর্তন ও বেতন স্কেল উন্নীতকরণ সংক্রান্ত পুলসিরাত পাড়ি দিয়েছেন। সেই জাদুর জায়নামাযের রং ও সাইজ কেমন? জানতে পাড়লে আমরাও সেই জায়নামাযের সাহায্য নিতাম।
এমএসএম / জামান

ভূরুঙ্গামারীতে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি নিয়ে মাঠে ডাক্তার মোঃ ইউনুস আলী

চন্দনাইশে জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে স্বাগত মিছিল ও মাহফিল অনুষ্ঠিত

খালিয়াজুরী–উচিৎপুর নৌপথে লাগামহীন ভাড়ায় অতিষ্ঠ যাত্রীরা

আন্দোলন নয়, জমি নিয়ে মারামারি তবুও জুলাই যোদ্ধার স্বীকৃতি পেয়েছেন জাহিদ

সংকটে পড়া বৃদ্ধা আশ্রমের পাশে দাঁড়ালেন সমাজ সেবক আব্দুল করিম

কুতুবদিয়ায় সাগর থেকে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

কুড়িগ্রামে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাংগঠনিক সভা ও রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত

শিবচরের এক্সপ্রেসওয়েতে চার বাসের সংঘর্ষে আহত অন্তত ২৫

সন্দ্বীপে বিএনপি নেতা তারিকুল আলম তেনজিং-এর উদ্যোগে ৩১ দফার লিফলেট বিতরন

সাভার উপজেলার জামগড়া আর্মি ক্যাম্পের অভিযানে ৩ কিশোর গ্যাং গ্রেফতার

মিয়ানমার জলসীমায় প্রবেশকারি ১৯ ট্রলারসহ ১২২ মাঝিমাল্লাকে আটক করলো কোস্টগার্ড

মানিকগঞ্জে হারুনার রশিদ খান মুন্নু স্মৃতি স্বরণে ফুটবল টুর্নামেন্ট

লাকসামে মামলা তোলার হুমকি ও প্রতারণার অভিযোগে বাদীর সংবাদ সম্মেলন
Link Copied