বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল পরিচয়পত্র ও সনদপত্র দেয়া হবে-মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
২৬ মার্চ থেকে বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল পরিচয়পত্র ও সনদপত্র দেয়ার পরিকল্পনা রয়েছে। যা ২৬ মার্চ থেকে ১৭ এপ্রিলের মধ্যে প্রত্যেক মুক্তিযোদ্ধার হাতে তুলে দেয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক।
শনিবার বেলা সাড়ে ৩টার দিকে মানিকগঞ্জ শহীদ তপন-মিরাজ স্টেডিয়ামে মুক্তিযোদ্ধাদের মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রতিটি ডিজিটাল কার্ডে আট ধরনের বারকোর্ড দেয়া হয়েছে। ওই কার্ডে জাতীয় সংগীত, বঙ্গবন্ধুর ভাষণ, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেয়াসহ মুক্তিযুদ্ধের যাবতীয় তথ্য থাকবে এই কার্ডে। কার্ডটি মেশিনে ধরার সাথে সাথে এসব তথ্য পাওয়া যাবে।
তিনি বলেন, শিগগিরই প্রত্যক্ষ ভোটে মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন হবে। আপনাদের দাবি-দাওয়া প্রতিনিধিরাই পেশ করতে পারবেন। প্রত্যেক মুক্তিযোদ্ধার তালিকা ওয়েবসাইটে দেয়া আছে, যদি কারও নামে ভুল হয় তা সংশোধন করে নেবেন।
এসময় তিনি বলেন, প্রত্যেক বীর মুক্তিযোদ্ধার কবর একই ধরনের হবে। যাতে কবর দেখেই মানুষ যেন বুঝতে পারেন, এটা বীর মুক্তিযোদ্ধার কবর।
তিনি আরো বলেন, মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন হয়ে গেলে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যেমে প্রত্যেক বীর মুক্তিযোদ্ধার নামে রাস্তাঘাট ও কালভার্টের নামকরণ হবে। আমরা জীবন বাজি রেখে দেশ স্বাধীন করেছি। আমাদের জীবদ্দশায় এই দেশ আবার পরাজিত শক্তির হাতে চলে যাবে, সেটা হতে পারে না। আগামী নির্বাচনে মুক্তিযোদ্ধারা ভ্যানগার্ড হয়ে কাজ করবেন।
মিলনমেলায় ঢাকা -২০ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, সাবেক নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান প্রমুখ।
এসময় বিশেষ অতিথি হিসেবে মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, ২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদসহ অন্যন্য ও মানিকগঞ্জে জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. গোলাম মহিউদ্দিনসহ ২১টি উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্য এবং রাজনৈতিক ও সরকারি প্রতিষ্ঠানের সদস্যসহ সাত শহস্রাধিক মানুষ এই মিলনমেলায় উপস্থিত ছিলেন। দেশে প্রথমবারের মতো এ আয়োজনে মুক্তিযোদ্ধাসহ মন্ত্রী ও এমপিদের দেওয়া হয় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এসময় নিরাপত্তার জন্য সাদা পোশাকধারী পুলিশ মোতায়েন করা হয়।
এমএসএম / এমএসএম
নড়াইলে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ
জুড়ীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি কোয়াব ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল
শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা
চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু
রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ
ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক
রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়
টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক
হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের
সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম
পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক
কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি
Link Copied