ঢাকা শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

কেন্দ্র থেকে আসছে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটি


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২০-৬-২০২১ বিকাল ৫:৪১

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের ভার্চুয়াল সম্মেলনের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে শনিবার। কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী ৭৫ জনের আমলনামা কেন্দ্রীয় সংসদের হাতে রয়েছে। কেন্দ্র থেকে আজ কালের মধ্যে সভাপতি সাধারণ সম্পাদকসহ আংশিক কমিটি ঘোষণা  আসতে পারে বলে সূত্রে জানায়। 
জানা গেছে, সংগঠনটির ২৪ বছরের চট্টগ্রামে প্রথম সম্মেলন পূর্ণাঙ্গ কমিটি কমিটি গঠন করতে কেন্দ্রীয় সংসদ সিদ্ধান্ত নেয়।

দুই ধারায় বিভক্ত নগর আওয়ামী লীগের নেতাদের সাথে আলোচনা করে এরই মধ্যে স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটিতে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারীদের একজনকে সভাপতি ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের অনুসারীদের একজনকে সাধারণ সম্পাদক করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে এমইএস কলেজ ছাত্রলীগের সাবেক নেতা দেবাশীষ নাথ দেবু ও কমার্স কলেজ ছাত্রলীগের সাবেক নেতা হেলাল উদ্দিনকে অথবা সাদেক হোসেন পাপ্পুকে সভাপতি এছাড়াও সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে আলোচনায় আছেন শিক্ষা উপমন্ত্রী নওফেল অনুসারী কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজ ও লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত বেলাল। অন্যদিকে আ জ ম নাছির উদ্দীনের অনুসারীদের মধ্যে রয়েছেন সুজিত দাশ,  মোহাম্মদ সালাউদ্দিন ও আব্দুর রশীদ লোকমানের নামও বেশ আলোচিত হচ্ছে। তৃণমূল নেতা কর্মীদের পছন্দের তালিকায় আছেন সাদেক হোসেন পাপ্পু ছাড়াও সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আলোচনায় আছেন আনোয়ার উদ্দিন বাপ্পী, অ্যাডভোকেট তসলিম উদ্দিন, আজাদ খান অভি, নুরুল কবির ও শাহেদ আলী রানা, দেবাশীষ আচায্যে, মনোয়ার জাহান মনি, মোহাম্মদ জসিম উদ্দীন, স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. আলী সরওয়ার, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাধন দাশ, মহানগর ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি মিঠুন মল্লিক, সিটি কলেজ সাবেক ছাত্র নেতা শেখ ফরিদ, এম এ নেওয়াজ, শরফরাজ নেওয়াজ রবিন, ইসলামিয়া কলেজ সাবেক ছাত্র নেতা রাহুল দত্ত, পরিবহন শ্রমিক নেতা শাহজাহান রুবেলসহ বেশ কয়েকজন।গত ১৯ জুন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবকলীগের ভার্চুয়াল সম্মেলনের নতুন দিনক্ষণ ঘোষণা করা হয়। সম্মেলনে নেতা কর্মীরা উপস্থিত থাকলেও কমিটি ঘোষণা করতে পারেনি কেন্দ্রীয় নেতারা।
 সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, সম্মেলনের আনুষ্ঠানিকতা শেষ হলেও কমিটির ঘোষণা করার বিষয়ে ঢাকায় বসে সিদ্ধান্ত নেয়া হয়েছে। সম্মেলনে সভাপতি সাধারণ সম্পাদক পদ প্রার্থী বেশী হয়ে যাওয়ায় আজ কালের  মধ্যে আংশিক কমিটি ঘোষণা করা হতে পারে বলে তিনি জানান। 

এমএসএম / এমএসএম

উন্নয়নের বাইরে চর কলাতলী : অবহেলায় মানবেতর জীবন, আশ্বাসেই আটকে প্রশাসনিক উদ্যোগ

ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, বৈষম্যবিরোধী ছাত্রনেতা কারাগারে

শেরপুরের নালিতাবাড়ি উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা

নোয়াখালীতে আবাসিক হোটেল থেকে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার ২

শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কবলে বাসসহ একাধিক গাড়ির সংঘর্ষে আহত দশজন

গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪২০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

খালিয়াজুরীতে রাজনৈতিক মামলায় জামায়াত কর্মী গ্রেপ্তারে জামায়াতের ক্ষোভ প্রকাশ

বাগেরহাটের পল্লীতে আগুন লেগে দরিদ্র বৃদ্ধার মৃত্যু

ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে স্থবির কুড়িগ্রামের জনজীবন

রাষ্ট্রীয় শোক দিবস পালনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সাভারে অবস্থিত ভিসন গ্রুপের ১লা জানুয়ারি সাংস্কৃতিক অনুষ্ঠান পালন

বারহাট্টার বাজারে শীতকালীন সবজি এলেও চড়া দামে হতাশ ক্রেতারা

দোহাজারী রেলস্টেশনে প্রান্তিক কৃষকদের কৃষিপণ্য পরিবহনে লাগেজ কোচ চলাচলের উদ্বোধন

কেশবপুরে কালিয়ারই এস.বি.এল মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ