ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

হাবিপ্রবির কেন্দ্রীয় গবেষণাগার উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী


আবু সাহেব, হাবিপ্রবি photo আবু সাহেব, হাবিপ্রবি
প্রকাশিত: ১৪-৩-২০২২ দুপুর ৪:৫৬
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) কেন্দ্রীয় গবেষণাগারের উদ্বোধনসহ বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি। রোববার (১৩ মার্চ) দুপুরে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এমপি এবং বিকেলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসেন। এ সময় তাদের বরণ করে নেন হাবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। পরবর্তীতে প্রশাসনিক ভবনের সামনে তাদের গার্ড অব অনার প্রদান করা হয় এবং শিক্ষামন্ত্রী ও উপমন্ত্রী প্রশাসনিক ভবনের সম্মুখে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
 
পুষ্পস্তবক অর্পণ শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত ১০ তলা একাডেমিক ভবনে স্থাপিত কেন্দ্রীয় গবেষণাগারের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি, হাবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান, ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার।
 
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেন, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আজকের এই মহতী অনুষ্ঠানে আপনাদের সাথে উপস্থিত হতে পেরে আমি নিজেকে সম্মানিত বোধ করছি। এটা আমার জন্য গৌরব ও আনন্দের বিষয়। আজ হাবিপ্রবিতে যে আধুনিক যন্ত্রপাতি সজ্জিত গবেষণাগারটি উদ্বোধন হলো, সেখানে দেশ-বিদেশের গবেষক ও শিক্ষার্থীরা গবেষণা করার সুযোগ পাবেন এবং যুগোপযোগী উচ্চমানের গবেষণা সম্পন্ন হবে বলে আমি দৃঢ়ভাবে প্রত্যাশা করছি। 
 
তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় থেকে শুধু সার্টিফিকেট নিলেই প্রকৃত শিক্ষা অর্জন হবে না, সফট স্কিলের ওপর জ্ঞান ও দক্ষতা থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি, দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দিচ্ছি। আমরা বিজ্ঞান ও প্রযুক্তি, কারিগরি শিক্ষা ও গবেষণার ওপর জোর দিচ্ছি। একই সঙ্গে আমরা চাই শিক্ষার্থীরা খেলাধুলা করুক, সাংস্কৃতিক চর্চা করুক।
 
তিনি বলেন ডিজিটাল মাস্টারপ্ল্যানের আগে একাডেমিক মাস্টারপ্ল্যান জরুরি। আজকে একটি বিশ্ববিদ্যালয় কোথায় আছে এবং আগামী ৫-১০ বছর পরে বিশ্ববিদ্যালয়কে কোথায় দেখতে চাই, সেখানে যেতে হলে কোন পথে যেতে হবে সেটা ভাবতে হবে। ১০ বছর আগে একটি বিভাগ খুলেছি, সেটির এখন প্রয়োজন আছে কি-না ভাবতে হবে। কর্মক্ষেত্র ও যুগের সাথে তাল মিলিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে চলতে হবে। ধারণক্ষমতা অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করালে বিভিন্ন সমস্যা অনেকখানি কমে যাবে। পাশাপাশি সমস্যাগুলো সমাধানে শিক্ষা মন্ত্রণালয় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
 
উল্লেখ্য, হাবিপ্রবির অত্যাধুনিক এই গবেষণাগারে রয়েছে ডিএনএ ও আরএনএ এক্সট্রাকশন রুম, জেল ডকুমেন্টেশন রুম, পিসিআর ও আরটি-পিসিআর রুম, উন্নতমানের রেফ্রিজারেটর (-২০ ডিগ্রি সে.), বায়োসেফটি ক্যাবিনেট লেভেল-২, রেফ্রিজারেটেড টেবিল টপ সেন্ট্রিফিউজ, ভরটেক্স মিক্সার, ন্যানো ড্রপ ওয়ান মাইক্রোভলিউম ইউভি- ভিস স্পেক্ট্রোফটোমিটার, বেঞ্চ টপ পিএইচ মিটার, জিনোম সিকুয়েন্সিং রুমের যন্ত্রপাতিসহ অন্যান্য অত্যাধুনিক যন্ত্রপাতি।

এমএসএম / জামান

জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন

জবিস্থ চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদ নির্বাচন: সাধারণ সম্পাদক পদে তরিকুল ইসলামের ইশতেহার ঘোষণা

মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি

ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ

ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত

ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ

জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা

জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা

ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন

শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ

উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন