চুয়াডাঙ্গার আকন্দবাড়িয়া গ্রামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক
চুয়াডাঙ্গার আকন্দবাড়িয়া গ্রামে যুথি খাতুন (২৫) নামে এক গ্রহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গৃহবধূর মৃত্যু নিয়ে সৃষ্টি হয়েছে রহস্য। তদন্তে মাঠে নেমেছে পুলিশ। মঙ্গলবার (১৫ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে আকন্দবাড়িয়া ঈদগাহপাড়ার স্বামীর বাড়ি থেকে যুথির লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠিয়েছে দর্শনা থানা পুলিশ। দর্শনা থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে ,চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া ফার্ম পাড়ার তমছেল আলীর মেয়ে যুথি খাতুনের সাথে ৮ বছর আগে শরিয়া মোতাবেক বিয়ে হয় আকন্দবাড়িয়া ঈদগাহপাড়ার দেলবার ফকিরের ছেলে রহমানের। তাদের একটি ফুটফুটে পুত্রসন্তান রয়েছে। দাম্পত্য জীবনে বিভিন্ন সময় কলহের সৃস্টি হয়। এরই মধ্যে রহমান জড়িয়ে পড়ে পরকীয়ায়। প্রতিবেশী ইস্রাফিলের মেয়ে পিয়ার সাথে দ্বিতীয় বিয়ে করে। দ্বিতীয় বিয়ের কথা জানাজানি হলে প্রথম স্ত্রী যুথিকে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়।
আরো জানা গেছে, দীর্ঘদিন পর গত ১৫ দিন আগে রহমান তার প্রথম স্ত্রী যুথি খাতুনকে নিজ বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আনার পর আবার শুরু হয় নীরব নির্যাতন। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার রাতে রহমান তার দ্বিতীয় স্ত্রী পিয়াকে তার বাড়িতে নিয়ে আসে এবং প্রথম স্ত্রী যুথি খাতুনকে বাইরে রেখে ছেলেকে সাথে নিয়ে রাতযাপন করে। তাদের এহেন কর্মকাণ্ডে এলাকাবাসীর মনে সন্দেহ সৃষ্টি হয়।
এলাকাবাসী ও স্বজনদের ধারণা, রহমান ও তার দ্বিতীয় স্ত্রী দুজন মিলে যুথিকে হত্যার পর তার লাশ ঘরের আড়ায় ঝুলিয়ে রেখেছে। তবে পুলিশের বক্তব্য, ফরেনসিক রিপোর্ট এলেই সব রহস্য বেরিয়ে আসবে। নিহতের স্বজনদের অভিযোগ, হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।
ঘটনার পর থেকে নিহতের স্বামী আত্মগোপনে রয়েছে। এ বিষয়ে দর্শনা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে (মামলা নং ১৩)।
জামান / জামান
রাঙ্গামাটিতে সিএনজি -কাভারভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ১,আহত ১
৬৪ জেলায় পুলিশ সুপার বদলি - কুমিল্লার নতুন পুলিশ সুপার মো. আনিসুজ্জামান
লাকসামে বিএনপি নেতা হিরু-পারভেজ নিখোঁজের ১২ বছর, স্বজনদের অপেক্ষার প্রহর কাটছে না
কালীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন
মাদ্রাসায় পৌঁছে দেওয়ার কথা বলে জঙ্গলে নিয়ে মেয়েকে ধর্ষণ: পলাতক বাবা গ্রেপ্তার
বড়লেখায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন
নাচোলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী- উদ্বোধন
লাগারে লাগা ধান লাগা' স্লোগানে সুনামগঞ্জ-৪ আসন উত্তাল
ভূরুঙ্গামারীতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
গোপালগঞ্জে সাড়ে চার হাজার কৃষকের হাতে পৌঁছাল প্রণোদনার বীজ–সার
মুকসুদপুরে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রাণি সম্পদ প্রদর্শনী উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান
সুবর্ণচরে বর্ণাঢ্য আয়োজনে প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত