ঢাকা বুধবার, ১ অক্টোবর, ২০২৫

নানা আয়োজনে জাবি ছাত্রলীগের বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন


মাজহার তাহমিদ, জাবি  photo মাজহার তাহমিদ, জাবি
প্রকাশিত: ১৭-৩-২০২২ রাত ১০:৪১
নানা আয়োজনে বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন উদযাপন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগ।
 
বৃহস্পতিবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে জাবি শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ আক্তারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার, জোবায়ের সরণি হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে গিয়ে শেষ হয়। 
সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা। 
 
এ সময় জাবি শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ আক্তারুজ্জামান সোহেল বলেন, "বক্তব্যের শুরুতেই আমি স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি যাঁর জন্ম না হলে আমরা পেতাম না আজকের এই স্বাধীন বাংলাদেশ, জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে। বঙ্গবন্ধু একটি চেতনা যা শিশু থেকে শুরু করে বৃদ্ধ সকলেই ধারণ করে। "
 
সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন তার বক্তব্যে বলেন,  "১৯২০ সালের আজকের এই দিনে টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনিই স্বপ্ন দেখিয়েছিলেন আজকের এই স্বাধীন বাংলাদেশের। তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শে দেশের সর্বোচ্চ উন্নয়ন এর জন্য কাজ করে যাচ্ছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সব সময় মাননীয় প্রধানমন্ত্রীর ভ্যান গার্ড হিসেবে থাকবে। "
 
এরপর বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কেক কাটেন শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ । এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক নুরুল আলম ,  কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ, প্রক্টর আ.স.ম. ফিরোজ-উল-হাসান সহ অনেকেই। এসময় সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ হয়।
 
এছাড়া যোহরের নামাজের পর গেরুয়া সংলগ্ন দারুল উলুম মাবিয়া ইসলামিয়া মাদ্রাসার মাঠে দোয়া মাহফিল ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ ও সন্ধ্যা ৭ টায় জহির রায়হান অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর জীবনীর উপর ডকুমেন্টরী প্রদর্শন করা হবে বলে জানিয়েছেন শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ আক্তারুজ্জামান সোহেল। 
 
এর আগে বৃহস্পতিবার প্রথম প্রহরে (রাত ১২ঃ০১) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উদয়োগে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ফানুস উত্তোলন করা হয়। 

এমএসএম / এমএসএম

শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এনটিআরসিএর বড় সিদ্ধান্ত

সাইবার বুলিং ও নিরাপত্তাহীনতায় চাকসু নির্বাচনে সীমিত নারী প্রার্থীর অংশগ্রহণ

বিশ্ববিদ্যালয় থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর লক্ষাধিক টাকার টাইলস আত্মসাত

পিডি নিয়োগে প্রথম হয়েও বাদ শেকৃবি অধ্যাপক , নিয়ম ভেঙে প্রকল্প পেলেন সাবেক ছাত্রলীগ নেতা

পবিপ্রবির নতুন উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজ রুম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার পুনঃনিয়োগ

পাস্ট ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি রউফ, সম্পাদক তন্নি