ঢাকা রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

মানিকগঞ্জে টিসিবির কার্ড পাচ্ছে ৮২ হাজার নিম্নআয়ের মানুষ


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৯-৩-২০২২ দুপুর ৪:২৬
আসন্ন মাহে রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে নিম্নআয়ের মানুষের কাছে টিসিবির নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি সংক্রান্ত বিষয়ে  মানিকগঞ্জে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেছেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ। শনিবার (১৯ মার্চ) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
 
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ বলেন, আগামী ২০ মার্চ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক জেলা প্রশাসন মানিকগঞ্জ এর তত্ত্বাবধায়নে ভর্তুকি মূল্যে নিম্ন আয়ের মানুষের নিকট টিসিবির নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হবে।
 
এ সময় তিনি বলেন, করোনাকালীন মাননীয় প্রধানমন্ত্রী নগদ কর্তৃক সহায়তা প্রদানের জন্য প্রণীত ডাটাবেজের ৩৮ হাজার ৬১৯ জন এবং পরবর্তীতে জেলা ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধায়নে এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে নতুন ৪৪ হাজার ২৮৫ জন সহ সর্বমোট ৮২ হাজার ৯০৪ জন উপকারভোগী বাছাই করা হয়েছে। বাছাইকৃত ৮২ হাজার ৯০৪ জনের জন্য ২ প্রস্থ করে ফ্যামিলি কার্ড প্রস্তুত করে বিতরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
 
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ সানোয়ারুল হক, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন সাংবাদিকসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।
 
জেলা প্রশাসক কর্তৃক প্রদানকৃত প্রেস রিলিজ অনুযায়ী, ২০ মার্চ থেকে মানিকগঞ্জ সদর উপজেলার ১ হাজার ৪৬৪ জন, মানিকগঞ্জ পৌরসভার ৫৭৫ জন, সিংগাইর উপজেলার ৬৭৮ জন, সিংগাইর পৌরসভা ৮৯৪ জন, সাটুরিয়া উপজেলার ৫৫৫ জন, শিবালয় উপজেলার ৩৭৮ জন, ঘিওর উপজেলার ২৫০ জন, দৌলতপুর উপজেলার ৬৬৩ জন এবং হরিরামপুর উপজেলার ৮৯৫ জনসহ সর্বমোট ৬ হাজার ৩৫২ জন উপকারভোগীর মাঝে প্রত্যেককে ১১০ টাকা কেজি হিসেবে দুই লিটার সয়াবিন তেল, ৬৫ টাকা কেজি হিসেবে দুই কেজি মসুরের ডাল এবং ৫৫ টাকা কেজি হিসেবে দুই কেজি চিনি বিক্রি করা হবে।
 
উল্লেখ্য, টিসিবি থেকে ইতিমধ্যে ৬৭ হাজার  ৫০০ লিটার সয়াবিন তেল, ৯৫.০০ মে. টন চিনি এবং ৯৫.০ মে. টন মুসুরির ডাল সরবরাহ করা হয়েছে। টিসিবি পণ্য বিক্রয় মনিটরিং করার জন্য উপ-পরিচালক, স্থানীয় সরকার এবং অতিরিক্ত জেলা প্রশাসকগন এর সমন্বয়ে উপজেলা ভিত্তিক মনিটরিং টিম গঠন করা হয়েছে। এছাড়াও টিসিবির পণ্য বিক্রয়কার্যে অব্যবস্থাপনা প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা রক্ষার জন্য উপজেলা ভিত্তিক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।

এমএসএম / জামান

আল্লাহ ছাড়া এই নির্বাচন আর কেউ ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন আহমেদ

সড়ক নিরাপত্তা সচেতনতা বৃদ্ধির আহ্বানে নিসচা’র পথসভা ও লিফলেট বিতরণ

গণঅধিকারের সভাপতি নূরের উপর হামলার প্রতিবাদে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ

নবীনগরে পূর্ব ইউনিয়ন কৃষক দলের দ্বি বার্ষিক সম্মেলন

এমএজি ওসমানীর ১০৭তম জন্মবার্ষিকীতে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ধামইরহাটে আইডিয়াল মাদ্রাসার অভিভাবকদের নিয়ে মত বিনিয় সভা

পটুয়াখালীতে রাতের আঁধারে নদী তীরের মাটি লুট

‎সুনামগঞ্জের পাথারিয়া বাজারে প্রবাসী ময়না মিয়ার জায়গা জোরপূর্বক দখলের পায়তারা করছে কুচক্রীমহল

কাপাসিয়ায় সদস্য নবায়ন কর্মসূচি পালিত

ত্রিশালে মাদ্রাসার চারতলা ভিত বিশিষ্ট একতলা ভবনের ভিত্তি প্রস্থার স্থাপন উদ্বোধন

‎কাঠইর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি এখন আ-লীগসহ জাতীয় পার্টির অনুসারীদের দখলে

উলিপুরে জাতীয় পার্টির আহবায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময়

সাংবাদিক এ কে সাজুর উপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ