ইবির হিসাব বিজ্ঞান বিভাগ ও আইসিএবির মধ্যে এমওইউ স্বাক্ষরিত
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হিসাব বিজ্ঞান ও তথ্য প্রদ্ধতি বিভাগ এবং দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টস অব বাংলাদেশের (আইসিএবি) মধ্যে এমওইউ স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) ভিসির অফিসকক্ষে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউ স্বাক্ষর করেন ইবির ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া এবং দি ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্টস অব বাংলাদেশের (আইসিএবি) প্রেসিডেন্ট মো. শাহাদৎ হোসেন এফসিএ। এ সময় ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম উপস্থিত ছিলেন।
চুক্তি স্বাক্ষরপরবর্তী ব্যবসায় প্রশাসন অনুষদের হিসাব বিজ্ঞান ও তথ্য প্রদ্ধতি বিভাগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভাগের সভাপতি প্রফেসর ড. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক ও ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. শেলীনা নাসরীন। হিসাব বিজ্ঞান ও তথ্য প্রদ্ধতি বিভাগের শিক্ষক সহকারী অধ্যাপক মো. শাহাবুব আলমের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন- শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মিজানুর রহমান, দি ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্টস অব বাংলাদেশের (আইসিএবি) সহ-সভাপতি এনকেএ মবিন এফসিএ, ফৌজিয়া হক এফসিএ প্রমুখ।
এ সময় প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. রুহুল আমীন, প্রফেসর ড. কাজী আখতার হোসেন, প্রফেসর ড. অরবিন্দ সাহা, প্রফেসর মো. আব্দুস শাহীদ মিয়া, সহকারী অধ্যাপক ইসরাত জাহান, শারমীন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান