ঢাকা বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

শিক্ষাসুলভ বাজেট প্রণয়নসহ ৪ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৬-৫-২০২১ দুপুর ২:২০

সকল শিক্ষার্থীকে ভ্যাকসিন দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার জন্য বিশেষ বাজেট বরাদ্দ, ক্ষতিগ্রস্ত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের জন্য আর্থিক প্রণোদনা ঘোষণা ও সকল শিক্ষাপ্রতিষ্ঠানের করোনাকালের বেতন-ফি মওকুফ এবং অনলাইন ক্লাস-পরীক্ষার জন্য বিনামূল্যে ডিভাইস ও ইন্টারনেট সেবার জন্য বাজেট বরাদ্দসহ ৪ দফা দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৫ মে) বেলা ১১টায় নগরীর নিউমার্কেট মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন- ছাত্রফ্রন্ট চট্টগ্রাম নগরের সভাপতি রায়হান উদ্দিন, সাধারণ সম্পাদক ঋজু লক্ষ্মী অবরোধ, সাংগাঠনিক সম্পাদক মিরাজ উদ্দিন। সমাবেশ পরিচালনা করেন প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক প্রীতম বড়ুয়া।

বক্তারা বলেন, গত বছরের ১৭ই মার্চ থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পর থেকেই শিক্ষাব্যবস্থা এক চরম হুমকির মুখে পড়েছে এবং শিক্ষা খাতের এই ক্ষতি পুনরুদ্ধার করে শিক্ষার্থীদের অনিশ্চয়তা দূর করতে দৃশ্যমান কোনো পদক্ষেপে এখনো নেয়া হয়নি। দেশের ৫ কোটি শিক্ষার্থীর প্রায় অর্ধেকের শিক্ষাজীবন আজ বিপর্যস্ত ও অনিশ্চিত অবস্থায় পড়েছে। একদিকে পরিবারগুলোর আয় কমেছে, অন্যদিকে দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান উর্ধ্বগতির ফলে পরিবারগুলোর স্বাভাবিক ভরণপোষণ চালানোই আজ চরম সংকটের মধ্যে পড়েছে, সেখানে সন্তানের পড়ালেখার খরচ বহন করা এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

 ‍আরো বলেন, এই সংকটের সময়ে শিক্ষার্থীদের পাশে না দাঁড়িয়ে আমরা দেখছি শিক্ষার্থীদের উপর  ল্টো বেতন-মেস ফি আদায়ের জন্য বিভিন্নভাবে চাপ প্রদান করা হচ্ছে। যেখানে দেশের ৬৩% গ্রামীণ পরিবার ইন্টারনেট ব্যবহারের সুযোগ বঞ্চিত ও ৮৭% পরিবারের ইন্টারনেট ব্যবহারের প্রয়োজনীয় দক্ষতাই নেই সেখানে পর্যাপ্ত ইন্টারনেট সেবা, প্রয়োজনীয় ডিভাইস প্রদান ও শিক্ষক-শিক্ষার্থীদের পর্যাপ্ত প্রশিক্ষণ নিশ্চিত না করে অনলাইন ক্লাসের নামে এক প্রকার তামাশার সৃষ্টি করা হয়েছে, যা শিক্ষাব্যবস্থার বিদ্যমান বৈষম্যকে আরো বেশি প্রকট করে তুলেছে।

বক্তারা বলেন, ব্যবসায়ীদের জন্য লক্ষ কোটি টাকা প্রণোদনা ঘোষণা করা হলেও শিক্ষার্থীদের বেতন-ফি এবং ক্ষতিগ্রস্থ শিক্ষক-শিক্ষার্থীদের জন্য এখন পর্যন্ত সরকারিভাবে কোনো প্রণোদনাই দেয়া হলো না। শিক্ষাজীবন বাঁচাতে তাই আসন্ন জাতীয় বাজেটে শিক্ষা খাতে বিশেষ মনোযোগ দেয়া প্রয়োজন। আমাদের মতো দেশে অনলাইন শিক্ষাব্যবস্থা মোটেই কার্যকর কোনো সমাধান নয়। পৃথিবীর বিভিন্ন দেশ ভ্যাকসিন দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান চালু করার উদ্যোগ এরই মধ্যে নিয়েছে। আমাদের দেশেরও আঠারো ঊর্ধ্ব সকল শিক্ষার্থীকে ভ্যাকসিন দিয়ে অবিলম্বে সকল শিক্ষাপ্রতিষ্ঠান চালু করার উদ্যোগ নেয়া অত্যন্ত জরুরি। এবারের জাতীয় বাজেটে এই ভ্যাকসিনেশন প্রকল্প এবং শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আয়োজনের জন্য বিশেষ বরাদ্দ করা প্রয়োজন বলে আমরা মনে করি।

তারা বলেন, করোনাকালের বেতন-ফি মওকুফ করার জন্য বাজেটে বরাদ্দ থাকা জরুরি। এই সময়ে ক্ষতিগ্রস্ত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের জন্য আর্থিক প্রণোদনা থাকা দরকার এই বাজেটে। অনলাইন ক্লাসকে কার্যকর করার জন্য বিনামূল্যে ইন্টারনেট ও ডিভাইস সরবরাহে উদ্যোগ নেয়াও জরুরি।

এমএসএম / জামান

আদমদীঘিতে শারর্দীয় দুর্গাপুজা শান্তিপুন ভাবে উদযাপনের লক্ষে প্রস্ততিমুলক সভা

রূপগঞ্জে চাঁদাবাজি ও প্রবাসীদের মারধরের অভিযোগে ১২ হিজড়া গ্রেফতার

মির্জাগঞ্জে নয় মাসের নাতি কে নিয়ে বিপাকে বৃদ্ধা ভানু বেগম

শালিখায় গ্রীষ্মকালীন ক্রিড়া প্রতিযোগিতার উদ্বোধন

কুতুবদিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বোয়ালমারীতে প্রধান শিক্ষকদের যাতায়াত ভাতার টাকা আত্মসাতের অভিযোগ

নাঙ্গলকোটে শারদীয় দুর্গাপূজার প্রস্ততি সভা অনুষ্ঠিত

নওগাঁয় পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় মাসব্যাপী মশক নিধন ও পরিষ্কার -পরিচ্ছন্নতা কর্মসূচি

টুঙ্গিপাড়ায় রূপালী লাইফ ইনসিওরেন্সের গ্রাহক পরিবারকে মৃত্যুদাবী প্রদান ও উন্নয়ন সভা অনুষ্ঠিত

সিরাতুল মুস্তাকিম সংস্থা দুবাই'র আরব আমিরাত কমিটি গঠন

হাটহাজারীতে মাদক বিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বোদায় যৌথবাহিনীর অভিযানে জাল টাকা সহ ১ জুয়ারী আটক