ঢাকা শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

সাটুরিয়ায় শহীদ বেদিতে ফুল দেওয়াকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৬-৩-২০২২ দুপুর ১০:৫১
মানিকগঞ্জের সাটুরিয়ায় শহীদ বেদিতে ফুল দেওয়াকে কেন্দ্র করে ইউনিয়ন আওয়ামীলীগের দু পক্ষের দাওয়া পাল্টা ধাওয়ায় ৫- ৭ জন আহত হয়েছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। 
এঘটনায় গুরুতর আহত অবস্থায় নাজমুল নামে এক আওয়ামী লীগ কর্মী সাটুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
আওয়ামীলীগের দলীয় সূত্রে জানা গেছে, বালিয়াটি ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষ থেকে আওয়ামীলীগের সভাপতি মো. রহুল আমিন শহীদ বেদিতে ফুল দেন। পরে বালিয়াটি ইউনিয়ন আওয়ামীলীগের একাংশ আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক আব্দুল সালাম সরদার তার সমর্থকদের নিয়ে ফুল দেন। 
 
এ ঘটনাকে কেন্দ্র করে যুবলীগের বহিস্কুত নেতা মোঃ জাকির হোসেনসহ রহুল আমিনের সমর্থকরা চেয়ারম্যান সোহেল চৌধুরীর সমর্থকদের মধ্যে হট্টগোল বাঁধে। এক পর্যায়ে আওয়ামীলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় জাকির ও নাজমুল হোনেনসহ কয়েকজন আহত হয়। নাজমুলের অবস্থা গুরুতর হলে তাকে সাটুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
বালিয়াটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. রহুল আমিন জানান, ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষ থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে ফুল দিয়েছি। এরপর আওয়ামীলীগের ব্যানারে বহিস্কৃত ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান মীর সোহেল আহম্মেদ চৌধুরী তাদেরর সাথে আরেকটি ফুল দিতে গেল আমি আপত্তি করি। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। যা খুবই দুঃখজনক ও নিন্দনীয়।
 
বালিয়াটি ইউপি চেয়ারম্যান মীর সোহেল আহম্মেদ চৌধুরী জানান, আমি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে শহীদ বেদিতে ফুল দেয়। পরে দলীয় আওয়ামীলীগের ব্যানারে ফুল দেয়। আমি বালিয়াটি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। গত নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করে জয়লাভ করি। বিদ্রোহী প্রার্থী হওয়ায় দল থেকে আমাকে সাময়িক বহিস্কার করে। পরে বহিস্কার প্রত্যাহার করা হয়। এ কারণে দলীয় ব্যানারে ফুল দিয়েছি। এতে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. রহুল আমিন আপত্তি করলে সংঘর্ষের রূপ নেয়।
 
সাটুরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আফাজ উদ্দিন বলেন, শহীদ বেদিতে ফুল দেওয়াকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়ার বিষয়টি দুঃখ জনক। সিনিয়র নেতাদের সাথে কথা কলে যারা এ ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। 
 
সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো বলেন, যারা এই স্বাধীনতা দিবসে দলীয় শৃংঙ্খলা ভঙ্গ করেছে এবং হামলা করেছে তারা এদেশে বিএনপি জামায়াতের দূসর। এদের চিহিৃত করে ব্যবস্থা নেওয়া হবে।
 
সাটুরিয়া থানার ওসি আশরাফুল আলম বলেন, ফুল দেওয়াকে কেন্দ্র করে আওয়ামীলীগের দু পক্ষের সংঘর্ষ বাঁধলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এমএসএম / এমএসএম

নড়াইলে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

জুড়ীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি কোয়াব ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল

শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা

চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু

রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ

ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক

রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের

সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম

পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক

কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি