ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

জাবিতে বঙ্গবন্ধুকে নিয়ে নেপালের নাট্যশালা প্রযোজিত নাটক মঞ্চায়িত


মাজহার তাহমিদ, জাবি  photo মাজহার তাহমিদ, জাবি
প্রকাশিত: ৩০-৩-২০২২ দুপুর ১০:৪৮
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উদযাপনের অংশ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের থিয়েটার ল্যাব-১ এ বাঙালি-সুইডিশ কবি আনিসুর রহমানের একই নামে লেখা এপিক মনোলগ থেকে 'আমি শেখ মুজিব' নাটক মঞ্চায়িত হয়েছে। মঙ্গলবার (২৮শে মার্চ)  নাটকটি পরিবেশন করে নেপালের শীর্ষস্থানীয় নাট্যশালা ওয়ান ওয়ার্ল্ড থিয়েটার। এর আগে প্রযোজনাটি ২০২০ সালের ডিসেম্বর মাসে কাঠমান্ডুতে প্রদর্শিত হয়েছে। 
 
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি জাতির আধুনিক রূপকার, একটি রাষ্ট্রের স্থপতি। প্রত্যন্ত জনপদ টুঙ্গিপাড়ায় জন্ম নিয়ে কিভাবে তিনি ধাপে ধাপে বাঙালির জাতিরাষ্ট্রের স্থপতি হলেন, দেশ ও দেশের মানুষকে মুক্তির পথ দেখালেন, তার অনেকটায় উঠে এসেছে এই পরিবেশনায়।  বঙ্গবন্ধুর দীর্ঘ পথপরিক্রমায় তাঁর মনের কি অবস্থা, তা কিছুটা ঘটনা পরস্পরায়, কিছুটা কল্পনায়, গদ্যে পদ্যে মিলিয়ে লেখা এপিক মনোলগ ‘আমি শেখ মুজিব'। মহাকাব্য ও মঞ্চনাটকের বৈশিষ্ট্য অক্ষুন্ন রেখে স্বগতসংলাপটিতে ভারতবর্ষের বিশ শতকের ইতিহাসের ঘটনাক্রম এবং বাংলাদেশের জন্মের গল্প উপজীব্য হয়েছে বলে জানিয়েছেন আনিসুর রহমান। তিনি জানান, মহাকাব্যের নায়ক বঙ্গবন্ধুর প্রয়াণের মধ্য দিয়ে নাটকটির পরিসমাপ্তি ঘটেছে।
 
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নেপালের নাট্যশিল্পী ও নির্দেশক রাজকুমার পুদাসাইনি নাটকটির নির্দেশনা দিয়েছেন এবং অভিনয় করেছেন। নেপালি ও ইংরেজি ভাষায় এপিক মনোলগটি প্রযোজিত হলেও, নির্দেশনা বৈচিত্র্যের প্রয়োজনে কয়েকটি বাংলা সংলাপ রাখা হয়েছে। বাংলা কণ্ঠ সংযোজনে সাহায্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মহিবুর রৌফ (শৈবাল), শিক্ষার্থী নওরীন নিপু এবং হৃদয় বসাক।
 
এপিক মনোলগটির মূল বাংলা ভাষ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আর্টস বিভাগ ২০১৬ সালে প্রথম প্রকাশ করে। বাংলাদেশের অনন্যা প্রকাশনী পরে এটি বই আকারে প্রকাশ করে। ইতোমধ্যে এপিক মনোলগটি ইংরেজি, সুইডিশ, নেপালি, ফার্সি, সোয়াহিলি, স্প্যানিশ, রাশিয়ান, ফরাসি, জার্মানসহ দশের অধিক ভাষায় অনূদিত হয়েছে, নাট্যকলার পাঠ্যসূচিত অন্তর্ভুক্ত হয়েছে, মঞ্চায়িত হয়েছে আফ্রিকা, এশিয়া এবং ইউরোপ মহাদেশে।
 
নির্দিষ্ট করে উল্লেখ করা যায়, বাংলাদেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ কেনিয়ার কিসি বিশ্ববিদ্যালয়, বৃটেনের ওয়েলস বিশ্ববিদ্যালয়, সুইডেনের লুন্দ বিশ্ববিদ্যালয় এবং বিকস (ফল্কহগস্কোলা) একাডেমিসহ নানা প্রতিষ্ঠানের পাঠ্যসূচি আর সেমিনার কার্যক্রমে অন্তর্ভুক্ত হয়েছে। ‘আমি শেখ মুজিব' বইটির ইংরেজি সংস্করণ ইউরোপ এবং আমেরিকা থেকে একযোগে প্রকাশিত হয়েছে।
 
এর ধারাবাহিকতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ নেপাল-বাংলাদেশ-সুইডেন সাংস্কৃতিক মেলবন্ধন তৈরীর লক্ষ্যে মুজিববর্ষে- এপিক মনোলগ 'আমি শেখ মুজিব' নাটকটি মঞ্চায়নের উদ্যোগ নেয়।

এমএসএম / এমএসএম

জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন

জবিস্থ চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদ নির্বাচন: সাধারণ সম্পাদক পদে তরিকুল ইসলামের ইশতেহার ঘোষণা

মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি

ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ

ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত

ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ

জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা

জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা

ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন

শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ

উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন