ঢাকা শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

মানিকগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, গ্রাম্য সালিশে ৬০ হাজারে মিমাংসা!


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২-৪-২০২২ বিকাল ৫:২৪

মানিকগঞ্জে এক মানসিক ও শারীরিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে আব্দুল মজিদ নামে তার এক প্রতিবেশির বিরুদ্ধে। পরে গ্রাম্য সালিশে শিশুটির ইজ্জতের মুল্য হিসেবে ৬০ হাজার টাকায় বিষয়টি মীমাংসা করা হয়েছে। তবে সালিশের এক টাকাও পায়নি ভোক্তভুগি পরিবার।

গত (২৬ মার্চ) শুক্রবার রাতে সদর উপজেলার হাটিপাড়া এলাকার মৃত চাঁনু শিকদারের বাড়িতে গ্রাম্য সালিশের মাধ্যমে এই জরিমানা করা হয়। নির্যাতিতা ওই স্কুল শিক্ষার্থী সদরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।

অভিযুক্ত আব্দুল মজিদ হাটিপাড়া এলাকার মৃত উসমান শিকদারের ছেলে। তিনি পেশায় কৃষি কাজ করেন।

নির্যাতিতা ওই শিশু মা জানান, গত ১৫দিন আগে বাড়িতে ডেকে নিয়ে তার মেয়েকে প্রথমে শ্রীলতাহানী এরপর ধর্ষণ করে প্রতিবেশি আব্দুল মজিদ। এরপর তাকে বাড়িতে পাঠিয়ে দেয়। কিন্তু মানসিক ও শারীরিক প্রতিবন্ধী হওয়ায় রাস্তায় মানুষের কাছে ধর্ষণের ঘটনাটি বলে দেয়। এরপর বিষয়টি নিয়ে মজিদের সাথে কথা বলতে গেলে, মজিদের বড় মেয়ে হামলা ও মামলার ভয় দেখাই। ওর বাবা প্রবাসে থাকায় পরে বিষয়টি মেয়ের চাচাকে জানান। এরপর কাউকে কিছূ না জানিয়ে চুপচাপ বিষয়টি মিংমাসা করেন এবং আমরা কোন টাকাও পাই নাই। তিনি আরও জানান, আমার প্রতিবন্ধী মেয়ের এতো বড় ক্ষতি করল। ওর ভবিষ্যত কি হবে। কিভাবে মানুষের কাছে মুখ দেখাবে। এই মেয়েকে বিয়ে দিব কিভাবে।

হাটিপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার খোরশেদ আলম জানান, ঘটনার পর সমাজের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশের মাধ্যমে বিষয়টি মিমাংসা করা হয়েছে। আমাদের গ্রামের বিষয় আমরা মিমাংসা করেছি। এটা নিয়ে আপনাদের মাথা ঘামাতে হবে না। আমরা তো আইন জানি।

আব্দুল মজিদের চাচাতো ভাই চাঁনু শিকদার জানান, ঘটনার পর মানুষের সামনে লজ্জায় মাথা নিচু করে চলতে হয়েছে। এ কারনে সবার সাথে আলোচনা করে আমার বাড়িতে সালিশের ব্যবস্থা করা হয়। সালিশে দোষ স্বীকার করলে তাকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয় এবং হুজুরের মাধ্যমে তওবা পড়ানো হয়। সেই সাথে এক মাসের মধ্যে জরিমানার টাকা পরিষদের কথা বলাও হয়েছে। তিনি আরও জানান, সাবেক মেম্বার খোরশেদ আলম, চাঁনু শিকদার, শুকুর শিকদার ও আব্দুল মজিদসহ গ্রামের প্রভাবশালী প্রায় ২০-২৫জন ব্যক্তি সালিশে উপস্থিত ছিলেন।

এবিষয়ে পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খাঁন জানান, বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম। পুলিশ পাঠিয়ে খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ধষর্ণের ঘটনায় মিমাংসার কোন সুযোগ নেই।

এমএসএম / এমএসএম

নড়াইলে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

জুড়ীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি কোয়াব ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল

শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা

চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু

রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ

ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক

রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের

সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম

পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক

কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি