মানিকগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, গ্রাম্য সালিশে ৬০ হাজারে মিমাংসা!

মানিকগঞ্জে এক মানসিক ও শারীরিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে আব্দুল মজিদ নামে তার এক প্রতিবেশির বিরুদ্ধে। পরে গ্রাম্য সালিশে শিশুটির ইজ্জতের মুল্য হিসেবে ৬০ হাজার টাকায় বিষয়টি মীমাংসা করা হয়েছে। তবে সালিশের এক টাকাও পায়নি ভোক্তভুগি পরিবার।
গত (২৬ মার্চ) শুক্রবার রাতে সদর উপজেলার হাটিপাড়া এলাকার মৃত চাঁনু শিকদারের বাড়িতে গ্রাম্য সালিশের মাধ্যমে এই জরিমানা করা হয়। নির্যাতিতা ওই স্কুল শিক্ষার্থী সদরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।
অভিযুক্ত আব্দুল মজিদ হাটিপাড়া এলাকার মৃত উসমান শিকদারের ছেলে। তিনি পেশায় কৃষি কাজ করেন।
নির্যাতিতা ওই শিশু মা জানান, গত ১৫দিন আগে বাড়িতে ডেকে নিয়ে তার মেয়েকে প্রথমে শ্রীলতাহানী এরপর ধর্ষণ করে প্রতিবেশি আব্দুল মজিদ। এরপর তাকে বাড়িতে পাঠিয়ে দেয়। কিন্তু মানসিক ও শারীরিক প্রতিবন্ধী হওয়ায় রাস্তায় মানুষের কাছে ধর্ষণের ঘটনাটি বলে দেয়। এরপর বিষয়টি নিয়ে মজিদের সাথে কথা বলতে গেলে, মজিদের বড় মেয়ে হামলা ও মামলার ভয় দেখাই। ওর বাবা প্রবাসে থাকায় পরে বিষয়টি মেয়ের চাচাকে জানান। এরপর কাউকে কিছূ না জানিয়ে চুপচাপ বিষয়টি মিংমাসা করেন এবং আমরা কোন টাকাও পাই নাই। তিনি আরও জানান, আমার প্রতিবন্ধী মেয়ের এতো বড় ক্ষতি করল। ওর ভবিষ্যত কি হবে। কিভাবে মানুষের কাছে মুখ দেখাবে। এই মেয়েকে বিয়ে দিব কিভাবে।
হাটিপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার খোরশেদ আলম জানান, ঘটনার পর সমাজের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশের মাধ্যমে বিষয়টি মিমাংসা করা হয়েছে। আমাদের গ্রামের বিষয় আমরা মিমাংসা করেছি। এটা নিয়ে আপনাদের মাথা ঘামাতে হবে না। আমরা তো আইন জানি।
আব্দুল মজিদের চাচাতো ভাই চাঁনু শিকদার জানান, ঘটনার পর মানুষের সামনে লজ্জায় মাথা নিচু করে চলতে হয়েছে। এ কারনে সবার সাথে আলোচনা করে আমার বাড়িতে সালিশের ব্যবস্থা করা হয়। সালিশে দোষ স্বীকার করলে তাকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয় এবং হুজুরের মাধ্যমে তওবা পড়ানো হয়। সেই সাথে এক মাসের মধ্যে জরিমানার টাকা পরিষদের কথা বলাও হয়েছে। তিনি আরও জানান, সাবেক মেম্বার খোরশেদ আলম, চাঁনু শিকদার, শুকুর শিকদার ও আব্দুল মজিদসহ গ্রামের প্রভাবশালী প্রায় ২০-২৫জন ব্যক্তি সালিশে উপস্থিত ছিলেন।
এবিষয়ে পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খাঁন জানান, বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম। পুলিশ পাঠিয়ে খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ধষর্ণের ঘটনায় মিমাংসার কোন সুযোগ নেই।
এমএসএম / এমএসএম

নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে আইন উপদেষ্টা

শান্তিগঞ্জে মানসিক রোগীর লাশ উদ্ধার

রোহিঙ্গা নারী ও মেয়েদের সুরক্ষার ঝুঁকি ও ভবিষ্যৎ আকাঙ্ক্ষার ওপর একশনএইড এর গবেষণা

রাণীনগরে ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে শিক্ষক বরখাস্ত

চৌগাছায় কৃষকদের মাঝে মাষকলাই বীজ ও রাসয়নিক সার বিতরন

কমপ্লিট শাটডাউনে পবিপ্রবি বরিশাল ক্যাম্পাস

বারহাট্টার বিশিষ্ট রাজনীতিবিদ মোস্তাফিজুর রহমান খান রেজভীর চেহলাম অনুষ্ঠিত

খোলা চিঠি লিখে যুবকের আত্মহত্যা, প্রেমঘটিত কারণে হতাশা

বরগুনার পাথরঘাটা বিএনপির সাবেক এমপির উপর হামলায় সাত আসামীর জামিন নামঞ্জুর

অভিভাবকসুলভ প্রধান শিক্ষক মোছা’র বিদায়: ১৬ বছরের সোনালি অধ্যায়ের সমাপ্তি

দেশে প্রথম কলা গাছের তন্তু দিয়ে স্যানিটারি ন্যাপকিন ও মাশরুম উদ্ভাবন

বাঘায় ৪৫ বছরে সাড়ে ৩'শ অধিক কবর খুঁড়েছেন দুলাল ও রতন
