ঢাকা শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়:

রাবিতে দিনে ডাইনিং-ক্যান্টিন বন্ধ, খাবার নিয়ে অমুসলিম শিক্ষার্থীদের ভোগান্তি


রাবি প্রতিনিধি photo রাবি প্রতিনিধি
প্রকাশিত: ৫-৪-২০২২ দুপুর ৩:৪৭
রমজান মাস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১৭টি হলের ক্যান্টিন-ডাইনিংগুলো সন্ধ্যার পর ও সেহরির সময় খোলা থাকলেও বাকি সময় বন্ধ থাকছে। ফলে খাবারের জন্য শিক্ষার্থীদের নির্ভর করতে হচ্ছে ক্যাম্পাস ও আশপাশের ভ্রাম্যমাণ হোটেলের ওপর। এতে চরম ভোগান্তিতে পড়ছেন বিশ্ববিদ্যালয়ের অমুসলিম শিক্ষার্থীরা। 
 
শিক্ষার্থীরা জানান, হোটেলের খাবারের দাম বেশি হওয়ায় তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এছাড়াও সময় অপচয় হচ্ছে। আবাসিক হলগুলো ঘুরে দেখা যায়, সকালে এবং দুপুরে হলের ক্যান্টিন-ডাইনিংগুলো বন্ধ থাকে।
 
বিশ্ববিদ্যালয় শাখা সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি চন্দন দত্ত বলেন, হলে অমুসলিম শিক্ষার্থী কম থাকায় ব্যবসায়িক চিন্তা করে ডাইনিং-ক্যান্টিন বন্ধ রাখলেও প্রশাসন সকল শিক্ষার্থীর কথা মাথায় রেখে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া খোলা রাখতে পারে। ঠিকমতো খাওয়া-দাওয়া না হলে পড়ালেখায় মনোযোগ দেয়া সম্ভব না। আমরা খুব শীঘ্রই এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করব।
 
শহীদ শামসুজ্জোহা হলের আবাসিক শিক্ষার্থী আদিত্য রায় বলেন, রমজানের শুরু থেকেই হলের ডাইনিং-ক্যান্টিন বন্ধ থাকায় আমরা খুব ভোগান্তিতে পড়েছি। সকালে ক্লাস থাকে বিধায় রান্না করেও খেতে পারি না। আর বাইরে খেতে অনেক টাকা খরচ হয়। আমরা খাওয়া নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। 
 
এ বিষয়ে জানতে চাইলে হল প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক ড. জাহিদুল ইসলাম বলেন, অমুসলিম শিক্ষার্থীদের কথা আমরা চিন্তা করেছি। অতিদ্রুত প্রতিটি হলে তাদের খাবার প্রদানের জন্য টোকেন সংগ্রহের নোটিস দেয়া হবে।
 
সার্বিক বিষয়ে জানতে চাইলে উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম টিপু বলেন, খাওয়া ছাড়া একজন মানুষ বেঁচে থাকতে পারে না। এ বিষয়ে শিক্ষার্থীরা তাদের হল প্রভোস্টদের জানাতে পারে। তখন আমরা এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা করে বিকল্প পদ্ধতিতে বিষয়টির সমাধানের চেষ্টা করব।

এমএসএম / জামান

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার পুনঃনিয়োগ

পাস্ট ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি রউফ, সম্পাদক তন্নি

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পবিপ্রবির ৩ শিক্ষার্থী

রাবিতে শাটডাউন প্রত্যাহার, ক্লাস-পরীক্ষা বর্জন জাতীয়তাবাদী শিক্ষকদের

পিছানো হল চাকসু নির্বাচন

রাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ‘কমপ্লিট শাটডাউন’

১৬ অক্টোবর রাকসু নির্বাচন