রাজশাহী বিশ্ববিদ্যালয়:
রাবিতে দিনে ডাইনিং-ক্যান্টিন বন্ধ, খাবার নিয়ে অমুসলিম শিক্ষার্থীদের ভোগান্তি
রমজান মাস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১৭টি হলের ক্যান্টিন-ডাইনিংগুলো সন্ধ্যার পর ও সেহরির সময় খোলা থাকলেও বাকি সময় বন্ধ থাকছে। ফলে খাবারের জন্য শিক্ষার্থীদের নির্ভর করতে হচ্ছে ক্যাম্পাস ও আশপাশের ভ্রাম্যমাণ হোটেলের ওপর। এতে চরম ভোগান্তিতে পড়ছেন বিশ্ববিদ্যালয়ের অমুসলিম শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, হোটেলের খাবারের দাম বেশি হওয়ায় তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এছাড়াও সময় অপচয় হচ্ছে। আবাসিক হলগুলো ঘুরে দেখা যায়, সকালে এবং দুপুরে হলের ক্যান্টিন-ডাইনিংগুলো বন্ধ থাকে।
বিশ্ববিদ্যালয় শাখা সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি চন্দন দত্ত বলেন, হলে অমুসলিম শিক্ষার্থী কম থাকায় ব্যবসায়িক চিন্তা করে ডাইনিং-ক্যান্টিন বন্ধ রাখলেও প্রশাসন সকল শিক্ষার্থীর কথা মাথায় রেখে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া খোলা রাখতে পারে। ঠিকমতো খাওয়া-দাওয়া না হলে পড়ালেখায় মনোযোগ দেয়া সম্ভব না। আমরা খুব শীঘ্রই এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করব।
শহীদ শামসুজ্জোহা হলের আবাসিক শিক্ষার্থী আদিত্য রায় বলেন, রমজানের শুরু থেকেই হলের ডাইনিং-ক্যান্টিন বন্ধ থাকায় আমরা খুব ভোগান্তিতে পড়েছি। সকালে ক্লাস থাকে বিধায় রান্না করেও খেতে পারি না। আর বাইরে খেতে অনেক টাকা খরচ হয়। আমরা খাওয়া নিয়ে খুব দুশ্চিন্তায় আছি।
এ বিষয়ে জানতে চাইলে হল প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক ড. জাহিদুল ইসলাম বলেন, অমুসলিম শিক্ষার্থীদের কথা আমরা চিন্তা করেছি। অতিদ্রুত প্রতিটি হলে তাদের খাবার প্রদানের জন্য টোকেন সংগ্রহের নোটিস দেয়া হবে।
সার্বিক বিষয়ে জানতে চাইলে উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম টিপু বলেন, খাওয়া ছাড়া একজন মানুষ বেঁচে থাকতে পারে না। এ বিষয়ে শিক্ষার্থীরা তাদের হল প্রভোস্টদের জানাতে পারে। তখন আমরা এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা করে বিকল্প পদ্ধতিতে বিষয়টির সমাধানের চেষ্টা করব।
এমএসএম / জামান
মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি
ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ
ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত
ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ
জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা
জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা
ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন
শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ
উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ
দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল
জকসু নির্বাচন: ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা
Link Copied