ঢাকা শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

পাচারের উদ্দেশ্যে মানিকগঞ্জে স্কুলছাত্রীকে আটক : গ্রেফতার ২


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৬-৪-২০২২ দুপুর ৪:৫৫
পরস্পর যোগসাজশে পাচারের উদ্দেশ্যে মানিকগঞ্জের শিবালয়ে অবৈধভাবে এক স্কুলছাত্রীকে আটক করে রাখার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে শিবালয় থানা পুলিশ। এ ঘটনায় পুলিশ ওই স্কুলছাত্রীকে উদ্ধার করেছে। আটককৃতরা হলো- গাজীপুর জেলার শ্রীপুর থানার রাজবাড়ীর ধলজোড় এলাকার মৃত ইজ্জত আলী শেখের ছেলে আরমান শেখ (২৪) এবং মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার মহাদেবপুর উত্তরপাড়া এলাকার আলী আকবরের স্ত্রী মমতাজ বেগম (৪২)।
 
উদ্ধার হওয়া স্কুলছাত্রী গোপালগঞ্জ সদর উপজেলার সুকতাইল এলাকার কালু শিকদারের বড় মেয়ে হাজেরা খানম (১৬)। সে গাজীপুর কোনাবাড়ীর হলি প্রমিস পাবলিক স্কুলে ৮ম শ্রেণিতে লেখাপড়া করে। এ ঘটনায় বুধবার (৬ এপ্রিল) দুপুরে আসামিদের বিরুদ্ধে মামলা দিয়ে মানিকগঞ্জ  আদালতে সোর্পদ করা হয়েছে। বুধবার বিকেল ৩টার দিকে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন শিবালয় থানার অফিসার ইনচার্জ মো. শাহিন।
 
 ঘটনা সম্পর্কে ওসি শাহিন জানান, ওই স্কুলছাত্রীর বাবা বাদী কালু শিকদার তার স্ত্রী হাফিজা খানম এবং এক ছেলে ও দুই মেয়েকে নিয়ে গাজীপুর শহরের কোনাবাড়ী নতুন বাজারের কাছে একটি বাসা ভাড়া করে বসবাস করেন এবং ভ্যানগাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করেন। গতকাল মঙ্গলবার (৫ এপ্রিল) সকাল ৮টার দিকে বাদীর বড় মেয়ে হাজেরা খানম তার ছোট বোন মনিরা আক্তারের সাথে ঝগড়া করে। তখন বাদীর স্ত্রী হাফিজা বেগম রাগ করে বড় মেয়ে হাজেরা খানমকে চড় মারেন। এতে হাজেরা খানম অভিমান করে স্কুলে যাওয়ার কথা বলে সকালে বাসা হয়ে বের হয়ে যায়। কিন্তু সে স্কুলে না গিয়ে বাদীর দেশের বাড়ী অর্থ্যাৎ গোপালগঞ্জ যাওয়ার জন্য কোনাবাড়ী হতে অটোরিকসা, রিকসা, গাড়ি ও হেঁটে বিকেল আনুমানিক ৩টার দিকে আশুলিয়ার নবীনগর স্মৃতিসৌধের কাছে আসে। নবীনগর আসার পর সে গোপালগঞ্জ যাওয়ার গাড়ির জন্য অপেক্ষা করাকালীন আরমান শেখ তার কাছে এসে জিজ্ঞাসা করে সে কোথায় যাবে। সে বলে তুমি কি বাড়ি থেকে রাগ করে এসেছো নাকি? তোমার বাড়ি কই? তখন ওই ছাত্রীর বাসা গাজীপুরের কোনাবাড়ী জানালে আসামি তার বাড়িও কোনাবাড়ী বলে জানায় এবং সে তাকে বাসায় পৌছে দেয়ার প্রস্তাব দেয়।
 
এদিকে সন্ধ্যা হয়ে যাওয়ায় হাজেরা খানম একা বাসায় ফিরে যেতে পারবে না বিধায় আসামির কথায় রাজি হয়। আসামি আরমান শেখ নবীনগর এলাকায় ঘোরাফেরা করে সময়ক্ষেপণ করে এবং অজ্ঞাতনামা এক মহিলার সাথে মোবাইলে কথা বলে। পরবর্তীতে আসামি আরমান শেখ ওই ছাত্রীকে তাদের কোনাবাড়ীর বাদীর ভাড়া বাসায় পৌঁছে দেয়ার কথা বলে পাচারের উদ্দেশ্যে আশুলিয়ার নবীনগর হতে বাসযোগে মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর উত্তরপাড়ায় ২নং আসামি মমতাজ বেগমের বাড়িতে এনে আটকে রাখে এবং ওই ছাত্রীকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে।
 
এ বিষয়ে আশপাশের লোকজনের সন্দেহ হলে তারা থানায় খবর দেন। পরে থানা পুলিশ ঘটনাস্থলে এসে ওই স্কুলছাত্রীকে উদ্ধারসহ  আসামিদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

এমএসএম / জামান

নড়াইলে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

জুড়ীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি কোয়াব ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল

শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা

চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু

রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ

ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক

রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের

সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম

পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক

কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি