হল প্রভোস্টের সাথে অশোভন আচরণের প্রতিবাদে বশেমুরবিপ্রবিতে মানববন্ধন

সাবেক শিক্ষার্থী জাহাঙ্গীর আলমের নেতৃত্বে শেখ রাসেল হলের প্রভোস্ট ও এআইএস বিভাগের সহকারী অধ্যাপক মো. ফায়েকুজ্জামান মিয়াকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ বিচারের দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (৬ মার্চ) দুপুর আড়াইটায় একাডেমিক ভবনের সামনে অর্ধশতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা হল প্রভোস্ট ফায়েকুজ্জামান মিয়ার সাথে অশোভন আচরণের তীব্র নিন্দা ও জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
মানববন্ধনে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী পলাশ বলেন, গতকাল রাতে জাহাঙ্গীর আলমের নেতৃত্বে কয়েকজন শিক্ষার্থী ও বহিরাগতদের নিয়ে শেখ রাসেল হলে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা জানাই। তারা হল প্রভোস্ট এর সাথে খারাপ ব্যবহার করে ক্ষান্ত হননি, প্রক্টোরিয়াল বডিসহ শিক্ষকদের উপেক্ষা করে বিজয় দিবস হলের রিডিং রুম ভাঙচুর , হল চত্বরের গ্লাস ও মোটরসাইকেল ভাঙচুর করেছেন, আমাদের ও শ্রমিকদের উপর হামলা করেন। তারা অস্ত্রসজ্জিত হয়ে পূর্বপরিকল্পনা অনুযায়ী এই হামলা করেছেন। এই মানববন্ধনে বিচার চেয়েই শেষ নয়, এর দৃষ্টান্তমূলক বিচার না হলে আমরা অবস্থান কর্মসূচি, আমরণ অনশন করবো।
ইতিহাস বিভাগের শিক্ষার্থী কারিমুল হক বলেন, আমি দীর্ঘদিন থেকে শেখ রাসেল হলে আছি। শেখ রাসেল হলের শিক্ষার্থীদের চোখে প্রভোস্টের অপপ্রচারমূলক কোনো কার্যক্রম এখনো চোখে পড়েনি। আমরা হলবাসী স্যারের উপর সন্তুষ্ট। স্যারের সাথে ঘটে যাওয়া এমন অশোভন আচরণের তীব্র প্রতিবাদ জানাই।
এ বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, শেখ রাসেল হলে দীর্ঘদিন ধরেই সিটকে কেন্দ্র করে ঝামেলা চলছিল। হলটিতে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের প্রায় ৪৬ জন শিক্ষার্থী রয়েছে। একটি হলে এক বিভাগের এতজন শিক্ষার্থী কিভাবে থাকে সেটি প্রশ্ন রাখার মতো বিষয়। সর্বশেষ গতকাল তিনি একটি সিট তিনজনকে বরাদ্দ দেয়ায় ঝামেলার সূত্রপাত হয়। আমরা মূলত সমস্যার সমাধানের জন্যই গিয়েছিলাম এবং কোনোরূপ জটিলতা তৈরির উদ্দেশ্য ছিল না। কিন্তু স্যার আমাদের দেখে কিছুটা উত্তেজিত হলে একপর্যায়ে কথা কাটাকাটি হয়। বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধান হতে পারত। কিন্তু অ্যাকাউন্টিংয়ের শিক্ষার্থীরা জড়ো হওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ঝামেলাপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
প্রসঙ্গত, গতকাল (মঙ্গলবার) হলের সিট বরাদ্দ নিয়ে হল প্রভোস্টের সাথে অশোভন আচরণসহ হলে ভাংচুর চালায় ছাত্রলীগকর্মী জাহাঙ্গীর আলম ও তার দল।
এমএসএম / জামান

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার পুনঃনিয়োগ

পাস্ট ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি রউফ, সম্পাদক তন্নি

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পবিপ্রবির ৩ শিক্ষার্থী

রাবিতে শাটডাউন প্রত্যাহার, ক্লাস-পরীক্ষা বর্জন জাতীয়তাবাদী শিক্ষকদের

পিছানো হল চাকসু নির্বাচন

রাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ‘কমপ্লিট শাটডাউন’

১৬ অক্টোবর রাকসু নির্বাচন
Link Copied