ঢাকা মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

গলাচিপায় উপকূলীয় এলাকায় খাল খননে কৃষকদের মাঝে স্বস্তির নিশ্বাস


মোস্তফা কামাল খান (গলাচিপা) photo মোস্তফা কামাল খান (গলাচিপা)
প্রকাশিত: ১০-৪-২০২২ বিকাল ৬:১৬

পটুয়াখালীর গলাচিপার বিভিন্ন ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের দীর্ঘ প্রচেষ্টা ও বাস্তবায়নে ক্ষুদ্রাকার পানিসম্পদ উন্নয়নে খাল খননে কৃষকদের কপাল খুলেছে বলে নানা প্রজাতির চাষাবাদের পাশাপাশি জনসাধারণের মাঝে স্বস্তির বাতাস বৈছে।

সরেজমিন দেখা যায়, উপজেলার উত্তর চরবিশ্বাস ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নতুন প্রকল্পের এলসিএসের মাধ্যমে প্রাকৃতিক বিপর্যয়ের হতে বাঁচাতে এবং জলাবদ্ধতা দূরীকরণের পাশাপাশি  গ্রামীণ জনপদ এবং কৃষি আবাদযোগ্য গড়ে তোলার লক্ষ্যে প্রায় ১৭ কিলোমিটার খাল খননের ফলে উপকূলীয় এলাকার জনজীবন আরো সহজ হয়ে উঠছে । 

অফিস সূত্রে জানা যায়, চরবিশ্বাস বাজারসংলগ্ন আন্নির খাল ৮ হাজার ৫৬৮ মিটার, চরাগোস্তি ৬ হাজার ২১৫ মিটার ও  মদন হাওলাদার বাড়ি পাশের খাল ২ হাজার ৪৭২ মিটার খনন হওয়ায় ইউনিয়ের প্রায় পাঁচ হাজার কৃষকের উপকার হয়েছে বলে কৃষকগোষ্ঠী দাবি করেন। তারা বলেন, দীর্ঘ বছর ধরে এ খালগুলো দখল, বেদখলে থাকায় জলবদ্ধতায় ডুবেছিল। ফলে জলোচ্ছ্বাসের কারণে প্রতিবছরই দেখা দিয়েছে নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ।

খাল খননের বিষয়ে কৃষক মো. মনিরুল ইসলাম, আ: গফুর, ইদ্রিস হাওলাদার,  মো. আনসারসহ অনেকেই  আঞ্চলিক ভাষায় গণমাধ্যমক  বলেন, ‘অনেক বছর পর হইলেও আমাগো কপাল খুলছে, উন্নার সিজনে এই পানির লাইগ্যা চাষবাস করতে পারি নাই, এই মরা খালগুলা কাডনের পরে এহন সব চাষই করতে পারতেয়াছি।’

চরবিশ্বাস বাজারের ব্যাবসায়ীরা বলেন, বাজারসংলগ্ন আন্নির খালটি দীর্ঘ বছর বিভিন্ন প্রতিকূলতার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় জনদুর্ভোগের শেষ ছিল না। বর্তমানে সরকারি উদ্যোগে পরিত্যক্ত খাল খননে জনদুর্ভোগ কমে গিয়ে চারদিকে  স্বস্তির বাতাস বইছে। এজন্য তারা সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

এ বিষয়ে চরবিশ্বাস ইউপি চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন বাবুল মুন্সী গণমাধ্যমকে জানান, বর্তমান সরকার গ্রামীণ উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। ফলে গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. শাহিন শাহ ও উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলমের আন্তরিক প্রচেষ্টায় বেশকিছু খাল খনন করা হচ্ছে। ইতোমধ্যেই তার সুফল প্রান্তিক জনসাধারণ ও কৃষকগোষ্ঠী নির্বিঘ্নে জলাবদ্ধতা ও পানির কোষ্ট  থেকে মুক্তি পেয়ে চাষাবাদ করে বাম্পার ফলন ঘরে তুলতে পারছেন।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. জাহাঙ্গীর আলম বলেন, উত্তর চরবিশ্বাস ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ক্ষুদ্রাকার পানি ম্পদ উন্নয়নে প্রকল্পের ২০২১-২২ অর্থবছরের এলসিএসের মাধ্যমে ১ কোটি ৮৭ লাখ ২৫ হাজার ৮০৬ টাকায় চরবিশ্বাস ইউনিয়নে গলাচিপা উপজেলা প্রশাসনের আন্তরিক সহযোগিতা ও প্রচেষ্টায় এ ইউনিয়নে প্রায় ১৬ কিলোমিটার খাল বেদখল মুক্ত করে খননকাজ চলছে। আশা করছি এ খাল খননে উপকূলীয় প্রান্তিক কৃষক ও জনসাধারণের জীবনমান ঘুরে দাঁড়াবে।
 
এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. শাহিন শাহ্ বলেন, বর্তমান শেখ হাসিনা সরকার কৃষি উর্বরতার লক্ষ্যে জনসাধারণের জীবনমান আধুনিকতার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় গলাচিপা উপজেলার বিভিন্ন উন্নয়নের পাশাপাশি পরিত্যক্ত, মৃত খালগুলো খনন করে পুনোরায় সতেজ করার লক্ষ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নতুন প্রকল্পের আওতায় এলসিএসের মাধ্যমে খাল খনন হচ্ছে। এতে মাননীয় প্রাধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী পানির কষ্টে দেশে আর কোনো কৃষকের আবাদি জমি অনাবাদি থাকবে না। আশা করি সংশ্লিষ্ট কর্মকর্তারা সুন্দর ও সঠিকভাবে এর জোর তদারকি করবেন। এছাড়া এ খাল খননে বর্তমান সরকার আবারো নতুন অধ্যায়ের ইতিহাস হয়ে থাকবে বলে সংশ্লিষ্ট দপ্তরের সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

এমএসএম / জামান

নবীনগরে গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় মিছিল

বৈষম্যমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনো বাস্তবায়ন হয়নি- শহিদুল ইসলাম বাবুল

জয়দেবপুর জংশনে শহীদ মুগ্ধর স্মরণে ‘মুগ্ধ সুপেয় পানির কর্নার’ উদ্বোধন

ভূরুঙ্গামারীতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিজয় র‍্যালি

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর বিশাল গণমিছিল

রেলের চট্টগ্রাম বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষের অভিযোগ

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে উলিপুরে বিএনপির বিজয় র‍্যালী ও সমাবেশ

র‍্যাবের অভিযানে রায়পুরায় ২ হাজার ৯শত ৫০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জামালগঞ্জে আওয়ামীলীগ কর্মী এখন বিএনপির কমিটিতে

জেলা বিএনপির নির্দেশে বিজয় মিছিলে, দ্বন্দ ভুলে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কুমিল্লায় ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‌্যালী

তাড়াশে বিএনপির উদ্যোগে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত