ঢাকা শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

মানিকগঞ্জে পর্নোগ্রাফি মামলায় ২ যুবক গ্রেফতার


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১১-৪-২০২২ দুপুর ৪:১৪
মানিকগঞ্জের শিবালয়ে জয়ন্তী হালদার (১৬) নামে এক কিশোরীকে জোড় পূর্বক ধর্ষণ করে তার অশ্লীল ভিডিও সামাজিক মাধ্যমে ইউটিউব ও ফেসবুকে পোষ্ট করার অপরাধে পর্নোগ্রাফি মামলায় দুই যুবককে গ্রেফতার করেছে শিবালয় থানা পুলিশ।
 
গ্রেফতারকৃতরা হলো, শিবালয় উপজেলার শিবরামবাড়ী এলাকার তুহিনুজ্জামান তপুর ছেলে পারভেজ মোশারফ ওরফে সামিউল ইসলাম সামি (২২) এবং ঘিওর উপজেলার শ্রীবাড়ি এলাকার মৃত পল্লব সরকারের ছেলে তাপস সরকার (১৯)। সোমবার (১১ এপ্রিল) দুপুরে গ্রেফতারকৃত আসামীদেরকে মানিকগঞ্জ বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।মামলাসুত্রে জানা যায়, ভুক্তভোগী জয়ন্তী হালদারের সাথে মোবাইলে ফোনের মাধ্যমে সামিউল ইসলাম সামির পরিচয় হয়। এরই জের ধরে গত ২ মার্চ বিকেল সাড়ে ৫টার দিকে পারভেজ মোশারফ ওরফে সামিউল ইসলাম সামি ভিকটিম জয়ন্তী হালদারকে প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে রিক্সায় উঠিয়ে টেপড়া কালীবাড়ি দিকে নিয়ে যায়। এরপর রাত ৯টার দিকে শিবরামপুর স্রষ্টার মোড়ের পাশে পরিত্যক্ত মেঝে পাকা টিনের ঘরের ভিতর সহযোগী আসামী তাপস সরকারের সহযোগীতায় জয়ন্তীকে জোড় পূর্বক ধর্ষণ করে সামিউল ইসলাম সামী।
 
 এছাড়া একই তারিখে রাত পৌনে ১০ টার দিকে ঘিওর উপজেলার সাহেব বাড়ী প্রজেক্টের মধ্যে পুকুর পাড়ে নিয়ে পুনরায় পারভেজ ওরফে সামি ও তার বন্ধু সহযোগী আসামী তাপস সরকার পালাক্রমে ভিকটিম জয়ন্তীর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে এবং কৌশলে মোবাইলে অশ্লীল ভিডিও ধারণ করে। পরবর্তীতে লোকলজ্জার ভয়ে উক্ত ঘটনার বিষয়টি গোপন রাখে ভিকটিম জয়ন্তী হালদার। কিন্তু গত ১০ এপ্রিল তার অশ্লীল ভিডিও দৃশ্যটি জয়ন্তী হালদারের নিজের নামে খোলা ইউটিউবে দেখতে পায়। এছাড়া ফেসবুক আইডির মেসেঞ্জার দিয়ে জয়ন্তি হালদারের অশ্লীল ভিডিও ফেসবুকেও ইউটিউবে পোস্ট করবে বলে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে ধর্ষক সামিউল ইসলাম সামি। পরে বাধ্য হয়ে ১১ এপ্রিল শিবালয় থানায় নারী ও শিশু নির্যাতন আইন ও পর্নোগ্রাফি আইনে মামলা রুজু করে ভুক্তভোগী জয়ন্তী হালদার।
 
ভুক্তভোগীর করা নারী ও শিশু নির্যাতন আইন ও পর্নোগ্রাফি আইনে মামলা রুজু হওয়ার পর রোববার ১০ এপ্রিল রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে  আসামি পারভেজ মোশারফ ওরফে সামিউল ইসলাম সামি ও তাপস সরকার কে গ্রেপ্তার করে শিবালয় থানা পুলিশ।
 
 
 শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ শাহিন জানান, ভুক্তভোগীর করা মামলায় গতকাল রাতে অভিযান চালিয়ে আসামী পারভেজ মোশারফ ওরফে সামিউল ইসলাম সামি ও সহযোগী আসামী তাপস সরকারকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে আসামীদের মানিকগঞ্জ বিজ্ঞ আদালতে সোর্পদ হয়েছে।

এমএসএম / এমএসএম

নড়াইলে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

জুড়ীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি কোয়াব ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল

শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা

চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু

রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ

ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক

রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের

সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম

পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক

কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি