ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

বায়েজিদ স্টিলের টাকা আত্মসাৎ করে হাসান রাশেদের অবৈধ সম্পদের পাহাড়


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২২-৬-২০২১ রাত ৯:১৬

চট্টগ্রামে বায়েজিদ স্টিল মিলস লিমিটেডের (বিএসএল) এক কর্মকর্তার বিরুদ্ধে কোম্পানির ৩৮ কোটি টাকা আত্মসাৎ করে গাড়ি বাড়িসহ অবৈধ সম্পদের পাহাড় গড়ে তোলার তথ্য পাওয়া গেছে। উক্ত প্রতিষ্ঠানের কর্মকর্তা হাসান মোহাম্মদ রাশেদ (৪০) নামে কর্মকর্তার দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ দিয়েছেন প্রতিষ্ঠানটির পক্ষে এসিস্ট্যান্ট প্রকিউরমেন্ট অফিসার প্রনব কুমার। অভিযুক্ত হাসান মোহাম্মদ রাশেদ প্রতিষ্ঠানে প্রকিউরমেন্টে সেলস এন্ড মার্কেটিং অফিসার পদে কর্মরত। তার বাড়ি রাউজান উপজেলার মোহাম্মদপুর এলাকায় সে মোহাম্মদ ইলিয়াছের পুত্র। 

অভিযোগ সূত্রে জানা যায়,  ২১ বছর আগে রাশেদ বায়েজিদ স্টিল মিলস লিমিটেডে চাকুরী নেন। রাশেদ গত ১২/১৩ বছরের ব্যবধানে অনিয়ম দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে কোম্পানির  কোটি টাকা লোপাট করে নিয়েছেন। সামান্য বেতনে চাকরি করে বাড়ি, গাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানসহ বিপুল পরিমাণ স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক বনে গেছেন রাশেদ। প্রতিষ্ঠানের সিনিয়র কর্মকর্তা এন আর দাশের কম্পিউটারের পাসওয়ার্ড চুরি করে রডের ডিও তৈরি করতেন। ছুটির দিনে অফিসে এসে সহযোগী রাসেলকে সাথে নিয়ে এসব অনিয়ম করেছেন রাশেদ। অডিট করার বিষয়টি জানতে পেরে আপত্তি  তোলেন রাশেদ। পরে রাশেদ কর্তৃক  কোম্পানির ৩৮ কোটি টাকা আত্মসাত করার বিষয়টি অডিটে ধরা পড়ে।

কোম্পানির টাকা লুট করতে গোপনে সিন্ডিকেট গঠন করেন রাশেদ। কোম্পানির ব্যবসায়িক সুনাম নষ্ট হওয়ার আশঙ্কায় রাশেদের বিরুদ্ধে এখনই আইনী ব্যবস্থা নেয়ার বিষয়টি গোপন রাখার কৌশল নিয়েছে তারা।  কোম্পানির এমডি আবু বক্করের নামে রড কাট পিসের গুদাম রয়েছে। নগরীর বায়েজিদ বালুছড়া কাঠাল বাগান এলাকায়  জায়গা কিনে গড়ে তুলেছেন 'আয়েশা মঞ্জিল' নামে একটি ভবন। ফটিকছড়ির আজাদী বাজার এলাকায় একটি মার্কেট নির্মান, অক্সিজেন বঙ্গবন্ধু এভিনিউ  রোডের কয়লার ঘর গুলবাগ আবাসিক এলাকায় ‘ সেভেন মুক্তাদির টাওয়ার’ নামে একটি বহুতল ভবনে একধিক ফ্ল্যাট রয়েছে। ক্যান্টনমেন্ট এলাকায় একটি ফ্ল্যাট বাড়ি। হাটহাজারী উপজেলার পশ্চিম কুয়াইশ এলাকার সিদ্দিক আহমদ বাড়ির বাহাদুর আলম ও ইলিয়াস জাভেদ থেকে সম্প্রতি রাশেদের নামে রয়েছে বহু জমি। চারাবটতল এলাকায় রয়েছে তার নামে  বহু জায়গা।

রাউজান উপজেলা সদরে মালিকানাধিন ডায়াগনস্টিক সেন্টারের পার্টনাশিপও। প্রতিষ্ঠানে চাকরি করলেও চলাফেরায় আভিজাত্যের ছাপ। হাঁকান দামি গাড়ি।  বায়েজিদ স্টীলের কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ বিষয়টি নিশ্চিত করে দুদক, চট্টগ্রাম  জেলার কর্মকর্তা লুৎফুল কবীর চন্দন বলেন, কর্তৃপক্ষের অনুমতি পেলে বায়েজিদ স্টিলের কর্মকর্তা রাশেদের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগের বিষয়ে রাশেদের বক্তব্য জানার জন্য মোবাইল কল ও বার্তা দিয়েও কোন সাড়া পাওয়া যায়নি। 

এমএসএম / জামান

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাফনদীর মোহনায় ট্রলার ডুবি, ৭জেলে উদ্ধার

বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময়

বাউফলে চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন

আদমদীঘিতে সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কার্যক্রম স্থগিতের দাবীতে স্মারকলিপি প্রদান

দৌলতপুরে মুখ বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

কমিউনিটি পুলিশিং সভা ও উদ্ধারকৃত মোবাইল-অর্থ হস্তান্তর: মেহেরপুর জেলা পুলিশের জনবান্ধব উদ্যোগ

ভূরুঙ্গামারীতে বাড়ি বাড়ি গিয়ে নবজাতক শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করছে উপজেলা প্রশাসন

পাবনায় ট্রিপল মার্ডারের রায়ে একজনের মৃত্যুদন্ড

গলাচিপা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে জামায়াতের এমপি পদ প্রার্থীর মত বিনিময় সভা

ত্রিশালে মসজিদে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত

চৌগাছা সরকারী হাসপাতালে ডাক্তার সংকট, চিকিৎসা সেবা ব্যহত