ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রাজুর প্রতি অনাস্থা জ্ঞাপন


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ১২-৪-২০২২ বিকাল ৫:৮

চৌদ্দগ্রামে দলীয় অন্তঃকোন্দল সৃষ্টির অভিযোগ এনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজুর প্রতি অনাস্থা জ্ঞাপন করেছেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকগণ। গত শনিবার (৯ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তির সাথে বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক স্বাক্ষরিত একটি প্রতিবাদলিপি যুক্ত করা হয়, যার অনুলিপি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশররফ হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া এবং চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদার নিকট প্রেরণের বিষয়টিও নিশ্চিত করা হয়েছে।

অনাস্থাপত্রে তারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজুর প্রতি অভিযোগ তুলে বলেন, উপজেলা বিএনপির সম্মেলনের পর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু ইউনিয়ন পর্যায়ে বিভাজন সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। তিনি দলের বিরুদ্ধে কিছু লোককে উস্কে উপদলীয় কোন্দল সৃষ্টির মাধ্যমে দলীয় কাজে বাধা সৃষ্টি করছেন।

তাকে সাবেক শিবির নেতা উল্লেখ করে অনাস্থাপত্রে অভিযোগ করে আরো বলা হয়, তিনি দলের লোকদের বা নেতৃবৃন্দকে না জানিয়ে তার পছন্দের লোকজনকে দিয়ে দলীয় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছেন। অথচ যাদের দিয়ে তিনি এসব কর্মসূচি বাস্তবায়ন করছেন তাদের অনেকেই প্রকাশ্যে জামায়াতের রাজনীতির সাথে জড়িত। মূলত তিনি জামায়াতের এজেন্ডা বাস্তবায়ন করছেন বলেই অভিযোগে উল্লেখ করেন তারা। তার মূল লক্ষ্যই হলো বিএনপিকে দূর্বল করে জামায়াতের রাজনীতি প্রতিষ্ঠা করা।

আরো অভিযোগ করা হয়, তিনি কূটকৌশল ও চাটুকারিতার মাধ্যমে উপজেলা বিএনপির সভাপতির কাছ থেকে দলীয় ত্যাগী নেতাদের দূরে সরিয়ে রেখেছেন। বিগত ৫ বছর উপজেলার ১৩টি ইউনিয়নের ২৬ জন সভাপতি ও সাধারণ সম্পাদককে নিয়ে তিনি একবারের জন্যও কোথাও বসেননি। এ সময় তারা তার এহেন কর্মকাণ্ড ঘৃণাভরে প্রত্যাখ্যান করে তার প্রতি অনাস্থা জ্ঞাপন করেন।

এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু বলেন, অনাস্থা প্রস্তাব সম্পর্কে আমি কিছুই জানি না। যারা এসব করছেন তারা দলের বাইরের লোক।

এমএসএম / জামান

মিরসরাইয়ে দাড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কায় নিহত হেলপার

জেলা প্রশাসকের সভাপতিত্বে কুষ্টিয়ায় মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত

রায়পুরে সরকারি খাস জমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদে ধীরগতি

জমির জন্য বৃদ্ধ দম্পতিকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ

শ্রীপুর পৌর শহরে পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন

জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা

মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

হাটহাজারী সাব রেজিস্টার অফিসে মূল দলিলের পাতা গায়েব করে ভুয়া পাতা সংযুক্ত

আগামী নির্বাচনে তারেক রহমানকে সংসদীয় ৫ আসনে উপহার দিতে মীর হেলাল উদ্দিনের বিকল্প নাই -গিয়াস উদ্দীন

১৪৫ কোটি টাকার ফেরিঘাটে নেই ফেরি, সরকারের নতুন চিন্তা

জলবায়ু পরিবর্তনের ছোবল: স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সন্দ্বীপে কর্মশালা

টুঙ্গিপাড়ায় মধুমতি সংযোগ খাল কচুরিপানায় বন্ধ, দুর্ভোগে এলাকাবাসী