ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর, মন্দিরে হামলা ও‌ অগ্নিসংযোগের প্রতিবাদে রাবিতে প্রতিবাদ


রাবি প্রতিনিধি photo রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৪-২০২২ দুপুর ২:১৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর, মন্দিরে হামলা ও‌ অগ্নিসংযোগসহ হিন্দু শিক্ষকদের বিরুদ্ধে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন পালন করা হয়েছে। আজ বুধবার (১৩ এপ্রিল) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ মানববন্ধন পালিত হয়। 

কর্মসূচিতে মার্কেটিং বিভাগের অধ্যাপক শুভ্রা রাণী ছন্দ বলেন, বাংলাদেশের তথা বিশ্বের যেখানে এ ধরনের সাম্প্রদায়িক ঘটনাগুলো ঘটছে, এর পেছনে রয়েছে এক ধরনের মূর্খ মানুষের ইন্ধন। ধর্মের প্রতি আনুগত্য এবং ধর্মান্ধতা এ দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। সাম্প্রদায়িক ব্যক্তি মানুষ হিসেবে অতিনগণ্য। সাম্প্রদায়িক মানুষের ধর্মের ব্যাপারে কোনো কথা বলার অধিকার নেই। 

শুভ্রা ছন্দ আরো বলেন, বিশ্ববিদ্যালয়ে আগে যেমন মুক্তবুদ্ধির চর্চা ছিল, এখন সে রকম পরিবেশ নেই। সন্তানদের সুসন্তান হিসেবে গড়ে তুলতে তাদের বোঝাতে হবে- মানুষ মানুষের জন্য, কিভাবে সমাজে চলতে হয়। এ সত্যটা তাদের উপলব্ধি করতে দিতে হবে। সন্তানকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে হবে। 

বাংলা বিভাগের অধ্যাপক শফিকুনবী সামাদী বলেন, বাংলাদেশ বহু জাতি, বহু ভাষা,‌ বহু ধর্মের দেশ। যেখানে প্রত্যেকের সমান অধিকার রয়েছে। নিয়মিত পত্রিকায় খবর পাচ্ছি হিন্দু যুবক আহত হয়েছে, কিছুদিন পরপর হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেয়া হচ্ছে। কখনো দেখা যাচ্ছে চাকমা তরুণীকে ধর্ষণ করা হচ্ছে। সাঁওতাল যুবক জলের অভাবে আত্মহত্যা করছে। এ বাংলাদেশ বঙ্গবন্ধু চাননি। রাষ্ট্রক্ষমতায় যারা আছে, তাদের বুঝতে হবে এ বাংলাদেশ নিয়ে এগিয়ে যাওয়া যাবে না। ধর্ম দিয়ে বিজ্ঞানকে বিচার করলে আমরা যে জায়গায় পৌঁছাতে চাচ্ছি তা কখনো সম্ভব হবে না।

প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ; এ চারটি স্তম্ভের উপর দাঁড়িয়ে  আমরা যুদ্ধ করেছিলাম। মুক্তিযুদ্ধে তো হিন্দু মুসলিম সবাই অংশ নিয়েছে। তাহলে সংখ্যালঘুদের তাড়িয়ে দেয়ার এতো প্রচেষ্টা কেন? বাংলাদেশে এ ধরনের ঘটনা আর না ঘটার জন্য, সামাজিকভাবে যদি আমরা মৌলবাদীদের প্রতিহত না করি, তবে সরকারের পক্ষে তা প্রতিহত করা সম্ভব হবে না। 

ফারসি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী দীপু রায়ের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন- শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পদক আশরাফুল ইসলাম খান, সমাজকর্ম বিভাগের অধ্যাপক রবিউল ইসলাম, মাইক্রোবায়োলজি বিভাগের সভাপতি বিশ্বনাথ শিকদার, আইন বিভাগের সভাপতি হাসিবুল আলম প্রধানসহ দেড় শতাধিক শিক্ষার্থী।

এমএসএম / জামান

মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি

ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ

ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত

ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ

জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা

জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা

ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন

শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ

উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ

দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল

জকসু নির্বাচন: ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা