ঢাকা সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

মাদারীপুরে এক প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও খাদ্য সামগ্রী বিতরণ


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১৩-৪-২০২২ দুপুর ৩:৫৯
দারীপুরে এক প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও খাদ্য সামগ্রী বিতরণদুর্ঘটনায় মেরুদন্ড ভেঙ্গে পঙ্গু হওয়া মাদারীপুরের কালকিনি মোখলেস শিকদারকে বুধবার (১৩ এপ্রিল) দেয়া হয়েছে একটি হুইল চেয়ার, এক মাসের খাবার ও ঈদ উপলক্ষে শাড়ি।বেলা ১১ টার দিকে মাদারীপুর পুলিশ সুপারের কার্যালয়ে মোখলেস সিকদারকে হুইলচেয়ার ও খাদ্যসামগ্রী দেওয়া হয়।এর আগে গত ৯ এপ্রিল সংবাদ মাধ্যমে ‘একটি হুইল চেয়ারের জন্য মোখলেসের আকুতি’ শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসেন মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলের। পরে তিনি হুইলচেয়ার দেওয়ার কথা জানান। এছাড়াও আফতাব উদ্দিন মিয়া ওয়ার্ল্ড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইতালী প্রবাসী ওয়াদুদ মিয়া (জনি মিয়া) তিনিও সহযোগিতার কথা জানান।
 
পরে বুধবার মাদারীপুর পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল হুইল চেয়ার ও আফতাব উদ্দিন মিয়া ওয়ার্ল্ড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ওয়াদুদ মিয়া (জনি মিয়া) একমাসের খাবার হিসেবে এক বস্তা চাল, ডাল, তেল, লবন, আটা, মুড়ি, ছোলা, লবন, চিনি, পোলাও এর চাল, সেমাই, সাবান, সাবানের গুড়াসহ নানা খাবার এবং নগদ এক হাজার টাকা এবং নকশি কাথা নামের একটি সংগঠন থেকে শাড়ি দেয়া হয় প্রতিবন্ধী মোখলেস সিকদারকে।এসময় উপস্থিত ছিলেন মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল-পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ওয়াসিম, মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিঞা, নকশি কাথার সাধারণ সম্পাদক সাংবাদিক আয়শা সিদ্দিকা আকাশী,নকশি কাথা-মানুষ মানুষের জন্য সংগঠনের উপদেষ্টা ও মৈত্রী মিডিয়া সাধারণ সম্পাদক এসএম আরাফাত হাসান, সাংবাদিক মেহেদী হাসান সোহাগ, বিধান মজুমদার, জুবায়ের জাহিদ প্রমুখ।
 
হুইলচেয়ার ও খাদ্যসামগ্রী পেয়ে খুশি হয়ে মোখলেস সিকদার বলেন, আমি ধন্যবাদ জানাই মাদারীপুর জেলা পুলিশ সুপার মহোদয়কে, তিনি আমার মতো একজন পঙ্গু মানুষকে হুইলচেয়ার দিলেন। আমি ধন্যবাদ জানাই প্রবাসী জনি মিয়াকে। তিনি আমাকে ১ মাসের খাবার দিয়েছেন। তারা যেন সব সময় এভাবেই অসহায় মানুষের পাশে দাঁড়ান।ইতালি প্রবাসী ওয়াদুদ মিয়া (জনি মিয়া) বলেন, মানুষকে সাহায্য করতে পারলে আমি আত্মতৃপ্তি পাই। যতোদিন বেঁচে থাকি এভাবেই যেন অসহায় মানুষের পাশে থাকতে পারি।মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, একজন পঙ্গু মানুষ হুইলচেয়ারের জন্য কষ্ট করছেন, তাকে উপকার করতে পারলে নিজের কাছেই ভালো লাগবে। এই মানবতার দৃষ্টিকোন থেকে নিজে উদ্ভুদ্ধ হয়ে তাকে সাহায্য করেছি। আমি মনে করি সমাজের প্রতিটি বিত্তবানদের উচিৎ সমাজের প্রতিটি গরীব দুঃখীদের পাশে দাঁড়ানো।

এমএসএম / এমএসএম

৭ ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নাগেশ্বরীতে মুসলিম এইডের উদ্যোগে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত

বিএনপির মনোনয়ন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০

হাতিয়ায় গাঁজা ও ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী আটক

পঞ্চগড়ে দুর্নীতি দমন কমিশনের গণশুনানী

ইনসাফ এর বাংলাদেশ চায় জামায়াত

রাতে স্ত্রীর রহস্যজনক মৃত্যু, সকালে উধাও স্বামী

পটুয়াখালীর দশমিনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

নেত্রকোনা-২ বিএনপির মনোনীত প্রার্থী ডাঃ আনোয়ারুল হকের বিশাল নির্বাচনী শোডাউন

নবীনগরে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ১৩ কিলোমিটার মানববন্ধন

তাড়াশে লক্ষ্মী নারায়ণ গোপাল বিগ্রহ মন্দিরের সম্পত্তি জোর করে দখল প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

সিংড়ায় বিএনপির বিপ্লব ও সংহতি দিবস পালিত

মাদারীপুরে গৃহবধুর আত্মহত্যার ঘটনায় বিচার চায় পরিবার