তানোরে মাটির রাস্তা পাঁকাকরণে অধ্যক্ষ মিজানের বাঁধা

রাজশাহীর তানোরে মাটির রাস্তা পাঁকা করণে বাঁধা দিয়ে নির্মাণ কাজ বন্ধ করে রেখেছেন ক্ষমতাসীন দলের প্রভাবশালী আ’লীগ নেতা অধ্যক্ষ মিজানুর রহমান ঘটনাটি ঘটেছে রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউপি এলাকার নোনাপুকুর গ্রামে। এঘটনায় এলাকাবাসীসহ গ্রামবাসীর মধ্যে চরম উত্তেজনার পাশাপাশি চরম ক্ষোভ বিরাজ করছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার প্রাণপুর মোড় হতে কৈয়েল সড়কের নোনাপুকুর গ্রামের ভিতর দিয়ে নোনাপুকুর থেকে ইলামদহি পর্যন্ত মাটির রাস্তাটি দীর্ঘদিনেও পাঁকাকরণ করা হয়নি।সম্প্রতি গ্রামবাসীর দাবীর প্রেক্ষিতে রাস্তা টেন্ডারের মাধ্যমে পাঁকাকরণ কাজ শুরু হয়। এহেন প্রেক্ষিতে গত প্রায় ১ মাস আগে ক্ষমতাসীন দলের প্রভাবশালী আ’লীগ নেতা কৈয়েলহাট কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান ওই গ্রামের পার্শ্বে ১৬ বিঘা জমিসহ রাস্তাটি ক্রয় সূত্রে দাবি করে রাস্তা নির্মাণ কাজ বন্ধ করে দেন।ফলে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবীর প্রতিফলন রাস্তাটি পাঁকাকরণ নির্মান কাজ বন্ধ রয়েছে। এঘটনায় এলাকাবাসীসহ গ্রামবাসীর মধ্যে চরমক্ষোভ ও উত্তেজনাসহ হতাশা বিরাজ করছে।
আজ বুধবার দুপুরে সরেজিমন গিয়ে দেখাা গেছে, রাস্তাটি নির্মাণের প্রায় অর্ধেক কাজ শেষ পর্যায়ে। এছাড়াও নির্মাণ সামগ্রী মজুত রয়েছে। কিন্তু অধ্যক্ষের বাঁধার মুখে রাস্তা নির্মাণ কাজ বন্ধ রয়েছে। ওই রাস্তার ১০০ মিটার লম্বা ও ১০ ফিট প্রসস্থ রাস্তা অধ্যক্ষ মিজানের সম্পত্তির উপর পড়েছে। এহেন দাবীতে পুরো রাস্তাটির পাকাকরণ কাজ বন্ধ রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কিছু গ্রামবাসীরা জানান, ওই গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। বর্ষাকালে একমাত্র ওই কাঁদামাটির রাস্তা দিয়ে জনসাধারণ ছাড়াও শিক্ষক-শিক্ষিকাসহ কমলমতি শিক্ষার্থীরা চলাচল করে থাকেন।
এব্যাপারে কৈয়েলহাট কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান মিজান সকালের সময়কে বলেন, মাটির ওই রাস্তাটি আমার ক্রয় করা সম্পত্তির উপর পড়েছে। এই জন্যই রাস্তা পাকা করতে নিষেধ করা হয়েছে। আমার সম্পত্তি ছেড়ে দিয়ে রাস্তার উত্তর দিক দিয়ে নতুন ভাবে রাস্তা তৈরি করে পাঁকা করুক বলে জানান তিনি।
যোগাযোগ করা হলে উপজেলার পাঁচন্দর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগ সভাপতি আব্দুল মতিন সকালের সময়কে বলেন, রাস্তাটি প্রায় শত বছর আগের তৈরি করা রাস্তা। ওই রাস্তার দুই ধারে বিভিন্ন ফলজ গাছও রয়েছে। অধ্যক্ষের সঙ্গে বসে সমাধান করে রাস্তা নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান চেয়ারম্যান।
তথ্যানুসন্ধানে জানা গেছে, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে স্থানীয় সংসদ ওমর ফারুক চৌধুরী ও উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নার উদ্যোগে ও সহযোগীতায় রাস্তাটি সরকারী ভাবে টেন্ডারের মাধ্যমে পাঁকাকরণ কাজ শুরু করা হয়েছে।
এব্যাপারে তানোর উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান সকালের সময়কে বলেন, রাস্তা নির্মাণে সংশ্লিষ্ট ঠিকাদারকে বাধাঁ প্রদান করে চলমান কাজ বন্ধ করা হয়েছে। আগামীকাল বুধবার তিনি তদন্ত করতে ওই এলকায় যাবেন। তারপরে পাঁকাকরণ কাজের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।
বিষয়টি নিয়ে তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ সকালের সময়কে বলেন, তিনি সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রাস্তাটি যেন পাঁকাকরণ করা যায় এজন্য সকল প্রক্রিয়া ও ব্যবস্থা গ্রহণ করবেন বলে গ্রামবাসীকে আশ্বাস দিয়েছেন বলেও জানান ইউএনও।
এমএসএম / এমএসএম

রায়পুর মেঘনা নদীতে মৎস্য কর্মকর্তার অভিযান কারেন্ট জাল, ইলিশ জব্দ

গোপালগঞ্জে উৎসবমুখর পরিবেশে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সলিমপুরে সন্ত্রাসী রোকন উদ্দিনের শাস্তির দাবীতে বিক্ষোভ

ক্রেতা সেজে ফেনসিডিল কারবারিকে গ্রেপ্তার

তানোরে নতুন এসিল্যান্ড শিব শংকর বসাকের যোগদান

গোপালগঞ্জে মহাত্মা লালন সাঁইজির ১৩৫তম তিরোধান দিবসে বিশেষ স্মরণানুষ্ঠান

লালমাই শান্তিনিকেতন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

এইচএসসি পরীক্ষা: শেরপুরের দুই কলেজে শতভাগ ফেল, পাসের হার কমেছে ১০ শতাংশ

রায়পুরা উপজেলা বিএনপির আব্দুর রহমান খোকনই একমাত্র ঐক্যের প্রতীক

জাঁকজমক ও আনন্দঘন পরিবেশে পাবনা জেলার ১৯৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নওগাঁয় হারিয়েছে প্যাডেল চালিত রিকশাঃ ভরসা এখন ব্যাটারি চালিত অটোরিকশা

বীর মুক্তিযোদ্ধা হুমায়ন মিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

রাজস্থলীতে নিয়ন্ত্রন হারিয়ে বাস খাদে, আহত ১
Link Copied