ঢাকা শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

পটিয়া সদরে ঝূঁকিপূর্ণ বাঁশের সাঁকো : চলাচলে দুর্ভোগ


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৩-৬-২০২১ দুপুর ১২:৯

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় আল্লাই-ওখাড়ার উত্তর পাড়া এলাকায় রাস্তা ভেঙে খালে পরিণত হলে বাঁশের সাঁকো দিয়ে চলাচল করে আসছে এলাকাবাসী। বাঁশের সাঁকোটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ঝূঁকিপূর্ণ সাঁকোর ওপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন পার হচ্ছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীসহ কয়েকশ নারী পুরুষ। পারাপারে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে স্থানীয়রা জানান। 

বাঁশের সাঁকোটিও কয়েক বছর ধরে স্থানীয়রা অর্থাভাবে মেরামত করতে না পারায় পারাপার হতে গিয়ে প্রতিনিয়তে দুর্ঘটনার শিকার হচ্ছে স্থানীয়রা। এমন দুর্ঘটনায় অনেক নারী পুরুষ আহত হয়ে চমেক হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাও নিয়েছেন বলে জানা গেছে। স্থানীয়রা বিষয়টি পৌর মেয়র ও কাউন্সিলরকে জানানোর পরও কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলে জানান। সাঁকোটি দ্রুত সংস্কার অথবা পাকা সেতু নির্মাণ করার জন্য জাতীয় সংসদের হুইপ ও পটিয়ার এমপি সামশুল হক চৌধুরীর সুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসী।

জানা গেছে, পটিয়া পৌরসভায় ১নং ওয়ার্ডের ওখাড়া উত্তরপাড়া এলাকার নাইখাইন খালপাড় ঘেঁষে সড়ক ছিল। এই সড়কটিতে ১০-১৫টি পরিবারের লোকজন যাতায়াত করত, সেখানে হযরত মালেক শাহ (রা)-এর একটি আস্তানাও রয়েছে। সড়কটি ভাঙতে ভাঙতে পুরো রাস্তাটি খালের মধ্যে বিলীন হয়ে যায়। খালের ওপর বাঁশের সাঁকো তৈরি করে চলাচল করেন স্থানীয়রা। ঝুঁকিপূর্ণ সাঁকো পার হয়ে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে হযরত মালেক শাহ (রা)-এর আস্তানা জিয়ারত করতে আসা লোকেরাও ভোগান্তিতে পড়ছেন। ঝূকিপূর্ণ সাঁকো পার হয়ে বসবাস করা পরিবারগুলোর মধ্যে মো. মাসুদসহ ৩ পরিবার, মজলিশ খাতুনের ছেলে-মেয়েসহ ৫টি পরিবার, দিলুয়ারা বেগমের ২ পরিবার, মো. ইদ্রিস ফকিরের ৪ পরিবারসহ প্রায় ১৫-২০টি পরিবার রয়েছে।

জানা যায়, ২০১০ সালের দিকে পটিয়া পৌরসভার তৎকালীন মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশীদ ও স্থানীয় কাউন্সিলরের সহযোগিতায় বাঁশের সাঁকো ও কিছু অংশে পাকা সেতু নির্মাণ হয়। এরপর অদৃশ্য কারণে সেতুর বাকি অংশের কাজ শেষ না করে দীর্ঘ ১০ বছর ধরে ফেলে রাখে।

এ বিষয়ে মাসুদ নামের এক ব্যক্তি জানান, এক সময়ে এটি রাস্তা থাকলেও খালের পানির ঢলে সড়কটি বিলীন হয়ে খালে পরিনত হয়েছে। খালের ওপর বাঁশের সাঁকো বানিয়ে চলাচল করে আসছি আমরা। দ্রুত সংস্কার না হলে খালের ভাঙন দিনদিন ‍আরো বাড়বে বলে তিনি জানান।

এ বিষয়ে পটিয়া পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নাছির জানান, বিষয়টি আমি জানার পর মেয়র মহোদয়ের সাথে আলাপ করেছি। আশা করি দ্রুততম সময়ের মধ্যে সাঁকোটি সংস্কার অথবা সেতুর বাকি অংশের কাজ শেষ করা হবে।

এ বিষয়ে পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল বলেন, শুনেছি এলাকাটি পৌরসভার মধ্যে পড়েনি। এলাকাবাসী যদি বিষয়টি নিয়ে পৌরসভার সহযোগিতা চান আমি চেষ্টা করব সাঁকোটি সংস্কার অথবা সেতুর বাকি কাজগুলো দ্রুত শেষ করতে।

এমএসএম / জামান

উন্নয়নের বাইরে চর কলাতলী : অবহেলায় মানবেতর জীবন, আশ্বাসেই আটকে প্রশাসনিক উদ্যোগ

ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, বৈষম্যবিরোধী ছাত্রনেতা কারাগারে

শেরপুরের নালিতাবাড়ি উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা

নোয়াখালীতে আবাসিক হোটেল থেকে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার ২

শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কবলে বাসসহ একাধিক গাড়ির সংঘর্ষে আহত দশজন

গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪২০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

খালিয়াজুরীতে রাজনৈতিক মামলায় জামায়াত কর্মী গ্রেপ্তারে জামায়াতের ক্ষোভ প্রকাশ

বাগেরহাটের পল্লীতে আগুন লেগে দরিদ্র বৃদ্ধার মৃত্যু

ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে স্থবির কুড়িগ্রামের জনজীবন

রাষ্ট্রীয় শোক দিবস পালনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সাভারে অবস্থিত ভিসন গ্রুপের ১লা জানুয়ারি সাংস্কৃতিক অনুষ্ঠান পালন

বারহাট্টার বাজারে শীতকালীন সবজি এলেও চড়া দামে হতাশ ক্রেতারা

দোহাজারী রেলস্টেশনে প্রান্তিক কৃষকদের কৃষিপণ্য পরিবহনে লাগেজ কোচ চলাচলের উদ্বোধন

কেশবপুরে কালিয়ারই এস.বি.এল মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ