ঢাকা রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

পটিয়া সদরে ঝূঁকিপূর্ণ বাঁশের সাঁকো : চলাচলে দুর্ভোগ


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৩-৬-২০২১ দুপুর ১২:৯

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় আল্লাই-ওখাড়ার উত্তর পাড়া এলাকায় রাস্তা ভেঙে খালে পরিণত হলে বাঁশের সাঁকো দিয়ে চলাচল করে আসছে এলাকাবাসী। বাঁশের সাঁকোটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ঝূঁকিপূর্ণ সাঁকোর ওপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন পার হচ্ছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীসহ কয়েকশ নারী পুরুষ। পারাপারে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে স্থানীয়রা জানান। 

বাঁশের সাঁকোটিও কয়েক বছর ধরে স্থানীয়রা অর্থাভাবে মেরামত করতে না পারায় পারাপার হতে গিয়ে প্রতিনিয়তে দুর্ঘটনার শিকার হচ্ছে স্থানীয়রা। এমন দুর্ঘটনায় অনেক নারী পুরুষ আহত হয়ে চমেক হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাও নিয়েছেন বলে জানা গেছে। স্থানীয়রা বিষয়টি পৌর মেয়র ও কাউন্সিলরকে জানানোর পরও কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলে জানান। সাঁকোটি দ্রুত সংস্কার অথবা পাকা সেতু নির্মাণ করার জন্য জাতীয় সংসদের হুইপ ও পটিয়ার এমপি সামশুল হক চৌধুরীর সুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসী।

জানা গেছে, পটিয়া পৌরসভায় ১নং ওয়ার্ডের ওখাড়া উত্তরপাড়া এলাকার নাইখাইন খালপাড় ঘেঁষে সড়ক ছিল। এই সড়কটিতে ১০-১৫টি পরিবারের লোকজন যাতায়াত করত, সেখানে হযরত মালেক শাহ (রা)-এর একটি আস্তানাও রয়েছে। সড়কটি ভাঙতে ভাঙতে পুরো রাস্তাটি খালের মধ্যে বিলীন হয়ে যায়। খালের ওপর বাঁশের সাঁকো তৈরি করে চলাচল করেন স্থানীয়রা। ঝুঁকিপূর্ণ সাঁকো পার হয়ে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে হযরত মালেক শাহ (রা)-এর আস্তানা জিয়ারত করতে আসা লোকেরাও ভোগান্তিতে পড়ছেন। ঝূকিপূর্ণ সাঁকো পার হয়ে বসবাস করা পরিবারগুলোর মধ্যে মো. মাসুদসহ ৩ পরিবার, মজলিশ খাতুনের ছেলে-মেয়েসহ ৫টি পরিবার, দিলুয়ারা বেগমের ২ পরিবার, মো. ইদ্রিস ফকিরের ৪ পরিবারসহ প্রায় ১৫-২০টি পরিবার রয়েছে।

জানা যায়, ২০১০ সালের দিকে পটিয়া পৌরসভার তৎকালীন মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশীদ ও স্থানীয় কাউন্সিলরের সহযোগিতায় বাঁশের সাঁকো ও কিছু অংশে পাকা সেতু নির্মাণ হয়। এরপর অদৃশ্য কারণে সেতুর বাকি অংশের কাজ শেষ না করে দীর্ঘ ১০ বছর ধরে ফেলে রাখে।

এ বিষয়ে মাসুদ নামের এক ব্যক্তি জানান, এক সময়ে এটি রাস্তা থাকলেও খালের পানির ঢলে সড়কটি বিলীন হয়ে খালে পরিনত হয়েছে। খালের ওপর বাঁশের সাঁকো বানিয়ে চলাচল করে আসছি আমরা। দ্রুত সংস্কার না হলে খালের ভাঙন দিনদিন ‍আরো বাড়বে বলে তিনি জানান।

এ বিষয়ে পটিয়া পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নাছির জানান, বিষয়টি আমি জানার পর মেয়র মহোদয়ের সাথে আলাপ করেছি। আশা করি দ্রুততম সময়ের মধ্যে সাঁকোটি সংস্কার অথবা সেতুর বাকি অংশের কাজ শেষ করা হবে।

এ বিষয়ে পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল বলেন, শুনেছি এলাকাটি পৌরসভার মধ্যে পড়েনি। এলাকাবাসী যদি বিষয়টি নিয়ে পৌরসভার সহযোগিতা চান আমি চেষ্টা করব সাঁকোটি সংস্কার অথবা সেতুর বাকি কাজগুলো দ্রুত শেষ করতে।

এমএসএম / জামান

কর্ণফুলীতে সংবাদ সম্মেলনে ভূমি বিরোধে মিথ্যা প্রতিবেদন দাখিলের অভিযোগ

মানিকগঞ্জে স্কুল শিক্ষার্থীকে ছুরিকাঘাত: হাসপাতালে মৃত্যু

কুড়িগ্রামে টিসিভি টিকাদান ক্যাম্পেইন শুরু

গোপালগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করলেন ডিসি মুহম্মদ কামরুজ্জামান

চাঁদাবাজির অভিযোগ নিয়ে অস্ত্র শাখার দায়িত্বে আরএনবির আনোয়ার

ত্রিশালে বিএনপিনেতার মৃত্যুতে স্বরণসভা ও দোয়া মাহফিল

নেত্রকোনার কলমাকান্দায় দাখিল মাদ্রাসার কমিটি গঠনে অনিয়মের অভিযোগে অভিভাবকদের ক্ষোভ

কুমিল্লায় জামায়াতের জুলাই সনদ ও পিআরসহ ৫দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান

হাসিনাকে 'মা' ডাকা আশুলিয়ার আঃলীগ নেত্রী গাজী নাছরিন আক্তার নাজ এখনো মামলাহীন ধরাছোঁয়ার বাইরে

আ'লীগ- বিএনপি মিলেমিশে রায়পুরে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনে বেপরোয়া

মাগুরায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা

বাঘায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

নোয়াখালী বিভাগের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন