ঢাকা বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

সাটুরিয়ায় স্ত্রী করালো স্বামীকে অপহরণ: ৬ অপহরণকারী গ্রেফতার


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৭-৪-২০২২ বিকাল ৬:৩৬
মানিকগঞ্জের সাটুরিয়ায় তানিয়া আক্তার নামে এক স্ত্রী কতৃক তার স্বামীকে অপহরণ করানোর ঘটনায় ৬ অপহরণকারীকে গ্রেফতার করেছে সাটুরিয়া থানা পুলিশ। এঘটনায় সাভারের একটি কথিত মাদকাসক্তি কেন্দ্র থেকে স্বামী রেজাউল করিমকে উদ্ধারসহ এ কাজে ব্যবহৃত একটি হায়েজ গাড়ি উদ্ধার করে পুলিশ। প্রযুক্তির সহায়তায় ঘটনার ৩ দিন পর তাকে উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয়। এঘটনায় সাটুরিয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে।
 
রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আশরাফুল আলম।
 
আটকরা হলেন, সাভার ব্যাংক কলোনী এলাকার আতিকুল ইসলাম (৪২), ফরিদপুর জেলার আলফাডাঙ্গার বরাইচ এলাকার নাসির আহম্মেদ (৩২),গাজীপুর জেলার কাশিমপুর উপজেলার সারদাগঞ্জ এলাকার আবুল কাইয়ুম (৩২), সাভার গেন্ডা এলাকার শহিদুল হক দিপু, ঢাকার বংশাল থানার চানখারপুর এলাকার সাজিদ হাসান বাবু (৪২), সাভার থানার রাজাশান এলাকার আব্দুল হাকিম (৫৫)।
 
মামলাসুত্রে জানা যায়, সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নের রেজাউল করিম (৩৪) ও তার স্ত্রী তানিয়া আক্তার (২৮) সাথে পারিবারিক ঝগড়া হয়। এর জের ধরে গত বৃহস্পতিবার (১৪ এপ্রিল) তারিখে বিকাল ৫ টার দিকে সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নের উত্তর আয়নাপুর গ্রামের বাশার মেম্বারের বাড়ী সামনে থেকে স্বামী রেজাউল করিমকে অজ্ঞাত কয়েকজন লোক একটি সাদা হায়েজ গাড়ী নিয়ে অপরহণ করে নিয়ে যায়। এরপর অনেক খুঁজাখোজি করেও তাকে না পাওয়ায় ঘটনার পরের দিন শুক্রবার (১৫ এপ্রিল) রেজাউলের পিতা সাটুরিয়া থানায় একটি সাধারণ ডায়রী করেন। 
 
পরে শনিবার (১৬ এপ্রিল) প্রযুক্তির সহাতায় সাটুরিয়া থানার এস আই মোক্তার হোসেন ফোর্স নিয়ে সাভারের ব্যাংক কলোনী এলাকায় অবস্থিত আমার মাদকাশক্তি নিরাময় কেন্দ্র নামক কথিত মাদকাসক্তি কেন্দ্র থেকে এ ঘটনার সাথে জড়িত ৬ আসামী, অপহরণকৃত রেজাউল এবং এ কাজে ব্যবহৃত হায়েজ গাড়িটিও উদ্ধার করে।
 
ভুক্তভোগী রেজাউল করিম জানান, আমার স্ত্রী তানিয়া আক্তার ঘটনার দিন মোবাইলে ফোন করে আমাকে তিল্লি বাজারে যেতে বলে। আমি তাদের কথামতো সেখানে গেলে বাশার মেম্বারের বাড়ির পাশ থেকে কোন কিছু না বলে আমাকে জোড়পূর্বক গাড়িতে তোলে নেয়। এরপর মারধর করলে আমি বলি রোজা রেখেছি। এ কথা বলার পর সিগারেট ধরিয়ে আমাকে খেতে বলে। আমি রোজা রয়েছি বললেও ওরা আমাকে মারপিট করার পর গাড়িতে করে নিয়ে যায়। এরপর সাভারের ব্যাংক কলোনীতে আমাকে নেওয়ার পর গরম পানি দিয়ে ১ ঘন্টা গোছল করায়। এরপর মেডিসিনযুক্ত খাবার দেয়। সে খাবার খেয়ে বমি করি। এরপর আমাকে গাঁজা ইয়াবাসহ সব ধরণের নেশা করতে বলে। আমি নেশা করতে অপারগতা প্রকাশ করলে চলে অমানবিক নির্যাতন। এই মাদকাশক্তি কেন্দ্রে আরো ১০/১২ জন রয়েছে। তাদের বিভিন্ন ধরণের নেশা ও ঔষধ দিয়ে পাগল বানিয়ে পরিবারের নিকট ২ থেকে ৩ লাখ টাকা চাঁদা দাবী করে তারা। তাদের চাহিদামতো টাকা দিতে না পারলে রোগীকে পাগল বানিয়ে ছেড়ে দেয় বলে সে জানায় ভুক্তভোগী রেজাউল করিম।
 
মামলার বাদী রেজাউলের বাবা মোঃ বহির উদ্দিন বলেন, আমার ছেলে ধুমপান করে না। সে কোন ধরণের সিগারেট খায় না। আগামী মে মাসের ৭ তারিখে আমার ছেলে রেজাউলের বিদেশ যাওয়ার কথা। বিদেশ যাওয়াকে কেন্দ্র করে ছেলের স্ত্রী তানিয়া সাভার থেকে একটি ভূয়া রিহ্যাব সেন্টার দেখিয়ে সন্ত্রাসী ভাড়া করে তানিয়া ও শাশুড়ী বাতাসী বেগম ছেলে রেজাউলকে অপহরণ করায়। ছেলে রেজাউলকে না পেয়ে অবশেষে সাটুরিয়া থানায় সাধারণ ডায়রী করি।
 
এ বিষয়ে আমার মাদকাশক্তি নিরাময় কেন্দ্রের পরিচালক মোঃ আতিকুর ইসলাম মিঠু বলেন, গত বৃহস্পতিবার রেজাউলের স্ত্রী তানিয়া তার স্বামীকে মাদকাশক্তি কেন্দ্রে ভর্তি করবে মর্মে ফরমে সহি স্বাক্ষর করে ভর্তি করেন। এরপর আমরা ওইদিন বিকালে তাদের সহযোগিতায় সাটুরিয়া এলাকা থেকে রেজাউলকে ধরে কেন্দ্রে নিয়ে আসি। তবে রেজাউল কোন নেশায় আসক্ত নয় বলে মনে হয়েছে।
 
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ভুক্তভোগীর বাবার অভিযোগের পেক্ষিতে অভিযান চালিয়ে রেজাউলকে উদ্ধার করা হয়। এছাড়া অপহরণকারীদের গ্রেফতারসহ অপহরণের কাজে ব্যবহৃত হায়েজ গাড়ি আটক করা হয়েছে। আটককৃতরা বিভিন্ন এলাকা থেকে লোক ধরে নিরাময় কেন্দ্রে আটকে রেখে অত্যাচার করত এবং পরে মুক্তিপণ দাবী করত। তবে রেজাউল করিম কোন ধরণের নেশা এমনকি সিগারেটও খায় না। আর যেহেতু সে নেশাগ্রস্থ নয় তাই রেজাউলকে তারা মাদক নিরাময় কেন্দ্রে রাখতে পারেন না। তাছাড়া তাকে বিভিন্ন ভাবে শারিরীক নির্যাতন করা হয়েছে, যা দন্ডনীয় অপরাধ। তারা ভূয়া মাদকাশক্তি নিরাময় কেন্দ্র অফিস করে মানুষের সাথে প্রতারণা করে আসছে। এ প্রতিষ্ঠানের সরকারি কোন অনুমোদন নেই। আমরা অপহরণ মামলা নিয়েছি এখন রেজাউলের স্ত্রী ও শাশুড়ীকে গ্রেফতার করতে পারলেই আসল রহস্য বের হয়ে আসবে বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

দুদকের নজরবন্দী খুলনার দশ ঠিকাদারী প্রতিষ্ঠান

অবহেলায় জরাজীর্ণ দুমকীর সরকারি কমিউনিটি সেন্টার

বাঁশখালী ও পেকুয়াতে সেনাবাহিনীর অভিযানে ৬ হাজার ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক

সড়ক দূর্ঘটনায় আহত খুকী রানী পরিবারকে অনুদানের চেক প্রদান

চন্দনাইশে স্বামীর হাতে স্ত্রী খুন:বাথরুমে লুকিয়ে রেখেছে লাশ

অভয়নগরে ১১বছরের শিশু ধর্ষণের অভিযোগে ফেরিওয়ালা আটক

চন্দনাইশে বাউন্ডারী ওয়ালের কাজ করতে গিয়ে বাঁধার সম্মুখীন: প্রতিবাদ করতে গিয়ে শিক্ষার্থীসহ আহত-২

ইমামকে থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন গ্রামবাসী

বাঘায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষ বিতরণ ও রোপণ কর্মসূচি

সুশিক্ষা ও সৎচরিত্রে বেড়ে উঠুক শিক্ষার্থীরাঃ জেলা প্রশাসক

কুমিল্লা সিটি কর্পোরেশনের নবাগত প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

চন্দনাইশে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য সম্পদ সংরক্ষণে গুরুত্বারোপ সেমিনার অনুষ্ঠিত

ঘোড়াঘাটে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা