ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

গলাচিপায় গৃহ ও ভূমিহীন পরিবারের পুনর্বাসন নিশ্চিতের লক্ষ্যে মতবিনিময়


মোস্তফা কামাল খান (গলাচিপা) photo মোস্তফা কামাল খান (গলাচিপা)
প্রকাশিত: ২২-৪-২০২২ বিকাল ৫:৭
পটুয়াখালীর গলাচিপায় মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন ‘ক’ শ্রেণির সকল পরিবারের পুনর্বাসনের জন্য ঘর নিশ্চিত করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ এপ্রিল) সকাল ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তন হলরুমে পটুয়াখালী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট (ডিসি) মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা (এমপি)।
 
বিশিষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ। আরও উপস্থিত ছিলেন গলাচিপা পৌর মেয়র আহসানুল হক তুহিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নুরুন্নবী, উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ কুমার দে, গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) শওকত আনোয়ার ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. নিজামউদ্দিন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ধলা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, প্রাথমিক শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মো. অলিউল্লাহ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী, উপজেলা যুব উন্নয়ন অফিসার আবদুর রশিদ খান, উপজেলা সমবায় অফিসার কামরুল আহসান মিঞা, গলচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়সহ ১২টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
 
পরে সকাল ১০টায় একই স্থানে গলাচিপা উপজেলায় সরকারি যাকাত তহবিলে যাকাত সংগ্রহের লক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নকৃত ক্যান্সার, কিডনি, লিভার, স্টকে প্যারালাইসেস, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীগের মাঝে এককালীন জনপ্রতি ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
 
 গলাচিপা উপজেলায় ৬৬ জন রোগীদের ৩৩ লক্ষ টাকার চেক বিতরণ করেন। জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘ক’ শ্রেণির অর্থাৎ ভূমিহীন ও গৃহহীন পরিবারদের শতভাগ পূনর্বাসন নিশ্চিত করার লক্ষে গলাচিপা উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় পৌর মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যান, ইউপি সদস্যদের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি আরো বলেন, আপনারা ইউনিয়ন পরিষদে বসে প্রতিটি ওয়ার্ডের মহল্লায় মহল্লায় গিয়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারদের খুঁজে বের করে আবেদন করাবেন।
আর যদি ভূমিহীন ও গৃহহীন পরিবার না থাকে তবে রেজুলেশনের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করবেন। প্রধান অতিথি এসএম শাহজাদা (এমপি) বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ১৮ কোটি মানুষের অভিভাবক হিসেবে দিন রাত কাজ করে যাচ্ছেন।
 
 সারাদেশে শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করেছেন। এখন বর্তমানে কেউ গৃহহীন থাকবে না বলে প্রধানমন্ত্রীর কার্যক্রম দ্রুত সম্পন্ন হচ্ছে। আপনারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। তিনি যেন সুস্থ থেকে দেশের সেবা করতে পারেন।

এমএসএম / জামান

ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ

নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট

সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা

ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান

মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা

নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ

সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা

জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা

ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫

চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ করায় হোটেল মালিকের জরিমানা