ঢাকা মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ধ্বংসের ষড়যন্ত্র


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ২৫-৪-২০২২ দুপুর ২:১২
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ধ্বংস করতে মরিয়া হয়ে উঠেছে একটি রাজনৈতিক চক্র। বন্দর ধ্বংস করতে ওই চক্রটি ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের কমিটি নিয়ে চালিয়ে যাচ্ছে নানা ষড়যন্ত্র। আর এ ষড়যন্ত্রের শিকার হয়ে ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের কমিটিকে করা হয়েছে প্রশ্নবিদ্ধ। ফলে ভাঙা-গড়ার খেলা চলছে সাতক্ষীরা ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের কমিটি। আর এ খেলায় মেতে উঠেছে ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের কিছু অসাধু নেতা ও খুলনা বিভাগীয় শ্রম অধিদপ্তরের পরিচালক মিজানুর রহমান।
 
জানা যায়, সিঅ্যান্ডএফ সদস্য এজাজ আহমেদ স্বপনের দায়ের করা হাইকোর্টে একটি রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে শ্রম আদালতের নির্দেশনায় ২০২১ সালের ৩০ নভেম্বর এজাজ আহমেদ স্বপনকে আহ্বায়ক এবং আশরাফুজ্জামান আশু, মিজানুর রহমান, মাকসুদ খান ও রামকৃষ্ণ চক্রবর্তীকে সদস্য করে পাঁচ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করে ৪৫ দিনের মধ্যে নির্বাচনের নির্দেশ দেয়া হয়। এজাজ আহমেদ স্বপনের সিঅ্যান্ডএফ লাইসেন্স নিয়ে জটিলতা দেখা দিলে শ্রম আদালতের নির্দেশনায় গত ১৪ মার্চ তার পরিবর্তে মাকসুদ খানকে আহ্বায়ক করে একটি কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটি ঘোষণার ৮ দিন পর স্বপন তার লাইসেন্স জটিলতা কাটিয়ে উঠলে হাইকোর্ট ডিভিশন বেঞ্চের আদেশের পরিপ্রেক্ষিতে গত ২২ মার্চ শ্রম আদালত কর্তৃক তাকে আবারো আহ্বায়ক পদে পুনর্বহাল করা হয়। তার কয়েক দিন পরই শ্রম আদালতের নির্দেশনায় আহ্বায়ক এজাজ আহমেদ স্বপনকে সরিয়ে মিজানুর রহমানকে আহ্বায়ক করে চার সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
 
আর প্রতিবারই কমিটি ভাঙা-গড়া খেলার সময় গোপনে নেয়া হয় লাখ লাখ টাকা। এরপরও ষড়যন্ত্র থেমে থাকে না জেলা আওয়ামী লীগের বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপনের বিরুদ্ধে। তাকে বিভিন্ন অপবাদ দিয়ে ভোমরা স্থলবন্দরকে ধ্বংস করতে এ ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে তারা। জেলা আওয়ামী লীগের বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের আহ্বায়কের দায়িত্ব পালনকালে বন্দরের ব্যবসায়ীদের স্বার্থে ভারতে ট্রাকে চাঁদাবাজি বন্ধে বিভিন্ন আন্দোলন গড়ে তোলেন। এছাড়া বন্দরের শ্রমিকদের জন্য পানির পাম্প নির্মাণ, ৫ লাখ টাকার টয়লেট নির্মাণসহ বন্দরে বিভিন্ন সেবামূলক কাজ করার লক্ষ্যে এগিয়ে যেতে থাকেন।
 
ঠিক সে সময় ষড়যন্ত্র শুরু হয় স্বপনের বিরুদ্ধে। সর্বশেষ গত ২৯ মার্চ আহবায়ক কমিটির ৪ সদস্য এক বৈঠকে বসে এজাজ আহমেদ স্বপনকে অপসারণহ তার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, তহবিল তছরুপ, দুর্নীতি এবং সঠিক ভোটার তালিকা করে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের ব্যর্থতার অভিযোগ আনেন। এরপর শ্রম আদালতের নির্দেশনায় গত ১১ এপ্রিল মিজানুর রহমানকে তার স্থলাভিষিক্ত করেন।
 
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের বাণিজ্য বিষয়ক সম্পাদক ও ভোমরা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাবেক আহ্বায়ক শেখ এজাজ আহমেদ স্বপন বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা ও বানোয়াট। কমিটির অর্থ উত্তোলন করতে হলে দুজনের স্বাক্ষরে করতে হয়। অতএব অর্থ আত্মসাৎ ও দুর্নীতির কোনো প্রশ্নই আসে না। তাছাড়া আমি কমিটির সকলের মতামত নিয়ে সিদ্ধান্ত নিয়েছি। আমি আহ্বায়কের দায়িত্বে থাকার সময় নির্বাচনের তারিখ ঘোষণা করি। কিন্তু নির্বাচনের তারিখ আসার আগেই আমাকে ওই পদ থেকে সরিয়ে দেয়া হয়।
 
এদিকে, ভোমরা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের বারবার কমিটি পরিবর্তন নিয়ে সাধারণ সদস্যদের মধ্যে অসন্তোষ ও ক্ষেভের সৃষ্টি হয়েছে। তারা অভিযোগ করে বলছেন, প্রতিবারই এই কমিটি গঠন নিয়ে চলছে টাকার খেলা।
 
এ ব্যাপারে খুলনা বিভাগীয় শ্রম অধিদপ্তরের পরিচালক মিজানুর রহমান বলেন, কমিটির বাকি সদস্যরা স্বপনের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করাসহ বিভিন্ন অভিযোগ করেছেন। এজন্য কমিটি পরিবর্তন করা হয়েছে। কোনো আর্থিক লেনদেন করা হয়নি।

এমএসএম / জামান

মহেশপুরে আলমসাধুর ধাক্কায় মোটরসাইকেল চালক কলেজ ছাত্র নিহত

ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান

‎সংবাদ প্রকাশের পর ডালারপাড়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসনসহ নৌপুলিশ

হাতিয়ায় ৬ হাজার ৪০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড

আল্লাহ ও রাসূলকে নিয়ে কটুক্তি করায় চাঁদপুরের পুরাণবাজারে বিক্ষোভ মিছিল

রায়গঞ্জে সেতুর অভাবে প্রতিদিনের যাতায়াত দুর্ভোগ, অর্ধলাখ মানুষের দুর্দশা

নোয়াখালীতে ট্রাকচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

নন্দীগ্রামে ব্লাড ডোনার ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

কুড়িগ্রাম-১আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাইফুর রহমান রানা

বিকেল ৩ টার পর অসহায় হয়ে পড়েন মনপুরা দ্বীপের দেড় লক্ষ মানুষ

রাজশাহী-১ আসনে এবি পার্টির মনোনীত প্রার্থী অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রহমান মুহসেনী

আসলাম চৌধুরীর বিএনপি থেকে পদত্যাগের খবর ভিত্তিহীন মিথ্যা

মৌলভীবাজার-১ আসনে ধানের শীষের কান্ডারি নাসির উদ্দিন আহমেদ মিঠু