চাক্তাই শিল্প ও ব্যবসায়ী সমিতির নামে বেপরোয়া চাঁদাবাজি

চট্টগ্রাম নগরীর চাক্তাই শিল্প ও ব্যবসায়ী সমিতির কথিত সভাপতির বিরুদ্ধে অবৈধভাবে চাঁদাবাজি ও সমিতির টাকা আত্মসাৎ ও নির্বাচন না দিয়ে গায়ের জোরে পদ ধরে রেখে বিভিন্ন অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়ার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সমিতির নামে পণ্যবাহী ট্রাক থেকে দৈনিক চাঁদাবাজি, ব্যবসায়ীদের বিরোধ মিঠানোর নামে টাকা আদায়, ব্যবসায়ীদের চাঁদার টাকায় সভাপতির পরিবারের অবৈধ ব্যবসা এবং জোরপূর্বক ক্ষমতা দখল এবং সরকার বিরোধী বিভিন্ন কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে সভাপতিসহ কয়েকজনের বিরুদ্ধে ।
জানা যায়, ব্যবসায়ীরা ১৯৯২-৯৩ সালে গঠন করেন চাক্তাই ব্যবসায়ী সমিতি। পরে কয়েকটি সংগঠন ভেঙ্গে ২০০৫ সালে চাক্তাই শিল্প ও ব্যবসায়ী সমিতি গঠন করা হয়। সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতি মো. হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক ছিলেন নুরুল আলম চৌধুরী। ২০১০-১১ সালের দিকে হায়দার চৌধুরীর কাছ থেকে জোরপূর্বক ক্ষমতা ছিনিয়ে নেয় বর্তমান সভাপতি হারুনুর রশিদ। অবৈধভাবে সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন। আর বর্তমান সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন ফরিদ উদ্দীন আহমেদ।
ব্যবসায়ীরা জানান, সমিতির নামে নিয়মিত চাঁদা আদায় হলেও সমিতির সদস্যদের কল্যাণে কোন কাজ করছে না। অবৈধ সমিতির কেরানি (সচিব) মো. ইউনুছকে দিয়ে সমিতির সভাপতি হারুনুর রশিদ টাকা উত্তোলন করেন। সমিতির সভাপতি হারুনুর রশীদের ছেলে মামুন ও মোরশেদ তাদের সহযোগী সালাউদ্দীনের সিন্ডিকেটে নিষিদ্ধ পলিথিন ব্যাগ, ছালাসহ চোরাকারবারি ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগও রয়েছে। সমিতির সাধারণ সদস্য রয়েছে প্রায় ১৪শ। ব্যবসার ধরন অনুসারে প্রতি দোকানে চাঁদার হার ৩০ কিংবা ৫০ টাকা শুরু করে ২৫০-৩০০ টাকা পর্যন্ত। এসব টাকা দিয়ে সমিতির অফিস ভাড়া ও সিকিউরিটি গার্ডদের বেতন দেওয়া হয়। চাক্তাই-খাতুনগঞ্জে দৈনিক ৬০০ থেকে ৭০০ মালবাহী ট্রাক আসা যাওয়া করেন। রাজাখালী চাক্তাই প্রবেশ করেত প্রতিট্রাকে ১৫০ টাকা চাঁদা। মাঝখানে টোকেন স্লিপ চেক করার নামে আবার ৫০ টাকা। গন্তব্য ছেড়ে যেতে পণ্যবাহী ট্রাক চামড়ার গুদাম হয়ে বের হওয়ার সময় আবারো ৫০ টাকা। দৈনিক প্রতি পণ্যবাহী ট্রাক থেকে চাঁদা নেওয়া হয় ২৫০ টাকা। এভাবে দৈনিক ৬শ ট্রাক থেকে চাঁদা নেওয়ার পরিমাণ দাঁড়ায় ১ লাখ ৫০ হাজার টাকা হারে প্রতি মাসে ৫০ লাখ টাকা চাঁদাবাজি করে আসছে।
ব্যবসায়ী সমিতির আয়-ব্যয়ের কোন হিসাব না দেয়ায় বর্তমান সভাপতি হারুনুর রশীদের অপকর্ম ও অনিয়ম দুর্নীতি প্রতিবাদ জানিয়ে সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর জামাল উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ চৌধুরী বাহাদুর, রাইচ মিল মালিক সমিতির সভাপতি ফরিদ উদ্দীন, ছালা পলিথিন ব্যবসায়ী সমিতির সভাপতি ও ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক আব্বাস উদ্দীন, ট্রাক সমিতির উপদেষ্টা নিজাম উদ্দীন কাজল, ব্যবসায়ী সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন মিন্টু পদত্যাগ করেছেন।
এ বিষয়ে ট্রাক সমিতির উপদেষ্টা নিজাম উদ্দীন কাজল সমিতির নামে ট্রাক প্রতি গণহারে চাঁদাবাজির কথা স্বীকার করেছেন। ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক ও কমিউনিটি পুলিশের সাবেক সভাপতি জসিম উদ্দীন মিন্টু বলেন, সমিতিতে বর্তমান সভাপতি কাউকে হিসাব দিচ্ছে না, সদস্যদের কাছে কোন ধরণের কৈফিয়ত না দেয়ায় আমি অনিয়ম দুর্নীতির প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করে চলে এসেছি দীর্ঘদিন ধরে নির্বাচন না হওয়ায় সমিতির সাধারণ সদস্যদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও কাউন্সিলর জামাল হোসেন সমিতির নির্বাচন ও হিসাব না দেয়ার প্রতিবাদ জানিয়ে সভাপতির সাথে অভিমান করে পদত্যাগ করার কথা স্বীকার করেছেন। সমিতির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দীন আহমদ জানান, সমিতির বিষয়ে সভাপতি ছাড়া আমার কোন কথা বলা নিষেধ রয়েছে, সমিতির বিষয়ে জানতে হলে সভাপতির সাথে কথা বলার জন্য অনুরোধ জানান। তবে নির্বাচন কখন হয়েছে এবং সমিতির কি পরিমান মাসিক ব্যায় এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি কিছুই জানেনা বলে জানান।
সভাপতি হারুনুর রশীদের সাথে যোগাযোগ করা হলে তিনি অসুস্থ জানিয়ে অফিসে এসে কথা বলার জন্য অনুরোধ জানান। পরে বিভিন্ন মানুষ দিয়ে নিউজটি না করার জন্য অনুরোধ জানান।
এসব অভিযোগের বিষয়টি স্বীকার করে চাক্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কারিমুজ্জামান বলেন, এসব ব্যপারে আড়ৎদারা আমাদের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছে আমরা তদন্ত করে দ্রুত ব্যবস্থা নিব।
এমএসএম / জামান

সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাফনদীর মোহনায় ট্রলার ডুবি, ৭জেলে উদ্ধার

বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময়

বাউফলে চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন

আদমদীঘিতে সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কার্যক্রম স্থগিতের দাবীতে স্মারকলিপি প্রদান

দৌলতপুরে মুখ বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

কমিউনিটি পুলিশিং সভা ও উদ্ধারকৃত মোবাইল-অর্থ হস্তান্তর: মেহেরপুর জেলা পুলিশের জনবান্ধব উদ্যোগ

ভূরুঙ্গামারীতে বাড়ি বাড়ি গিয়ে নবজাতক শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করছে উপজেলা প্রশাসন

পাবনায় ট্রিপল মার্ডারের রায়ে একজনের মৃত্যুদন্ড

গলাচিপা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে জামায়াতের এমপি পদ প্রার্থীর মত বিনিময় সভা
