ঢাকা শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

রাবির শহীদ মীর আব্দুল কাউয়ুম ইন্টারন্যাশনাল ডরমেটরির ওয়ার্ডেনের দায়িত্ব নিলেন নাট্যজন ড. রহমান রাজু


রাবি প্রতিনিধি photo রাবি প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৪-২০২২ দুপুর ৩:৩০
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের(রাবি) নাট্যকলা বিভাগের অধ্যাপক নাট্যজন ড. আতাউর রহমান (রহমান রাজু) বিশ্ববিদ্যালয়ের শহীদ মীর আব্দুল কাউয়ুম ইন্টারন্যাশনাল ডরমেটরির ওয়ার্ডেন হিসেবে দায়িত্ব নিয়েছেন। তিনি আগামী তিন বছরের জন্য আজ এ দায়িত্ব গ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের এ ডরমেটরিটি শুধুমাত্র দেশীয় ও আন্তর্জাতিক গবেষকদের জন্য বরাদ্দ দেয়া হয়।
 
ড. আতাউর রহমান গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে ১৯৯৯ সালে স্নাতক ও ২০০০ সালে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। ২০০৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সঙ্গীত বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। বর্তমানে তিনি নাট্যকলা বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। ‘বাংলাদেশের নাটক: বিষয় ও নির্মাণশৈলী (১৯৭১-২০০০)’ শিরোনামে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। মূলত প্রবন্ধ লেখালেখিতেই ঝোঁক বেশি তার। জাতীয় বিভিন্ন দৈনিকে কলাম লেখক হিসেবে তিনি সুপরিচিত।
 
ইতোমধ্যেই তার দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে ৪০টিরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে এবং বেশ কয়েকটি আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করেন তিনি। তার লেখা তিনটি মৌলিক বই (নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছোটগল্প আঞ্চলিক জীবন, থিয়েটার বিষয় ও বিন্যাসে এবং সাহিত্য সৃজনে মননে) বাংলা একাডেমিসহ বিভিন্ন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে।
 
ড. রাজুর সম্পাদনায় ৫টি গবেষণা পত্রিকা প্রকাশিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 'বঙ্গপুরাণ', 'সমাজ ও প্রগতি', 'চৈতন্যের আঙিনায়' ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের গবেষণা প্রত্রিকার ২য় ও ৩য় সংখ্যা সম্পাদক হিসেবে সম্পাদনা করেন তিনি। এ ছাড়াও তাঁর নাটক ও থিয়েটার বিষয়ক অনেক বই দেশের বিভিন্ন সুনামধন্য প্রকাশনী থেকে বের হয়েছে । তিনি সাত বছর ধরে থিয়েটার বিষয়ক পত্রিকা ‘আনর্ত’ সম্পাদনা করছেন। ইতিমধ্যে পত্রিকাটি দেশ-বিদেশে প্রসংশা কুড়িয়েছে। এর আগে তিনি দীর্ঘদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাহিত্য বিষয়ক ছোটকাগজ ‘চিহ্ন’ নির্বাহী প্রধান হিসেবে ১৮ বছর দায়িত্ব পালন করেছেন।
 
ড. আতাউর রহমান (রহমান রাজু) এর উল্লেখ্যযোগ্য নির্দেশনা হলো, চৈতন্যপুরাণ, শেষের কবিতা, যাত্রাপালা ‘পলাশী পুরাণ’ ও ‘ ধীনের অপেরার পালা’, 'নাটক বিফলে মূল্য ফেরত', 'অবিনাশীকাল'। এছাড়াও তিনি মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে পরিবেশনাট্য ‘জোহা হল কথা কয়’ এ নির্দেশনা দিয়ে দেশব্যাপী প্রসংশিত হয়েছেন। তিনি ৫ টি মৌলিক নাটক রচনা করেছেন, যেমন, চৈতন্য পুরাণ, আলোছায়া-১৪, জোহা হল কথা কয়, বঙ্গপুরাণ, কাঁদো কাদম্বরী। এছাড়া তিনি ইউজিসি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে ১০টি গবেষণা প্রকল্প বাস্তবায়ন করেছেন।
 
বিশ্ববিদ্যালয়সহ দেশজুড়ে তার সৃজনশীল কর্মকাণ্ড অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখছে। বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ডরমেটরীর দায়িত্ব পালনেও তিনি সৃজনশীলতার ছাপ রাখবেন বলে আশা করছে ডরমেটরীর গবেষকরা। গবেষকরা আরো মনে করেন, ডরমেটরিটি এবার আন্তর্জাতিক অঙ্গনে অবদান রাখবে ড. আতাউর রহমানের নেতৃত্বে।
 
উল্লেখ্য, তিনি এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ ও অনুষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও ডিন ছিলেন। এছাড়া, রাজশাহী বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের সভাপতির দায়িত্বও সফলতার সঙ্গে পালন করেছেন তিন বছর। 

এমএসএম / জামান

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার পুনঃনিয়োগ

পাস্ট ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি রউফ, সম্পাদক তন্নি

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পবিপ্রবির ৩ শিক্ষার্থী

রাবিতে শাটডাউন প্রত্যাহার, ক্লাস-পরীক্ষা বর্জন জাতীয়তাবাদী শিক্ষকদের

পিছানো হল চাকসু নির্বাচন

রাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ‘কমপ্লিট শাটডাউন’

১৬ অক্টোবর রাকসু নির্বাচন