মাত্র ২ মিনিটে ধ্বংসস্তূপে পরিণত হয় সাটুরিয়ার ১২টি গ্রাম
আজ ২৬ এপ্রিল, ১৯৮৯ সালের এই দিনে মানিকগঞ্জের সাটুরিয়ার উপর দিয়ে বয়ে যায় বাংলাদেশের ইতিহাসের প্রলয়ংকরী এক টর্নেডো। মাত্র ২ মিনিটের ওই ঝড়ে সবকিছু লণ্ডভণ্ড করে দিয়ে ধ্বংসস্তূপে পরিণত করে সাটুরিয়া বাজার ও আশপাশের ১২টি গ্রাম।
১৮০-৩৫০ কিলোমিটার বেগের সেই টনের্ডোতে বাজারে কোন ঘর বাড়ির অস্তিত্ব ছিলো না। এলাকাটি যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছিলো। লাশের গন্ধে চারপাশ ভারি হয়ে গিয়েছিলো। ১৯৮৯ সালের ভয়াবহ টর্নেডো রেকর্ড ভাঙা আবহাওয়া সংশ্লিষ্ট ঘটনা হিসেবে নথিভুক্ত করেছে জাতিসংঘের আবহাওয়া বিষয়ক সংস্থা (ডব্লিউএমও )।
জানা গেছে, ২৬ই এপ্রিলের টর্নেডোতে ছয় বর্গকিলোমিটার এলাকা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। আর এতে প্রাণ হারায় প্রায় ১,৩০০ মানুষ। এতে অঙ্গহানি হয় প্রায় ২ হাজারের মতো মানুষের, এছাড়া আহত হয় ১২ হাজার মানুষ। এমনকি গৃহহীন হয় প্রায় ১ লক্ষ মানুষ। এখনও অনেকেই সেই পঙ্গুত্ব বয়ে বেড়াচ্ছেন।
টর্নেডোর আঘাত সহ্য করে যারা বেঁচে আছে, তাদের মধ্যে সাটুরিয়া বাজারের ব্যবসায়ী খসরু জানায়, সাটুরিয়া বাসস্ট্যান্ডে বৃষ্টির কারণে একটি ঘরে সে অপেক্ষা করছিল। সর্বনাশা টর্নেডোর কারণে ঘরের সার্টার গেট এসে লাগে তার ডান হাতে। আজও খসরু একটি হাত হারিয়ে অন্য হাতে জীবিকা চালাচ্ছেন।
আইরমারা গ্রামের মোঃ মুক্তার আলী (৫৪) জানান, ঘটনার দিন বিকাল ৫টার দিকে আকাশটা কালো মেঘের ছায়ায় ঢেকে যায়। তুমুল বৃষ্টি শুরু হয়ে কিছুক্ষণের মধ্যেই ভয়াবহ টর্নেডোর আঘাতে সবকিছু লন্ডভন্ড হয়ে যায়। চারদিকে শুধু ধ্বংসস্তুপ। বাতাসের গতিবেগ এতো বেশি ছিল যে সাটুরিয়া নদীর উত্তর পাড়ে খাদ্য গুদামের সামনে থাকা একটি চাল বোঝাই ট্রাক বাতাসে উড়ে নদীর অপর পাড় নিয়ে ফেলেছিল।
তিনি আরও জানান, বিশেষ করে টর্নেডোর আঘাতে প্রায় শত বছরের প্রাচীন সাটুরিয়া বাজার সম্পর্ণভাবে বিধ্বস্ত হয়ে পড়ে। তৎকালীন প্রেসিডেন্ট হুসাইন মুহাম্মদ এরশাদহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ বিধ্বস্ত সাটুরিয়া উপজেলা পরিদর্শন করেছিলেন। তারা বিধ্বস্ত সাটুরিয়ার উন্নয়ন করার জন্য নানারকম প্রতিশ্রুতিও দিয়ে যান। কিন্তু তাদের দেয়া প্রতিশ্রুতি এখনও বাস্তবায়িত হয়নি।
এমএসএম / জামান
নড়াইলে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ
জুড়ীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি কোয়াব ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল
শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা
চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু
রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ
ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক
রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়
টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক
হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের
সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম
পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক