ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ডিএনএ দিবস উদযাপন


রাবি প্রতিনিধি photo রাবি প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৪-২০২২ দুপুর ৪:১১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিশ্ব ডিএনএ দিবস পালিত হয়েছে। সোমবার (২৫ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ক্লাবের উদ্যোগে ভার্চুয়াল প্ল্যাটফর্ম জুমে দিবসটি উদযাপন করা হয়। ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড (DNA) একটি নিউক্লিক অ্যাসিড, যা জীবদেহের গঠন ও ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে। সকল জীবের ডিএনএ জিনোম থাকে। 

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষিকা ড. হাসিনা খান বলেন, প্রতিটি জীনের নির্দিষ্ট কাজ থাকে। জিন যদি পরিবর্তিত হয়ে যায় তাহলে জিন তার আগের সে কাজ আর করতে পারেনা । ডিএনএ সিকোয়েন্স এনালাইসিস এর মাধ্যমে একটি কলোনিতে কতগুলা অনুজীব আছে, কি ধরনের অণুজীব আছে তা সহজেই নির্ণয় করা যায়। ডিএনএ এডিটিং এর মাধ্যমে জীবের বিভিন্ন ধরনের সমস্যা খুব সহজেই সমাধান করা যাচ্ছে। 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ফরহাদুল ইসলাম বলেন, ডিএনএ আবিষ্কারের মাধ্যমে চিকিৎসা, কৃষিসহ জীববিজ্ঞানের বিভিন্ন সেক্টরে যুগান্তকারী পরিবর্তন দেখা দিয়েছে। জিনোম সিকোয়েন্স আবিষ্কারের মাধ্যমে চিকিৎসাবিজ্ঞানের ডায়াগনসিস, থেরাপি, চিকিৎসাসহ সকল ক্ষেত্রে এক অভাবনীয় সাফল্য দেখা দিয়েছে।

স্বাগতা বৃতি রায় গুপ্তা এবং স্মরণ জাহান সরদারের সঞ্চালনায়, আবিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া এবং অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম উপস্থিত ছিলেন। এসময় ক্লাবের উপদেষ্টা, সদস্য এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জেমস ওয়াটসন, ফ্রান্সিস ক্রিক, মরিস উইলকিনস এবং রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন ১৯৫৩ সালের ২৫ শে এপ্রিল দ্বৈত হেলিক্স ডিএনএ আবিষ্কার করেছিলেন। যা আবিষ্কারে ফলে পৃথিবীতে মেডিসিন, ফরেনসিক এবং কৃষিখাতের দ্রুত উন্নতি হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট এবং হাউস অব রিপ্রেজেন্টেটিভস ২০০৩ সালে ২৫ এপ্রিলকে বিশ্ব ডিএনএ দিবস হিসেবে ঘোষণা করে।

এমএসএম / জামান

মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি

ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ

ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত

ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ

জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা

জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা

ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন

শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ

উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ

দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল

জকসু নির্বাচন: ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা