ঢাকা মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

নিখোঁজের ৫ বছরেও হদিস পাওয়া যায়নি কসবার জারু মিয়ার


এইচ এম মহিউদ্দিন, স্টাফ রিপোর্টার photo এইচ এম মহিউদ্দিন, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ২৭-৪-২০২২ দুপুর ১:৫০

নিখোঁজের ৫ বছরেও খোঁজ মেলেনি ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার লেশিয়ারা গ্রামের কৃষক জারু মিয়ার, ২০১৭ সালের মার্চের ২৭ তারিখে কোরানপুর বোনের বাড়ীতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর আর কোনো হদিস পায়নি পরিবার। বাড়ি ও আশপাশের এলাকায় খোঁজ না পেয়ে ছবিসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করে পরিবার। পরে নিখোঁজের বিবরণ দিয়ে ২০১৭ সালের ৩১ মার্চ কসবা থানায় সাধারণ ডায়েরি করা হয়, যার নং ১১৬০। 

নিখোঁজের ৫ বছর পর জারু মিয়ার ভাতিজা ও ছেলেদের সাথে বাড়ির রাস্তা নিয়ে বিরোধ হয় প্রতিবেশী সাকিল মিয়া গংদের সাথে। বিরোধকে কেন্দ্র করে মারামারি হয় জারু মিয়ার ভাতিজা মো. শিপন মিয়ার সাথে। মারধর আর হত্যার হুমকির সাথে চাচা জারু মিয়াকে গুম করছে বলে এবার তাদেরও গুম করার হুমকি দেয়। জারু মিয়াকে গুমের কথা স্বীকার করায় এবার জারু মিয়ার পরিবারসহ স্থানীয়দের মাঝে বিষয়টি  নিয়ে আলোচনার ঝড় ওঠে। 

অপরদিকে চাচা জারু মিয়া নিখোঁজ ও গুমের বিষয়টির রহস্য বের করতে হুমকিদাতা সাকিল মিয়া, সুরু মিয়া, বাচ্চু মিয়া, খালেক মিয়া, রমজান মিয়া, শাহ আলম, আলম মিয়া ও জয়দল মিয়াকে অভিযুক্ত করে গত ২০১৭ সালের ২৩ মার্চ ব্রাহ্মণবাড়িয়া আদালতে পেনাল কোডের ৩৬৪/৩৪ ধারায় মামলা দায়ের করেন ভাতিজা মো. শিপন মিয়া।

প্রতিবেশী সাকিল মিয়া গংরা ৫ বছর পর এমন হুমকি প্রদর্শন করায় চাচা জারু মিয়ার গুমের রহস্যের ধূম্রজাল এখন তার দিকে। আদালতে মামলা দায়ের করার পর মামলার তদন্ত থানা পুলিশকে দেয়ায় থানা পুলিশের সাথে সাকিল গংরা প্রভাব বিস্তার করে মিথ্যা রিপোর্ট দেয়ার নারাজি দেন মামলার বাদী মো. শিপন মিয়া। বর্তমানে মামলার সঠিক তদন্ত ও সাক্ষী-প্রমাণের ওপর ভিত্তি করে মামলা পুনঃতদন্তের ভার দেয়া হয় পিবিআইকে।

এ বিষয়ে মামলার বাদী শিপন মিয়া বলেন, যেহেতু আমার চাচা জারু মিয়া নিখোঁজের ৫ বছর পর তারা চাচাকে গুম করেছে ও আমাকেও গুম করে ফেলবে বলে হুমকি দিয়ে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই চাচা জারু মিয়াকে তারাই গুম করেছে। চাচাকে গুম করা ও আমাকে মারধর করার সঠিক বিচার চাই। 

এ বিষয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেন, বিষয়টি নিয়ে আমরা আদালতের চিঠি পেয়েছি। মামলাটি সঠিক তদন্তের মাধ্যমে রিপোর্ট আদালতে প্রেরণ করা হবে। পিবিআই সব সময় মানুষের পাশে থেকে কাজ করে। আমি আশা করব, আমার তদন্ত অফিসার তথ্য ডুকুমেন্টের ভিত্তিতে মূল ঘটনা খুঁজে বের করবে।

এমএসএম / জামান

হাইমচর মেঘনায় ইলিশ শিকারের দায়ে দুই জেলের কারাদণ্ড

শেরপুরে আওয়ামী লীগ নেতা চন্দন কুমার পালের পাসপোর্ট জব্দ ও দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ

ন্যায়বিচার ও মানবিকতায় প্রশংসায় ভাসছেন তানোর থানার (ওসি) আফজাল হোসেন

গোপালগঞ্জ-ঢাকা রুটে সরাসরি ট্রেন চালুর প্রস্তাব জেলা প্রশাসকের

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

বিশ্ব বসতি দিবস ২০২৫ উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় দুর্নীতি ও অনিয়র অভিযোগে সিভিল সার্জনের অপসারণের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে দক্ষিণ বাংলা সমাজকল্যাণ সংস্থার চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত,

বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে জাল দলিল ও প্রতারণার অভিযোগে মানববন্ধন

কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, ১২২৭ হেক্টর ফসলি জমি পানিতে নিমজ্জিত

মানিকগঞ্জে স্বর্ণের দোকানে লুটের ঘটনায় মূলহোতা দোকানের মালিকসহ গ্রেফতার ৩

জীবননগর হাসপাতালে শয্যা ও চিকিৎসক সংকট, ভোগান্তিতে সাধারণ রোগী

গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত