মাদারীপুরে প্রতিবন্ধী ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য ও ঈদসামগ্রী বিতরণ
প্রতিবন্ধী শিশু শিক্ষা ও সেবা সংস্থার (প্রশিসেস) আয়োজন রোববার (১ মে) ৩০০ প্রতিবন্ধী ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য ও ঈদসামগ্রী বিতরণ করা হয়েঠে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশু, প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে প্রধান অতিথি হিসেবে এই খাদ্য ও ঈদসামগ্রী বিতরণ করেন জাতীয় প্রতিবন্ধী ফোরামের মহাসচিব, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক ও প্রশিসেস-এর নির্বাহী পরিচালক ড. সেলিনা আখতার।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত- ছিলেন মাদারীপুর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আকবর হোসেন হাওলাদার, প্রশিসেস-এর প্রধান সমন্বয়কারী আবীর মাহমুদ ইমরান। ঈদ সামগ্রী হিসেবে ৩০০ প্রতিবন্ধী ও দুস্থ পরিবারের মাঝে লুঙ্গি, কাপর, পাঞ্জাবী ও চাল, ডাল, সেমাই, চিনি, দুধসহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রশিসেস-এর অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, দুস্থ নারী-পুরুষ, প্রতিবন্ধী, অটিজম বৈশিষ্ট সম্পন্ন শিশুসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জামান / জামান