ঢাকা বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

কর্মস্থল রাজধানীতে ফিরতে পাটুরিয়া ঘাটে যাত্রীদের চাপ


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৭-৫-২০২২ দুপুর ৪:৫১
ঈদুল ফিতরের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার নানা শ্রেণি-পেশার মানুষ। দৌলতদিয়া ঘাট থেকে প্রতিটি ফেরি ও লঞ্চ পরিপূর্ণ যাত্রী নিয়ে পাটুরিয়া ঘাটে পৌঁছাচ্ছে। এতে দেশের দক্ষিণাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলো থেকে ঢাকার প্রবেশমুখ পাটুরিয়া ঘাটে বাড়তে শুরু করছে যানবাহনের পাশাপাশি যাত্রীদের বাড়তি চাপ।
 
তবে যাত্রীবাহী বাসের তুলনায় ছোট গাড়ি ও মোটরসাইকেলের সংখ্যা বেশি দেখা যায়। প্রচণ্ড রোদের কারনে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। 
 
শনিবার (৭ মে) দুপুরে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকায় এমন চিত্র দেখা যায়। এদিকে যাত্রীদের চাপ বাড়ার সুযোগে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে বাসচালকসহ অন্যন্য যান চালকদের বিরুদ্ধে। তবে সময়মতো গন্তব্য স্থলে পৌঁছানোর তাগিদে বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়েই পৌঁছাতে হচ্ছে যাত্রীদের।
 
সাভারগামী সালমা আক্তার বলেন, অনেকদিন পর এবার ঈদে বাড়িতে সবার সঙ্গে ঈদ করতে পারলাম। আত্বীয় স্বজনদের সাথে আনন্দ ভাগাভাগি করে ঈদ পালন করেছি তাই ফিরতে দেরি হয়ে গেল। কর্মস্থলে ফিরতে ঘাটে অপেক্ষা করছি। ঘাটে জ্যাম থাকার কারনে জন্য ২ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। আগামীকাল থেকে চাকরিতে যোগদান করতে হবে। না হলে সমস্যা হবে। তাই বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে ঢাকায় যাচ্ছি।
 
মিরপুরগামী মালেক মিয়া বলেন, আমি একটি গার্মেন্টসে শ্রমিকের কাজ করি। আগামীকাল থেকে কাজে যোগদান করতে হবে। কিন্তু ঘাটে অনেক সময় লাগছে। এই গরমের মধ্যে ছেলে সন্তানকে নিয়ে অনেক কষ্ট হচ্ছে। 
 
আমীর হোসেন নামে এক ব্যক্তি বলেন, আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। অনেক কষ্টে ফেরি পার হয়েছি কিন্তু ঘাটে এসে দেখি, ঘাটে কোনো যাত্রীবাহী বাস নাই। এ কারণে রোদের মধ্যে কষ্ট করে হেটে বাস টার্মিনালে যাচ্ছি।
 
বিআইডাব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শাহ খালেদ নেওয়াজ বলেন,  রাজধানীমুখী কর্মজীবী মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ২১টি ফেরিতে যাত্রী এবং যানবাহন পারাপার করা হচ্ছে। পাটুরিয়া ঘাটে ফেরি পারের যাত্রীদের চাপ নেই। তবে দৌলতদিয়া থেকে আসা ঢাকামুখী মানুষের চাপ আছে। ঘাট পার হলে বাসের দেখা পাচ্ছেন যাত্রীরা। পাটুরিয়া ঘাটে ফেরি আনলোড হওয়ার পর যাত্রী থাকলে যাত্রী নিয়ে দৌলতদিয়া যায়। অনেক সময় যাত্রী না থাকলে খালি যায় বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

অভয়নগরে ১১বছরের শিশু ধর্ষণের অভিযোগে ফেরিওয়ালা আটক

চন্দনাইশে বাউন্ডারী ওয়ালের কাজ করতে গিয়ে বাঁধার সম্মুখীন: প্রতিবাদ করতে গিয়ে শিক্ষার্থীসহ আহত-২

ইমামকে থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন গ্রামবাসী

বাঘায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষ বিতরণ ও রোপণ কর্মসূচি

সুশিক্ষা ও সৎচরিত্রে বেড়ে উঠুক শিক্ষার্থীরাঃ জেলা প্রশাসক

কুমিল্লা সিটি কর্পোরেশনের নবাগত প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

চন্দনাইশে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য সম্পদ সংরক্ষণে গুরুত্বারোপ সেমিনার অনুষ্ঠিত

ঘোড়াঘাটে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ইউনিয়ন প্রশাসক কে মব সৃষ্টি করে আটকে রাখার অভিযোগ

মহেশখালীর নৌরুট ব্যবহার করে অভিনব পদ্ধতিতে অস্ত্র পাচার, অবশেষে পুলিশের হাতে আটক ৩

তানোরে যৌতুক মামলায় দারোগা কারাগারে

রায়গঞ্জের ধামাইনগর ইউপিতে ভিডাব্লিউবি কার্ডের বই বিতরণ

ভূরুঙ্গামারীতে স্বাস্থ্য দপ্তরের ফ্রি টাইফয়েড টিকা নিতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।