কর্মস্থল রাজধানীতে ফিরতে পাটুরিয়া ঘাটে যাত্রীদের চাপ
ঈদুল ফিতরের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার নানা শ্রেণি-পেশার মানুষ। দৌলতদিয়া ঘাট থেকে প্রতিটি ফেরি ও লঞ্চ পরিপূর্ণ যাত্রী নিয়ে পাটুরিয়া ঘাটে পৌঁছাচ্ছে। এতে দেশের দক্ষিণাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলো থেকে ঢাকার প্রবেশমুখ পাটুরিয়া ঘাটে বাড়তে শুরু করছে যানবাহনের পাশাপাশি যাত্রীদের বাড়তি চাপ।
তবে যাত্রীবাহী বাসের তুলনায় ছোট গাড়ি ও মোটরসাইকেলের সংখ্যা বেশি দেখা যায়। প্রচণ্ড রোদের কারনে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের।
শনিবার (৭ মে) দুপুরে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকায় এমন চিত্র দেখা যায়। এদিকে যাত্রীদের চাপ বাড়ার সুযোগে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে বাসচালকসহ অন্যন্য যান চালকদের বিরুদ্ধে। তবে সময়মতো গন্তব্য স্থলে পৌঁছানোর তাগিদে বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়েই পৌঁছাতে হচ্ছে যাত্রীদের।
সাভারগামী সালমা আক্তার বলেন, অনেকদিন পর এবার ঈদে বাড়িতে সবার সঙ্গে ঈদ করতে পারলাম। আত্বীয় স্বজনদের সাথে আনন্দ ভাগাভাগি করে ঈদ পালন করেছি তাই ফিরতে দেরি হয়ে গেল। কর্মস্থলে ফিরতে ঘাটে অপেক্ষা করছি। ঘাটে জ্যাম থাকার কারনে জন্য ২ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। আগামীকাল থেকে চাকরিতে যোগদান করতে হবে। না হলে সমস্যা হবে। তাই বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে ঢাকায় যাচ্ছি।
মিরপুরগামী মালেক মিয়া বলেন, আমি একটি গার্মেন্টসে শ্রমিকের কাজ করি। আগামীকাল থেকে কাজে যোগদান করতে হবে। কিন্তু ঘাটে অনেক সময় লাগছে। এই গরমের মধ্যে ছেলে সন্তানকে নিয়ে অনেক কষ্ট হচ্ছে।
আমীর হোসেন নামে এক ব্যক্তি বলেন, আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। অনেক কষ্টে ফেরি পার হয়েছি কিন্তু ঘাটে এসে দেখি, ঘাটে কোনো যাত্রীবাহী বাস নাই। এ কারণে রোদের মধ্যে কষ্ট করে হেটে বাস টার্মিনালে যাচ্ছি।
বিআইডাব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শাহ খালেদ নেওয়াজ বলেন, রাজধানীমুখী কর্মজীবী মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ২১টি ফেরিতে যাত্রী এবং যানবাহন পারাপার করা হচ্ছে। পাটুরিয়া ঘাটে ফেরি পারের যাত্রীদের চাপ নেই। তবে দৌলতদিয়া থেকে আসা ঢাকামুখী মানুষের চাপ আছে। ঘাট পার হলে বাসের দেখা পাচ্ছেন যাত্রীরা। পাটুরিয়া ঘাটে ফেরি আনলোড হওয়ার পর যাত্রী থাকলে যাত্রী নিয়ে দৌলতদিয়া যায়। অনেক সময় যাত্রী না থাকলে খালি যায় বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
নড়াইলে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ
জুড়ীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি কোয়াব ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল
শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা
চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু
রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ
ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক
রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়
টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক
হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের
সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম
পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক
কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি
Link Copied