ঢাকা সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

প্রধানমন্ত্রী স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও সন্ত্রাসী হামলার প্রতিবাদ সমাবেশে বদিউল আলম

আ’লীগ নেতাকে গাছে বেঁধে নির্যাতন ও যুবলীগ নেতাদের ওপর গুলিবর্ষণের নির্দেশদাতা কে তা পটিয়াবাসী জানে


নজরুল ইসলাম, চট্টগ্রাম ব্যুরো photo নজরুল ইসলাম, চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৮-৫-২০২২ দুপুর ৪:১৩

২০০৭ সালের ৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ও পটিয়া উপজেলা যুবলীগের তিন নেতার ওপর সন্ত্রাসী হামলা ও এবং আ’লীগ নেতাকে গাছে বেঁধে নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরীকে ইঙ্গিত করে বলেন, আর একজন ত্যাগী নেতাকর্মী যদি নির্যাতনের শিকার হয়, বিচ্ছুকে এই পটিয়ার জনপদ থেকে বিতাড়িত করা হবে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই এখনো পর্যন্ত চুপ করে আছি। যুবলীগের তিন নেতার ওপর বিচ্ছুর আমদানিকৃত জামায়াত-শিবিরের ক্যাডার দিয়ে পরিকল্পিতভাবে ব্রাশফায়ার চালিয়ে হত্যাচেষ্টা করেছে। বর্তমান সরকার ক্ষমতায় থাকলেও বিএনপি-জামায়াত, সর্বহারা লোকদের তাণ্ডব চলছে সারা পটিয়ায়। এদের আশ্রয়দাতা বিচ্ছু ও তার পরিবার। যুবলীগ নেতাদের ওপর সন্ত্রাসী হামলার দাঁতভাঙা জবাব দেবে পটিয়ার মানুষ। আমি আমার ভাইদের হত্যাচেষ্টাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানাচ্ছি।

গতকাল শনিবার পটিয়া রেল স্টেশন চত্ত্বরে বাংলাদেশ আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহ পটিয়া কর্তৃক আয়োজিত প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ও পটিয়া উপজেলা যুবলীগের ৩ নেতা জমির উদ্দিন, সাইফুল ইসলাম, ইকবালের উপর সন্ত্রাসী হামলার বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি'র বক্তব্যে এ কথা বলেন তিনি। তিনি আরো বলেন, বিএনপি-জামায়াতের এজেন্ট বিচ্ছু পরিবার পটিয়ার মানুষকে জিম্মি করে শোষণ করছে। পটিয়ার মানুষ আজ ঐক্যবদ্ধ হয়েছে বিচ্ছু পরিবারকে পটিয়া থেকে তাড়াঁতে। তিনি অবিলম্বে পটিয়া যুবলীগের অতন্দ্র প্রহরীদের হত্যা চেষ্টাকারীদের গ্রেফতারে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
 

সমাবেশে পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হুমায়ুন কবির রাশেদের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা আজিজুল হক মানিকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম।

বিশেষ অতিথি ছিলেন- উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোঃ আলমগীর আলম, সাবেক ছাত্রনেতা ও শিশু সংগঠক মোহাম্মদ সাহাব উদ্দিন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক ডিএম জমির উদ্দিন, পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল ইমরান, উপজেলা মৎস্যজীবি লীগের আহবায়ক সাইফুল ইসলাম, পৌরসভা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম, উপজেলা যুবলীগের সাবেক সহ-সম্পাদক সাইফুল ইসলাম শাহীন, সাবেক সদস্য সাইফুল ইসলাম সাইফু, যুবলীগ নেতা ইকবাল, বক্তব্য রাখেন সাবেক যুবলীগ নেতা রিটন বড়ুয়া, পৌরসভা শ্রমিক লীগের সহ-সভাপতি সাইফুদ্দিন ভোলা, যুবলীগ নেতা হাসান শরীফ, মোঃ বেলাল, সিদ্ধার্ত বড়ুয়া, মোঃ কামাল উদ্দিন, তৌহিদুল আলম জুয়েল, আবদুল আওয়াল, মোঃ আনোয়ার, উজ্জ্বল ঘোষ, সাইফুল ইসলাম জুয়েল, মোঃ রুনেল, বাদশা মিয়া, ছোটন আর্চায্য, সাইফুল ইসলাম রাসেল, ছাত্রলীগ নেতা সাকিব হোসেন, আদনান রুবেল, জয় চৌধুরী প্রমূখ।

পটিয়া রেলস্টেশন চত্বর প্রতিবাদ সভার আয়োজন করলেও বিভিন্ন এলাকার মানুষের অংশ গ্রহণে মহাসমাবেশে রূপ নেয়।

নজরুল ইসলাম, চট্টগ্রাম ব্যুরো। মোবাইল-০১৮১২৩৭৫৭৫৫। 

 

জামান / জামান

হাটহাজারীতে নিষিদ্ধ সংগঠনের ৬ আসামী গ্রেফতার

কালীগঞ্জে গণহত্যা দিবসে উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বোদায় ছাত্রদলের দোয়া মাহফিল ও ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচী

মনপুরা উপজেলার গাছ গুলো যেন প্রচার খুটি নেই প্রশাসনের তদারকি

বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থ্যতা কামনায় হোসেনপুর পৌর বিএনপি’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

কোনাবাড়ীতে সার্ভিস বেনিফিটের দাবিতে অব্যাহতিকৃত শ্রমিকদের বিক্ষোভ

গোবিপ্রবিতে অস্বচ্ছল ও মেধাবী ২৭২ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

মেহেরপুর সদর উপজেলা গোল্ডকাপ ভলিবল বারাদী ইউনিয়ন চ্যাম্পিয়ন

যমুনা ব্যাপারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী ছাত্রীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

সিংগাইরে ৩৯২ শতাংস জমির দখল বুঝে পেল প্রকৃত মালিকগণ

মাধবপুরে শেষ বিদায়ের অপেক্ষায় লাশবাহী গাড়িতে আফরোজ

চিলমারীতে ভেড়া পালনে বদলে যাচ্ছে চরবাসীর জীবিকা

মুকসুদপুরে বস্তাবন্দি লাশ উদ্ধার: নিখোঁজের ৪দিন পর মিললো অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ