ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

হামলায় গুরুতর আহত রাবি শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি


রাবি প্রতিনিধি photo রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১২-৫-২০২২ দুপুর ১:৫৯
পারিবারিক শত্রুতার জেরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর ওপর এবং তার বাড়িতে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ মে) সকালে ওই শিক্ষার্থীর বাড়িতে এ হামলা চালানো হয়। এ ঘটনায় ওই শিক্ষার্থী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
 
আহত শিক্ষার্থীর নাম লোকমান হেকিম। তিনি বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র। তার বাড়ি দিনাজপুরের খানসামা উপজেলার জমিদারনগরে। তার মাথা, বুকে এবং পিঠে গুরুতর জখম হয়েছে। মাথায় দুই জায়গা মিলে ২১টি সেলাই করা হয়েছে। 
 
লোকমান হেকিম বলেন, সকালে ঘুম থেকে উঠে আমি আঙ্গিনায় হাঁটাহাঁটি করছিলাম। তখন আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র আনাস,‌ তার ভাই জাহেদ, মা শিল্পী, বাবা লুৎফর রহমান আমার ওপর অতর্কিত হামলা চালায়। তখন আমি দৌড়ে বাড়িতে চলে আসি। তারা এরপর বাড়ির ভেতরে এসে আমার মাথায় ৬টি কোপ দেয়। বুকে এবং পিঠেও কোপ দেয়। ছোট ভাইয়ের মাথায় দুটি কোপ দেয়। মা গুরুতর আঘাত পায়। তারা পূর্বশত্রুতার জেরে এ আক্রমণ করে। আমি রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে অভিযুক্তরা পালিয়ে যায়। 
 
আহত লোকমানের ছোট ভাই মাহামুদুল হাসান বলেন, ভাইয়াকে তারা এলোপাতাড়ি কুপিয়ে যাচ্ছিল। আমি ভাইয়াকে বাঁচাতে গেলে তারা আমার ওপর আক্রমণ করে। তখন তারা আমার শরীরে শাবল দিয়ে দুবার কোপ দেয়। 
 
আহত লোকমানের বড় ভাই সাজেদুল ইসলাম স্বাধীন বলেন, এলাকার এমন কোনো মানুষ নেই, যাদের সাথে ওরা ঝগড়া করে না। গ্রামের সবার সাথে ওই পরিবারের ঝামেলা লেগে থাকে। মামলা করা‌ হয়েছে কিনা- প্রশ্ন করলে আহত লোকমানের বড় ভাই জানান,‌ দ্রুতই আমরা মামলা করব। 
 
একই এলাকার বাসিন্দা মাসুদ বলেন, দুই পরিবারের মধ্যে পূর্বে থেকেই ঝামেলা ছিল। পূর্বশত্রুতার জের ধরে এ আক্রমণ করা হয়েছে। লোকামান গুরুতর আহত, মাথায় গুরুতর জখম হয়েছে।
 
এ বিষয়ে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, আমরা এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ না পাওয়া পর্যন্ত আমরা কিছু করতে পারব না। ভুক্তভোগীর বড় ভাইয়ের সাথে কথা হয়েছে। তাকে থানায় এসে লিখিত অভিযোগ করার পরামর্শ দিয়েছি। 
 
অভিযুক্ত আনাস একই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র। তার সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। 

এমএসএম / এমএসএম

মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি

ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ

ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত

ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ

জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা

জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা

ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন

শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ

উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ

দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল

জকসু নির্বাচন: ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা