হামলায় গুরুতর আহত রাবি শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি

পারিবারিক শত্রুতার জেরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর ওপর এবং তার বাড়িতে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ মে) সকালে ওই শিক্ষার্থীর বাড়িতে এ হামলা চালানো হয়। এ ঘটনায় ওই শিক্ষার্থী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
আহত শিক্ষার্থীর নাম লোকমান হেকিম। তিনি বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র। তার বাড়ি দিনাজপুরের খানসামা উপজেলার জমিদারনগরে। তার মাথা, বুকে এবং পিঠে গুরুতর জখম হয়েছে। মাথায় দুই জায়গা মিলে ২১টি সেলাই করা হয়েছে।
লোকমান হেকিম বলেন, সকালে ঘুম থেকে উঠে আমি আঙ্গিনায় হাঁটাহাঁটি করছিলাম। তখন আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র আনাস, তার ভাই জাহেদ, মা শিল্পী, বাবা লুৎফর রহমান আমার ওপর অতর্কিত হামলা চালায়। তখন আমি দৌড়ে বাড়িতে চলে আসি। তারা এরপর বাড়ির ভেতরে এসে আমার মাথায় ৬টি কোপ দেয়। বুকে এবং পিঠেও কোপ দেয়। ছোট ভাইয়ের মাথায় দুটি কোপ দেয়। মা গুরুতর আঘাত পায়। তারা পূর্বশত্রুতার জেরে এ আক্রমণ করে। আমি রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে অভিযুক্তরা পালিয়ে যায়।
আহত লোকমানের ছোট ভাই মাহামুদুল হাসান বলেন, ভাইয়াকে তারা এলোপাতাড়ি কুপিয়ে যাচ্ছিল। আমি ভাইয়াকে বাঁচাতে গেলে তারা আমার ওপর আক্রমণ করে। তখন তারা আমার শরীরে শাবল দিয়ে দুবার কোপ দেয়।
আহত লোকমানের বড় ভাই সাজেদুল ইসলাম স্বাধীন বলেন, এলাকার এমন কোনো মানুষ নেই, যাদের সাথে ওরা ঝগড়া করে না। গ্রামের সবার সাথে ওই পরিবারের ঝামেলা লেগে থাকে। মামলা করা হয়েছে কিনা- প্রশ্ন করলে আহত লোকমানের বড় ভাই জানান, দ্রুতই আমরা মামলা করব।
একই এলাকার বাসিন্দা মাসুদ বলেন, দুই পরিবারের মধ্যে পূর্বে থেকেই ঝামেলা ছিল। পূর্বশত্রুতার জের ধরে এ আক্রমণ করা হয়েছে। লোকামান গুরুতর আহত, মাথায় গুরুতর জখম হয়েছে।
এ বিষয়ে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, আমরা এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ না পাওয়া পর্যন্ত আমরা কিছু করতে পারব না। ভুক্তভোগীর বড় ভাইয়ের সাথে কথা হয়েছে। তাকে থানায় এসে লিখিত অভিযোগ করার পরামর্শ দিয়েছি।
অভিযুক্ত আনাস একই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র। তার সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
এমএসএম / এমএসএম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার পুনঃনিয়োগ

পাস্ট ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি রউফ, সম্পাদক তন্নি

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পবিপ্রবির ৩ শিক্ষার্থী

রাবিতে শাটডাউন প্রত্যাহার, ক্লাস-পরীক্ষা বর্জন জাতীয়তাবাদী শিক্ষকদের

পিছানো হল চাকসু নির্বাচন

রাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ‘কমপ্লিট শাটডাউন’

১৬ অক্টোবর রাকসু নির্বাচন
Link Copied