স্বাস্থ্যবিধি অমান্য করে চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকসাচালক সংগঠনের কর্মসূচি
ইজিবাইক, থ্রি-হুইলার ও ব্যাটারিচালিত রিকসা বন্ধে সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রামে কয়েকশ চালক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি স্বাস্থ্যবিধি অমান্য করে কর্মসূচি পালন করেছে। কর্মসূচি চলাকালীন প্রেসক্লাবের বাইরে স্বাস্থ্যবিধি মেনে কর্মসূচি পালন করার নির্দেশনা থাকলেও উপস্থিত পুলিশ সদস্যদের সাথে শ্রমিক নেতাদের ধাক্কাধাক্কির মতো ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৪ জুন) চট্টগ্রাম প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করে চট্টগ্রাম ইজিবাইক ও থ্রি-হুইলার অটোরিকসা মালিক-চালক সংগ্রাম পরিষদ।
সংবাদ সম্মেলনে ইজিবাইক, থ্রি-হুইলার ও ব্যাটারিচালিত রিকসা নিয়ন্ত্রণে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে সংগঠনের সভাপতি নূর মোহাম্মদ চৌধুরী বলেন, সরকারের ওই সিদ্ধান্ত অযৌক্তিক, গণবিরোধী ও তুঘলকী। এ সিদ্ধান্ত শ্রমিকরা মানে না, মানবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।
তিনি বলেন, গত দেড় বছরে করোনা ভাইরাস মহামারী ও টানা লকডাউনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন পেশার শ্রমিক এবং কর্মহীন, বেকার ও ছাঁটাই হওয়া শ্রমিকের পাশে সরকার ও মালিক শ্রেণি দাঁড়ায়নি। করোনা মহামারীতে দেশের ৫০ ভাগের উপরে মানুষ যখন দারিদ্র্যসীমার নিচে চলে গেছে, সেই সময়ে আত্মকর্মসংস্থানের মাধ্যমে কর্মরত দুই লাখ পরিবার জড়িত। সেসব পরিবারের চালককে বেকার ও কর্মহীন করার চক্রান্ত চলছে।
সংগঠনের পক্ষ থেকে কয়েক দফা দাবি দেয়া হয়। দাবিগুলো হলো- মোটা চাকার ব্যাটারিচালিত রিককসা নিরাপদ বিধায় বন্ধ না করা, অন্য কোনো কর্মসংস্থান না করা পর্যন্ত গাড়িগুলো বন্ধ করা যেন না হয়, বন্ধ করা গাড়িগুলো চালু না করা পর্যন্ত আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়া হবে এবং অব্যাহত থাকবে।
লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, যখন মোটা ব্যাটারিচারিত রিকসা বিক্রি হলো এবং যন্ত্রাংশ আমদানি করা হলো তখন সরকার কোনো ব্যবস্থা না নিয়ে এখন দরিদ্র মানুষের রুটি-রুজি বন্ধের ঘোষণা দিয়েছে। লাখ লাখ রিকসাচালক চড়া সুদে ঋণ নিয়ে অথবা সম্পত্তি বিক্রি-বন্ধক রেখে ব্যাটারিচালিত রিকসা কিনেছে। এই রিকসা শ্রমিকদের অমানবিক শ্রম লাঘব করেছে।
এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় শ্রমিক লীগের চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম, চট্টগ্রাম ইজিবাইক ও থ্রি-হুইলার অটোরিকসা মালিক-চালক সংগ্রাম পরিষদের কার্যকরী সভাপতি এসএম মুহিব উল্লাহ, পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ রাশেদ সোলেমান, সফিউল আজম চৌধুরী বাহার, রিয়াজ, মনির হোসেন, ছিদ্দিক মিয়া প্রমুখ।
এমএসএম / জামান
উন্নয়নের বাইরে চর কলাতলী : অবহেলায় মানবেতর জীবন, আশ্বাসেই আটকে প্রশাসনিক উদ্যোগ
ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, বৈষম্যবিরোধী ছাত্রনেতা কারাগারে
শেরপুরের নালিতাবাড়ি উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা
নোয়াখালীতে আবাসিক হোটেল থেকে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার ২
শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কবলে বাসসহ একাধিক গাড়ির সংঘর্ষে আহত দশজন
গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪২০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
খালিয়াজুরীতে রাজনৈতিক মামলায় জামায়াত কর্মী গ্রেপ্তারে জামায়াতের ক্ষোভ প্রকাশ
বাগেরহাটের পল্লীতে আগুন লেগে দরিদ্র বৃদ্ধার মৃত্যু
ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে স্থবির কুড়িগ্রামের জনজীবন
রাষ্ট্রীয় শোক দিবস পালনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সাভারে অবস্থিত ভিসন গ্রুপের ১লা জানুয়ারি সাংস্কৃতিক অনুষ্ঠান পালন
বারহাট্টার বাজারে শীতকালীন সবজি এলেও চড়া দামে হতাশ ক্রেতারা
দোহাজারী রেলস্টেশনে প্রান্তিক কৃষকদের কৃষিপণ্য পরিবহনে লাগেজ কোচ চলাচলের উদ্বোধন