ঢাকা রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

স্বাস্থ্যবিধি অমান্য করে চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকসাচালক সংগঠনের কর্মসূচি


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৪-৬-২০২১ বিকাল ৬:১৪

ইজিবাইক, থ্রি-হুইলার ও ব্যাটারিচালিত রিকসা বন্ধে সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রামে কয়েকশ চালক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি স্বাস্থ্যবিধি অমান্য করে কর্মসূচি পালন করেছে। কর্মসূচি চলাকালীন প্রেসক্লাবের বাইরে স্বাস্থ্যবিধি মেনে কর্মসূচি পালন করার নির্দেশনা থাকলেও উপস্থিত পুলিশ সদস্যদের সাথে শ্রমিক নেতাদের ধাক্কাধাক্কির মতো ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৪ জুন) চট্টগ্রাম প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করে চট্টগ্রাম ইজিবাইক ও থ্রি-হুইলার অটোরিকসা মালিক-চালক সংগ্রাম পরিষদ।

সংবাদ সম্মেলনে ইজিবাইক, থ্রি-হুইলার ও ব্যাটারিচালিত রিকসা নিয়ন্ত্রণে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে সংগঠনের সভাপতি নূর মোহাম্মদ চৌধুরী বলেন, সরকারের ওই সিদ্ধান্ত অযৌক্তিক, গণবিরোধী ও তুঘলকী। এ সিদ্ধান্ত শ্রমিকরা মানে না, মানবে না বলে হু‍ঁশিয়ারি দেন তিনি। 

তিনি বলেন, গত দেড় বছরে করোনা ভাইরাস মহামারী ও টানা লকডাউনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন পেশার শ্রমিক এবং কর্মহীন, বেকার ও ছাঁটাই হওয়া শ্রমিকের পাশে সরকার ও মালিক শ্রেণি দাঁড়ায়নি। করোনা মহামারীতে দেশের ৫০ ভাগের উপরে মানুষ যখন দারিদ্র্যসীমার নিচে চলে গেছে, সেই সময়ে আত্মকর্মসংস্থানের মাধ্যমে কর্মরত দুই লাখ পরিবার জড়িত। সেসব পরিবারের চালককে বেকার ও কর্মহীন করার চক্রান্ত চলছে।

সংগঠনের পক্ষ থেকে কয়েক দফা দাবি দেয়া হয়। দাবিগুলো হলো- মোটা চাকার ব্যাটারিচালিত রিককসা নিরাপদ বিধায় বন্ধ না করা, অন্য কোনো কর্মসংস্থান না করা পর্যন্ত গাড়িগুলো বন্ধ করা যেন না হয়, বন্ধ করা গাড়িগুলো চালু না করা পর্যন্ত আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়া হবে এবং অব্যাহত থাকবে।

লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, যখন মোটা ব্যাটারিচারিত রিকসা বিক্রি হলো ‍এবং যন্ত্রাংশ আমদানি করা হলো তখন সরকার কোনো ব্যবস্থা না নিয়ে এখন দরিদ্র মানুষের রুটি-রুজি বন্ধের ঘোষণা দিয়েছে। লাখ লাখ রিকসাচালক চড়া সুদে ঋণ নিয়ে অথবা সম্পত্তি বিক্রি-বন্ধক রেখে ব্যাটারিচালিত রিকসা কিনেছে। এই রিকসা শ্রমিকদের অমানবিক শ্রম লাঘব করেছে।

এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় শ্রমিক লীগের চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম, চট্টগ্রাম ইজিবাইক ও থ্রি-হুইলার অটোরিকসা মালিক-চালক সংগ্রাম পরিষদের কার্যকরী সভাপতি এসএম মুহিব উল্লাহ, পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ রাশেদ সোলেমান, সফিউল আজম চৌধুরী বাহার, রিয়াজ, মনির  হোসেন, ছিদ্দিক মিয়া প্রমুখ।

এমএসএম / জামান

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা

টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি

তেঁতুলিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্র এখন মোহনগঞ্জের গলার কাঁটা

অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ

রাঙামাটিতে টাইফয়েড টিকাদান শুরু

শিবচরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর শুভ উদ্বোধন

শান্তিগঞ্জে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন

নেত্রকোনার মদনে দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করায় তিন সাংবাদিকের হাত কেটে নেওয়ার হুমকি বিএনপি নেতার