ঢাকা মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

মহেশপুরে ওসির দক্ষতায় নিরাপরাধ ব্যক্তির মুক্তি


মহেশপুর প্রতিনিধি photo মহেশপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৫-২০২২ দুপুর ৩:৩০

ঝিনাইদহের মহেশপুরে হেরোইন রাখার অপরাধে আজিজুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করে থানায় আনা হয়। তার বাজারের ব্যাগে পাওয়া যায় হেরোইন। আজিজুল শ্যামকুড় ইউপির গুড়দাহ গ্রামের এরশাদ আলীর ছেলে। থানায় এনে হাজতে রাখা হয় আজিজুলকে। 

এ সময় আজিজুলের সাথে কথা বলেন ওসি সেলিম মিয়া। তার (আজিজুল) কান্না ও আচারণে বুঝতে পারেন তিনি মাদকের সাথে জড়িত নন। এরপর প্রকৃত রহস্য উদ্ঘাটনের চেষ্টা চালান। উদ্ধারকৃত হেরোইন আসল কি-না সে বিষয়ে সন্দেহ হলে বিভিন্ন পরীক্ষার পর প্রমাণ হয় তা হেরোইন নয়। এতে বিষয়টি পরিষ্কার হয়, হেরোইনসদৃশ বস্তু দিয়ে কেউ নিরাপরাধ ব্যক্তিকে ফাঁসানোর চেষ্টা করেছে। এরপর মুক্তি দেয়া হয় আটক আজিজুলকে। 

থানা পুলিশ সূত্রে জানা যায়, থানার এসআই হাফিজুর রহমানের মোবাইলে আরিফ পরিচয় দেয়া এক ব্যক্তি ফোন করে (তদন্তের স্বার্থে ফোন নম্বরটি গোপন রাখা হয়েছে) সংবাদ দেন আজিজুল হেরোইনের ব্যবসা করেন। তার বাড়িতে তল্লাশি করলে হেরোইন পাওয়া যাবে। বিষয়টি মহেশপুর থানার ওসি সেলিম মিয়াকে জানানো হলে তিনি অভিযান চালাতে নির্দেশ দেন। আজিজুলের বাড়ি তল্লাশি করে কোনো হেরোইন পাওয়া না গেলে ফোন দেয়া হয় সংবাদদাতা আরিফকে। তখন তিনি (আরিফ) বলেন, আজিজুলের বাজারের ব্যাগের মধ্যে হেরোইন আছে। তার কথা মিলে গেলে হেরোইনসহ আজিজুলকে ধরে থানায় আনা হয়। 

এরপর আটকৃকত ব্যক্তির কথাবার্তা ও উদ্ধারকৃত হেরোইন দেখে ওসি সেলিম মিয়ার সন্দেহ হয়। পরে প্রমাণিত হয় হেরোইনের মতো দেখতে হলেও এটা হেরোইন নয়।

এদিকে আটককৃত ব্যক্তির কথপোকথনে তিনি স্পষ্ট বুঝতে পারেন, কেউ তাকে ফাঁসানোর চেষ্টা করেছে। পরে তিনি পুলিশ সুপার মুনতাসিরুল ইসলামের সাথে যোগাযোগ করে আটককৃত ব্যক্তিকে মুক্তি দেন। 

মুক্তি পাওয়া আজিজুল সাংবাদিকের বলেন, আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল। আজ শুধু ওসি স্যারের দক্ষতায় আমি মুক্তি পেলাম। আমার জীবনে আমি এমন কোনো পুলিশ কর্তকর্তার কথা শুনিনি। আমি তার কাছে কৃতজ্ঞ। পেপার-পত্রিকায় প্রতিনিয়ত নিরাপরাধ মানুষের সাজা হওয়ায় ঘটনা দেখি। প্রতিটি পুলিশ অফিসার যদি সেলিম স্যারের মতো হন তাহলে আমাদের মতো নিরাপরাধ মানুষ আর সাজা পাবে না। সাধারণ মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে।    

এ ব্যাপারে ওসি সেলিম মিয়া বলেন, প্রথমে আটককৃত ব্যক্তির কান্না ও কথা-বার্তায় কেমন যেন সন্দেহ হয়েছিলে। পরে আমি উদ্ধারকৃত হেরোইন পরীক্ষা করে দেখি তা ভুয়া। এরপর উপর মহলের সাথে কথা বলে আমি তাৎক্ষণিকভাবে তাকে মুক্ত করি। আমি চাই না আমি থাকতে মহেশপুর থানার কোনো নিরাপরাধ ব্যক্তি সাজা পাক।  

এদিকে ওসির বিচক্ষণতায় নিরাপরাধ ব্যক্তির মুক্তি পাওয়ার ঘটনা জানাজানি হলে এলাকাবাসী ওসি সেলিম মিয়াকে প্রশংসার জোয়ারে ভাসান। উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল আজাসহ শতাধিক এলাকাবাসী এসে ওসি  সেলিম মিয়াকে ধন্যবাদ জানান।

এমএসএম / জামান

সদরপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ৬ ফার্মেসিকে ২২ হাজার টাকা জরিমানা

বেড়া'য় বিএডিসি'র ডিলারের বিপক্ষে অতিরিক্ত মুল্যে সার বিক্রয়ের অভিযোগ

মিরসরাই সীমান্তে গাঁজা উদ্ধার করলো বিজিবি

মহেশপুর সীমান্তে দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ১৮ বাংলাদেশী আটক

নবীগঞ্জে কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলনে ‘ওয়াহিদ এন্টারপ্রাইজ’কে ৩ লাখ টাকা জরিমানা

কুতুবদিয়ায় দেশীয় অস্ত্র উদ্ধার করেছে নেভী

শেখ হাসিনার ফাঁসির রায় দেওয়ায় জয়পুরহাটে জেলা বিএনপির আনন্দ মিছিল

গোদাগাড়ীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

সিংগাইরে ইসলামী ব্যাংক শাখায় ভয়াবহ অগ্নিকাণ্ড

নেত্রকোণায় বাল্যবিবাহ–যৌতুক রোধে সচেতনতামূলক লোকগীতি ও পথনাটক

আনোয়ারায় যৌথবাহিনীর অভিযানে চার লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক

হাসিনার ফাঁসির রায়ে কোনাবাড়ীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

রৌমারীতে জমির মামলায় ঘায়েল করতে না পেরে রাজনৈতিক মামলার অভিযোগ