তানোরে থামছে না কৃষিজমিতে পুকুর খনন
রাজশাহীর তানোরে কৃষিজমিতে ফের পুকুর খনন শুধু হয়েছে। সম্প্রতি ইউএনওর নির্দেশে পুকুর খনন বন্ধ করা হয়। এছাড়াও পুকুর খনন মেশিনের ড্রাইভারদের সতর্ক করে ছেড়ে দেন ইউএনও। গতকাল দুপুরের আগে পুকুর খনন বন্ধ করা হয়। কিন্তু এক দিন না যেতেই আজ থেকে ফের পুকুর খনন শুরু করেছেন রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট এলাকার সাফিউল ও করিম। আজ সকালেও পুকুর খনন করতে দেখা গেছে।
জানা গেছে, তানোর-চৌবাড়িয়া রাস্তার কামারগাঁ ইউপির লব্যাতলা ব্রীজের উত্তর পশ্চিমে চারটির মত ভেকু মেশিন দিয়ে পুকুর খনন চলছে। এসময় সাফিউল ও করিম বলেন শুধু পুলিশ নয়, সংশ্লিষ্ট সবাইকে ম্যানেজ করে ফের প্রকাশ্যে কৃষি জমিতে পুকুর খনন করছেন তিনি। তাঁর এমন বক্তব্য এপ্রতিবেদকের নিকট সংরক্ষণ রয়েছে। এতে করে প্রশাসনের বিরুদ্ধে এলাকায় বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। প্রশাসনের এমন আচরণে কৃষকদের মাঝে বিরাজ করছে তীব্র ক্ষোভ, অসন্তোষ ও উত্তেজনা। ফলে কৃষি জমি রক্ষার্থে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের জুরুরি পদক্ষেপ কামনা করছেন কৃষকরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কামারগাঁ ইউপির লব্যাতলা ব্রীজের উত্তর পশ্চিমে বিশাল কৃষি জমির মাঠ। এসব জমি দু’ফসলী, মাঠে ধান চাষ হয়। তবে, বোরো ধানের বাম্পার চাষও হয় যেমন ফলনও হয় তেমন। বোরো রোপনের আগে সরিষা ছাড়াও নানা জাতের সবজিও চাষ হয়। এসব ফসলী জমি ধ্বংস করে পুকুর খনন হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বেশকিছু কৃষক শ্রমিক জানান, সন্ধ্যার পর থেকে করিম ও সাফিউল বাহিনীর লোকজন লাঠি সোটা নিয়ে বসে থাকছেন। কেউ কোন কথা বললেই তাকে চাঁদাবাজি মামলা হামলার ভয়ভীতি দেখানো হচ্ছে। অথচ গত বছর পুকুর খননের সময় স্থানীয় কৃষকরা ধাওয়া দিয়ে তাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু এবার তারাই দল বল নিয়ে পুকুর খনন কাজ অব্যহত রেখেছেন। শুধু তাই নয়, হাতিশাইল মোড়ে টিনের ঘর করে থাকছেন। আর তাদেরকে সার্বক্ষণিক পাহারা দিয়ে রাখছেন প্রশাসন থেকে শুরু করে সুবিধাবাদী মিডিয়া কর্মীরাও।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যাক্ষদর্শী বলেন, প্রশাসনের পিকআপ আসার আগেই পালিয়ে যায় মুল হোতারা। পরে প্রশাসনের লোকজন খুজতে খুজতে তিন জন হেলপারকে ধরে পিকআপে তুলে। আরও লোক কোথাই বলতেই তারা বলে টিনের ঘরে আছে। সেখানে গিয়ে দেখা যায়, ভেতর থেকে দরজা বন্ধ করা রয়েছে। ডাকলেও কোন সারা শব্দ পাওয়া যায় না। পরে কৌশলে তাদের পাওয়া যায়। সবাইকে গাড়ীতে তোলার পর অদৃশ্য ফোন আসে। তারপর নামিয়ে ছবি তুলে ভেকু মেশিন নিয়ে চলে যেতে নির্দেশ দেয়া হয়। পুনরায় খনন করলে জেল ও জরিমান। কিন্তু ভেকু মেশিন নিয়ে যাওয়া তো দূরে থাক, ওই রাত থেকেই শুরু হয় খনন। কৃষকরা প্রশাসনকে জানালেও রহস্যজনক কারণে নিরব প্রশাসন।
এ বিষয়ে উপজেলার হাতিশাইল গ্রামের কৃষক জরীব আলী সকালের সময়কে বলেন, জীবন-জীবিকার সম্বল ফসলী জমি রয়েছে এখানে। পুকুর খনন হোক তারা কেউ সেটা চায় না। কারণ জমি হারিয়ে গেলে বাঁচবে কিভাবে। এসব জমির ধান সারা বছরের খাদ্য জোগায়। তবে, এসব জমিতে বর্তমানে পুকুর খনন করা হলে দুঃশ্চিনায় মারা যাবে অনেকে।
জরীব আলী আরো জানান, এসব জমিতে পুকুর খনন হলে ৭ থেকে ৮টি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়বে। সুতরাং দ্রুত পুকুর খননের কাজ যদি বন্ধ না হয় তাহলে হাজারও মানুষকে বিপদে পড়তে হবে।
এ ব্যাপারে তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ সকালের সময়কে বলেন, ওই এলাকায় পুকুর খনন কাজ বন্ধ করা হয়। বর্তমানে আবারো ওই এলাকায় জমিতে পুকুর খননের কাজ শুরু হয়েছে বলে ফোন আসছে। গত মঙ্গলবার বাহিরে ছিলাম। তবে পুকুর খনন বন্ধ করতে যে কোনো সময় অভিযান পরিচালনা করে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান ইউএনও।
এমএসএম / জামান
বগুড়া-৬ তারেক রহমান ও বগুড়া -৭ এ খালেদ জিয়ার মনোনয়ন উত্তলোন
বগুড়া-৩ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
কালীগঞ্জে বিএনপিসহ তিন দলের মনোনয়নপত্র উত্তোলন
হাটহাজারীতে ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক
হাঁড় কাপানো শীতকে উপেক্ষা করে ইরি বোরো ধান রোপনে মাঠে চৌগাছার কৃষক
হাদির মৃত্যুতে তানোরে জামায়াতের আয়োজনে গায়েবানা জানাজা
মেহেরপুরে বিএনপির আরো ২ নেতার মনোনয়নপত্র উত্তোলন
রাণীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
নবীনগরে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১
সিংগাইরে শহীদ শরীফ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
৪৮ জেলায় যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রকল্পে বদলাচ্ছে কর্মসংস্থানের চিত্র
রাণীনগরের আবাদপুকুর এলাকায় চুরির হিড়িক
বেড়ায় ধর্মীয়-সামাজিক সম্প্রীতির অনন্য উদাহরণ সৃষ্টি করল জামায়াতে ইসলামী
Link Copied