তানোরে থানা মসজিদের ইমামের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

রাজশাহীর তানোরে এক মসজিদের ইমামের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। তিনি ৩০০ টাকার নন-জুডিসিয়াল স্ট্যাম্পে লিখিত অঙ্গীকার ভঙ্গ করে প্রভাব খাটিয়ে আলাদা তার প্রতিষ্ঠানে সব শিক্ষার্থীকে ভাগিয়ে নিচ্ছেন। এতে আল-হেরা ইসলামি একাডেমি নামক শিক্ষাপ্রতিষ্ঠান চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ নিয়ে আজ ওই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রভাষক ইসহাক আলী ও আবুল কালাম আজাদ বাদী হয়ে তানোর থানা চত্বরে অবস্থিত মসজিদের পেশ ইমাম প্রতারক মামুনুর রশিদের বিরুদ্ধে তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ২০১৫ সালের জানুয়ারি মাসে তানোর ব্র্যাক মোড় নামক স্থানে আল-হেরা ইসলামি একাডেমি নামে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলেন প্রভাষক ইসহাক আলী, আবুল কালাম আজাদ ও মামুনুর রশিদ মামুন। ওই প্রতিষ্ঠান প্রতিষ্ঠার শুরুতে প্রথমে তারা তিনজনই সমপরিমাণ অর্থ ব্যয় করেন। তবে ইসহাক আলী ও আবুল কালাম আজাদ কলেজে চাকরি করার সুবাদে প্রতিষ্ঠানটির আয়-ব্যয় ও সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন মামুনুর রশিদ মামুন। এ সুযোগে ছাত্র-ছাত্রীর বেতন-ভাতা ছাড়াও যাবতীয় ফি উত্তোলন করে আত্নসাৎ করেন। এক্ষেত্রে ইসহাক ও কালামকে আজো কোনো হিসেব দেয়া হয়নি।
এ অবস্থায় করোনাকালে ব্র্যাক মোড় থেকে কৌশলে মামুন তানোর কুঠিপাড়ায় আল-হেরা ইসলামি একাডেমির সব আসবাবপত্র সরিয়ে নেন। এরপর থেকে নিজেকে গুটিয়ে ইসহাক ও কালামকে এড়িয়ে চলতে থাকেন মামুন। তার চলাফেরায় সন্দেহের সৃষ্টি হলে আয়-ব্যয়ের হিসেব চাওয়া হয়। কিন্তু প্রতিষ্ঠানে দায়িত্বে থানাকালীন তিনি কোনো হিসাব না দিয়ে আল-হেরা ইসলামি একাডেমির শিক্ষক ও শিক্ষার্থীদের গোপনে ভাগিয়ে নিয়ে পৃথক প্রতিষ্ঠান তৈরির পরিকল্পনা করে স্বেচ্ছায় দায়িত্ব থেকে অব্যাহতি নেন তিনি। মামুনের গ্রামের বাড়ি নওগাঁ জেলার নিয়ামতপুর সদরে। বর্তমানে বেশ কয়েক বছর ধরে তানোর থানা মসজিদের ইমামের দায়িত্বে রয়েছে তিনি।
এদিকে, মামুন অব্যাহতি নেয়ার আগে চলতি বছরের ২৮ মার্চ ৩০০ টাকার নন-জুডিসিয়াল স্ট্যাম্পে লিখিত অঙ্গীকারনামায় স্বাক্ষর দেন তিনি। ওই অঙ্গীকারনামা শর্তে বলা হয়, মামুনুর রশিদ মামুন নতুন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান তানোর উপজেলার কোথাও খুলে পরিচালনা করতে পারবেন না। এছাড়াও আল-হেরা ইসলামি একাডেমির কোনো শিক্ষক-শিক্ষার্থীকে প্রলোভন দেখিয়ে তার ব্যক্তিগত প্রতিষ্ঠানে নিতে পারবেন না। কিন্তু তিনি এসব প্রতিশ্রুতির তোয়াক্কা না করে ক্ষমতার দাপট দেখিয়ে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে আল-হেরা ইসলামি একাডেমির শিক্ষক ও শিক্ষার্থীদের তার নতুন প্রতিষ্ঠানে নিয়েছেন।
এ বিষয়ে প্রভাষক ইসহাক আলী ও আবুল কামাল আজাদ সকালের সময়কে বলেন, আমরা মামুনকে বিশ্বাস করে প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব দিয়েছিলাম। মামুন অঙ্গীকারনামার চুক্তি ভঙ্গ করে কতিপয় পুলিশ কর্মকর্তার নাম ভাঙিয়ে দাপটের সঙ্গে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তার মাধ্যমে তারা জেনেছেন, নন-জুডিসিয়াল স্ট্যাম্পে লিখিত অঙ্গীকারনামা ভঙ্গ করা দণ্ডনীয় অপরাধ। এজন্য মামুনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে দাবি করেন তারা।
এ নিয়ে তানোর থানা মসজিদের ইমাম মামুনুর রশিদ সকালের সময়কে বলেন, স্ট্যাম্পে অঙ্গীকার করে আল-হেরা ইসলামি একাডেমি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হয়। কিন্তু বর্তমানে তাদের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটেছে। এ কারণে আমি আলাদা শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছি, এটা দোষের কিছু নয়। আমাদের মধ্যে একটা ভালো সম্পর্ক ছিল। এখন সম্পর্কের বিচ্ছেদ ঘটেছে। তাই বলে কি আমি আলাদা শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে পারি না- বলে এড়িয়ে যান তিনি।
এ ব্যাপারে তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না সকালের সময়কে বলেন, অভিযোগ পেয়ে ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিককে সমাধানের দায়িত্ব দেয়া হয়েছে। আশা করি সুষ্ঠু সমাধান হবে।
এ বিষয়ে তানোর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক সকালের সময়কে জানান, আগামীকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বাদী ও বিবাদীকে নিয়ে বসে সমাধানের জন্য উদ্যোগ নেয়া হয়েছে।
এমএসএম / জামান

রায়গঞ্জে ব্রিজ নির্মাণ ও পৌরসভায় পরিকল্পিত নগরায়ন নিয়ে মতবিনিময় সভা

টুঙ্গিপাড়ায় দেশীয় অস্ত্র জমা দেওয়ার নির্দেশ: আইনশৃঙ্খলা রক্ষায় ওসির প্রশংসনীয় উদ্যোগ

সিংড়ায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

লালন সাঁইয়ের তিরোধান দিবস উপলক্ষে নেত্রকোনায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

ধানের শীষের পতাকাতলে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন বিএনপি নেতা শ্রাবণ

সন্দ্বীপের দীর্ঘাপাড় আশ্রয়ন প্রকল্পে মানবিক সংকট

কোনাবাড়ীতে বকেয়া বেতনের দাবিতে ৬ ঘন্টা ধরে আঞ্চলিক সড়ক অবরোধ

ফরিদপুর চিনিকলে বাণিজ্যিক অডিট আপত্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বোদায় প্রতারনার করে দুই প্রতিষ্ঠানে অবসর ভাতা নেওয়ার চেষ্টা প্রভাষকের বিরুদ্ধে

রাণীনগরে সিম্বা ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ে মানসম্মত খেলার মাঠ না খাকলেও সব খেলা ধুলায় এগিয়ে শিক্ষার্থীরা

প্রগতিশীল এসএসসি-১৯৯২ ব্যাচের বার্ষিক মিলনমেলা ও সাংস্কৃতিক উৎসব ২০২৫

মিরসরাইয়ে রাষ্ট্র মেরামতে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা লিফলেট বিতরণ।
Link Copied