ত্রিশালে অতিরিক্ত ইজারা আদায়ের অভিযোগ ব্যবসায়ীদের
ময়মনসিংহের ত্রিশালে সরকারি ইজারার বাজার থেকে অতিরিক্ত ইজারা আদায়ের অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। বিষয়টি নিয়ে স্থানীয় বণিক সমিতি ও ব্যবসায়ীরা লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার বরাবর।
অভিযোগ সূত্রে জানা যায়, সরকারি নিয়মানুযায়ী বাজারের টোল আদায় করার কথা থাকলেও ইজারাদার বছরের পর বছর ধরে বিনা চার্টে মনগড়া টোল আদায় করছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি জানিয়ে গত কয়েক দিন আগে ধান ক্রয়-বিক্রয় বন্ধ রাখেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা অতিরিক্ত টোল বন্ধের জন্য স্থানীয় কালীর বাজার বণিক সমিতির সভাপতির কাছে লিখিত দিলে বণিক সমিতি উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিতভাবে অভিযোগ দেয়।
স্থানীয় ব্যবসায়ী শরীফ আহমেদ, আলী হোসেন, অরুণ পণ্ডিত, প্রণয় সাহা, শংকর প্রসাদ, মাহমুদুল হাসান, মোশারফ হোসেনসহ প্রায় শতাধিক ব্যবসায়ী স্বাক্ষরিত লিখিত অভিযোগে জানা যায়, বাজারের স্থায়ী ব্যবসায়ীগণ তথা মুদি দোকানিরা কোনো আমলেই টোলের আওতায় ছিলেন না। কিন্তু গত বছর থেকে প্রত্যেক মুদি দোকানসহ স্থায়ী দোকানিদের কাছ হতে জোরপূর্বক ইজারা আদায় এবং বাৎসরিক হারে মোটা অংকের টোল আদায় করছে। বাজার ডাকে মহালগুলো আওতাভুক্ত থাকার কথা থাকলেও ইজাদার মহালগুলো ছাড়াও স্থায়ী ব্যবসার ঘর, ওষুধ কোম্পানিসহ বিভিন্ন কোম্পানির ডেলিভারি গাড়ি হতে এবং স্থায়ী ভিট ব্যবসায়ীদের কাছ হতে টোলের নামে চাঁদা আদায় করছে। এছাড়াও ব্যবসায়ীদের ওপর চাপিয়ে দেয়া অতিরিক্ত টোল না দিলে তাদের বিভিন্ন সময় অকথ্যভাষায় গালিগালাজ ও মারধরও করার ঘটনা রয়েছে ইজারাদার ও তার লোকজন বিরুদ্ধে।
কালীর বাজার বণিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম (রফিক) জানান, ইজারাদার কামরুল হাসান নয়ন অতিরিক্ত টোল আদায় করছে এবং নির্দিষ্ট খাতের বাইরেও স্থানীয় সাধারণ দোকানিদের কাছ থেকেও টোল আদায় করছে। তাদের কথা অনুযায়ী টোল না দিলে গালিগালাজ ও শারীরিকভাবেও করা হয় লাঞ্ছিত। ইজাদার নামে যা করছে তা সরাসরি লুটপাটের সমতুল্য। তাই বণিক সমিতি বিষয়টি নিয়ে সাধারণ আলোচনা করে লিখিত অভিযোগ দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। আমরা এ বিষয়ে ইউএনও বরাবর লিখিত অভিযোগ দিয়েছি।
তবে অভিযোগ অস্বীকার করে ইজারাদার কামরুল হাসান নয়ন বলেন, টোল আদায়ে সরকারি যে রেট রয়েছে, তার থেকেও কম টোল আদায় করি আমি।
উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি নিয়ে উভয়পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে। তাদের নিয়ে বসে বিষয়টি নিষ্পত্তির কথা বলেছিলাম। তবে সবশেষ ব্যবসায়ী ও বণিক সমিতির অভিযোগ অনুযায়ী জানতে পারলাম তাদের মধ্যে কোনো আপস হয়নি। অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।
এমএসএম / এমএসএম
রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়নে চমক
রাণীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত
মাগুরায় কৃতি সন্তানদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
জয়পুরহাটে বিএনপি নেতার কবর জিয়ারতে দুই এমপি প্রার্থী
স্ত্রীর কাছে ‘চিরকুট’ লিখে স্বামীর আত্মহত্যা
বাঁশখালীতে সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর স্মরণে দোয়া মাহফিল
ঝিনাইগাতীতে গারো পাহাড়ে বন্যহাতির আক্রমণসহ নানা সমস্যা নিয়ে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত
ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর লিজকৃত পুকুর দখলচেষ্টার প্রতিবাদে মানববন্ধন
চট্টগ্রাম ১৩ আসনে মনোনয়ন ঘোষণা'র পর কোণঠাসা বিএনপির তৃণমূল
জয়পুরহাটে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার
আত্রাইয়ে বান্দাইখাড়া দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
বিনিয়োগ আনতে চট্টগ্রাম বন্দরে বিদেশী ব্যবস্থাপনা প্রয়োজন : এম সাখাওয়াত হোসেন